চরম দাবদাহের পূর্বাভাস, কোন কোন জেলায় চলবে ভয়াবহ তাপপ্রবাহ?

Weather Update Today: বৈশাখ ঢুকতে না ঢুকতেই কলকাতাতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়তে পারে।

দিন কয়েকের রেহাই মিলেছিল ঠিকই। সেই ক্ষণিকের স্বস্তি উড়ে গিয়েছে ফের দাবদাহের আড়ালে। তাপমাত্রা হু হু করে বাড়ছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর বলছে শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম আরও বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে দাবদাহের সতর্কবার্তাও দিয়েছেন হাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানে আগামী চার দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

মঙ্গলবার ১৬ এপ্রিল থেকে শুক্রবার ১৯ এপ্রিল পর্যন্ত এই তীব্র গরম আবহাওয়াই থাকবে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে বলেই আশঙ্কা। পশ্চিমের জেলাগুলিতে লু বইবে বলেও সতর্ক করা হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। তাপমাত্রা বৈশাখের প্রথম সপ্তাহেই ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে বলে আশঙ্কা। সোমবার ছিল প্রবল অস্বস্তিকর গরম। মঙ্গলবারও অস্বস্তিকর ও কষ্টদায়ক আবহাওয়াই থাকবে। ১৮ ও ১৯ এপ্রিল অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে।

বৈশাখ ঢুকতে না ঢুকতেই কলকাতাতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়তে পারে। গরম ও অস্বস্তি এতটাই বাড়বে যে শুক্র শনিবার নাগাদ কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে।

আরও পড়ুন- বাড়িতে নিয়মিতই আসে ২০ লিটারের জলের জার? ভয়াবহ রোগের মুখে দাঁড়িয়ে আপনি

তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ১৬ এবং ১৯ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সেখানে। তবে তাপ বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, শিলা বৃষ্টি, এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও আছে। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের ৫ জেলায় বৃষ্টি চললেও দক্ষিণের ৩ জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে।

এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। হালকা পোশাক পরার পরামর্শ, মাথা কাপড় দিয়ে ঢাকা অথবা ছাতা ব্যবহার করা, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল, ওআরএস বা লেবু জল খাওয়ার পরামর্শও দিয়েছে আবহাওয়া অফিস।

তবে স্বস্তির কথাও জানিয়েছে হাওয়া অফিস, দেশে এবার সার্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে চলেছে বর্ষার মরশুমে। ১০১ থেকে ১১১ শতাংশ পর্যন্ত বৃষ্টি হতে পারে দেশে এবার। অর্থাৎ ২০২৪ সালে স্বাভাবিকের থেকে ১১ শতাংশ পর্যন্ত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে উত্তর পূর্বের রাজ্যগুলিতে অন্যান্যবারের থেকে সামান্য কম বৃষ্টি হতে পারে এবার। আবার দেশের পশ্চিম প্রান্তে অতিরিক্ত বৃষ্টি হতে পারে। ২০১৪ সালে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পথে প্রধান বাধা এল নিনো এবং লা নিনা নিজেদের পূর্ণ ক্ষমতায় সক্রিয় থাকতে পারবে না।

১৯৭৪ এবং ২০০০ সালে এই জোড়া ফলায় বৃষ্টি স্বাভাবিকের থেকে অনেকটা কম হয়েছিল। এবার সেরকম কোনও প্রভাব থাকবে না বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।

 

More Articles