হাড্ডাহাড্ডি লড়াই করেও দাবা বিশ্বকাপে হার! তবু হৃদয় জিতলেন গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ

Rameshbabu Praggnanandhaa, Chess Worldcup: শেষরক্ষা হল না। হেরে গেলেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। অবশ্য যার কাছে হারলেন তিনি বিশ্বের এক নম্বর দাবাড়ু। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নও বটে।

একদিকে যখন চাঁদে পৌঁছে স্বপ্ন ছুঁয়ে ফেলল ভারত। অন্যদিকে ভাঙল স্বপ্ন। ফিনিশিং লাইনের কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা হল না। হেরে গেলেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। অবশ্য যার কাছে হারলেন তিনি বিশ্বের এক নম্বর দাবাড়ু। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নও বটে। সেই ম্যাগনাস কার্লসনের কাছে একেবারে বর্ডার লাইনে হারলেন প্রজ্ঞানন্দ। প্রথম দু'টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হয়েছিল। খেলা অচিরেই গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই এল হার।

আরও পড়ুন: প্রজ্ঞায় মাত গোটা বিশ্ব, বিস্ময়কিশোর হারিয়েছিল বিশ্বসেরা দাবাড়ু কার্লসেনকেও!

একদিকে বছর আঠেরোর তরতাজা প্রজ্ঞা, উল্টোদিকে ৩২ বছরের অভিজ্ঞ কার্লসন। একজনের ব়্যাঙ্কিং এক, অন্যজনের ২৯। প্রথম থেকেই লড়াই ছিল অসম। তবু সমস্ত ব্যবধানের চোখে চোখ রেখে সওয়াল করতে পেরেছিল প্রজ্ঞা। এ আসলে ঠিক হার নয়। অভিজ্ঞতার জিতে যাওয়া। সেখানেই ধাক্কা খেয়েছে প্রজ্ঞা। তার পরেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। বয়স, অভিজ্ঞতার ব্যবধান অনেকটাই কমিয়েও এনেছিলেন প্রজ্ঞা। তবু শেষ রক্ষা হয়নি। ২.৫-১.৫ পয়েন্টে জিতে যান কার্লসন।

কথায় বলে শতরঞ্জ কা খেল সহজ নয়। এই খেলা খেলতে চাই প্রখর বুদ্ধি। সেই ৬৪ খোপের পৃথিবীতে গোড়া থেকেই হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে প্রজ্ঞা ও কার্লসনের। টাইব্রেকারে গিয়ে ছোট্ট একটি ভুলের মাশুল বড় করে দিতে হল প্রজ্ঞাকে। টাইব্রেকার প্রথম ব়্যাপিড রাউন্ড থেকেই দুজনেই ছিবেন রক্ষণাত্মক। সময়ের নিরিখেও হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। চলছিল স্নায়ুযুদ্ধ। সে সময় একটি মাত্ চাল দিতে অনেকটাই সময় নিয়ে ফেলেন প্রজ্ঞানন্দ। কিছুটা পিছিয়ে পড়েন। সময় কমতে থাকায় ভুল বাড়তে থাকে। অরক্ষিত হয়ে পড়ে রাজা। সেই সাড়ে ৬ মিনিটের ব্যবধান আর মেটাতে পারেননি বছর আঠেরোর ছেলেটা। দ্বিতীয় টাইব্রেক ড্র হওয়ায় বিশ্বচ্যাম্পয়ন হন কার্লসেন।

হারলেন বটে প্রজ্ঞা। তবে গৌরবের লড়াই করে হারলেন। আর সেখানেই জিতে গেলেন প্রজ্ঞানন্দ। সকলের হৃদয়ে জায়গা করে নিলেন কমবয়সী এই দাবাড়ু। অনেকেই বলেছেন, এই হার আসলে জয়ের শুরুয়াত মাত্র। এর আগেও তিনি কার্লসনকে হারিয়েছেন। একবার নয়, অন্তত পাঁচ বার হারিয়েছেন। ৬ বারের রেকর্ড গড়তে গড়তেও গড়া হল না প্রজ্ঞার। দাবা বিশ্বকাপে মোট উনিশ বার সাক্ষাৎ হয়েছে দু'জনের। তার মধ্যে ক্লাসিক্যাল দাবার মাত্র একবার। সেই ম্যাচ ড্র হয়েছিল। এবার ফাইনালের আগে ব়্যাপিড দাবা ও প্রদর্শনী ম্যাচ মিলিয়ে মোট ১৮ বার মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রজ্ঞানন্দ ও কার্লসেন। তার মধ্যে কার্লসেন জেতেন ৭ বার। প্রজ্ঞানন্দ জেতেন ৫ বার। বাকি ৬টি ম্যাচ ড্র।

আরও পড়ুন: টাইব্রেকার-সাডেন ডেথ: সাফ কাপে যে ভাবে ভারতের স্বপ্নপূরণ

এদিনেক প্রায় প্রতিটা দানে কার্লসন বুঝিয়ে দিয়েছেন কেন তিনি পাঁচ বারের চ্যাম্পিয়ন। প্রজ্ঞা তাঁকে টক্কর দিয়েছেন কাঁধ মিলিয়ে। শেষপর্যন্ত স্বপ্নভঙ্গ হলেও ভবিষ্য়তে ভারতের জন্য যে বিশ্বমানের এক দাবাড়ু উপহার দিয়ে গেল এই বিশ্বকাপ, তা কিন্তু মানতেই হবে। শেষপর্যন্ত দাঁত কামড়ে লড়ে গিয়েছেন বছর আঠেরোর ছেলেটা। আর সেই লড়াইয়ের মানসিকতাকেই কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

More Articles