ভোটের মধ্যেই বড় ধাক্কা মোদির! কেন ভারতে কারখানার পরিকল্পনা ভেস্তে চিনে টেসলা কর্তা?
Elon Musk visits China: ধনকুবের ইলন তাঁর মাইক্রোব্লগিং সাইট এক্স-এ লিখে জানিয়ে দিলেন, বিশেষ কাজ পড়ে যাওয়ায় এই মুহূর্কে ভারতে আসতে পারছেন না ইলন মাস্ক। ভারত-সফর বাতিল করে কোন জরুরি কাজে গেলেন ইলন?
ভোটের মধ্যেই বড়সড় অস্বস্তিতে মোদি। ভারতে আসতে চলেছেন টেসলা প্রধান ইলন মাস্ক। সব ঠিকঠাক থাকলে এ দেশে গাড়ির কারখানা বানাবেন টেসলা প্রধান। কথা ছিল তেমনটাই। নতুন বাণিজ্য, কর্মসংস্থান এবং উন্নয়নের আশায় অনেকেই বুক বেঁধেছিলেন। তবে সেই আশা জলে গেল শেষ মুহূর্তে। ধনকুবের ইলন তাঁর মাইক্রোব্লগিং সাইট এক্স-এ লিখে জানিয়ে দিলেন, বিশেষ কাজ পড়ে যাওয়ায় এই মুহূর্কে ভারতে আসতে পারছেন না ইলন মাস্ক। তবে পরে অবশ্যই আসবেন। কিন্তু ভারত-সফর বাতিল করে কোন জরুরি কাজে গেলেন ইলন? সেই রহস্য পরিষ্কার হল সময় যেতে না যেতেই। ভারতের বহু প্রতীক্ষিত সফর বাতিল করে টেসলা প্রধান চলে গেলেন কিনা সোজা চিনে। সবে দু'দফার ভোট সম্পূ্র্ণ হয়েছে দেশে। বাকি এখনও পাঁচ দফার ভোটগ্রহণ। এই পরিস্থিতিতে মোদির মুখ পোড়াল টেসলা প্রধানের সিদ্ধান্ত।
চিনের সঙ্গে ভারতের বনিবনা নেই দীর্ঘ সময় ধরেই। এলাকা দখলের ঠান্ডা লড়াই চলছে অনেকদিন ধরেই। ভারতের পয়লা নম্বরের শত্রুদেশ সেই চিনেই কিনা চলে গেলেন ইলন মাস্ক ভারত-সফর বাতিল করে। স্বাভাবিক ভাবেই ইলন মাস্কের এই পদক্ষেপ ভারতের সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে। খোদ মোদির রাজ্যে কারখানা বানাবেন টেসলা প্রধান। কিছুদিন আগেই নতুন ইলেকট্রিক ভেহিক্যল নীতি জারি করে বেশ কয়েকটি বিদেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থাকে ভারতে কারখানা বানানোর জন্য আহ্বান জানিয়েছিল কেন্দ্র সরকার। সাড়া মেলে টেসলার তরফে। বিশ্বের বাজারে অন্যতম বৈদ্যুতিন গাড়ি নির্মাতা টেসলা, যার মালিক কিনা পৃথিবীর অন্যতম ধনকুবের ইলন মাস্ক। কিছুদিনের মধ্যেই স্থির হয়ে যায় দিনক্ষণ। শোনা যায় মোদির নিজস্ব রাজ্য গুজরাটেই তৈরি হবে সেই কারখানা। আর সেই কারখানার জন্যই জমি দেখতে ভারতে আসতে চলেছেন ইলন মাস্ক। টেসলার তরফে একটি দল এপ্রিলের শেষেই যে এ দেশে আসতে চলেছে, জানিয়ে দেওয়া হয় তা-ও। গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্র, তামিলনাড়ুর দিকেও নজর ছিল কারখানার জমির জন্য।
আরও পড়ুন: বাংলার চাকরিতে বাঙালিরই নামকাটা! বিজ্ঞাপন বিতর্কে মার্লিনের উত্তর
প্রায় ২-৩ বিলিয়ন ডলার খরচ হতে পারে এউইই কারখানা বানাতে। তার আগে এ দেশের একাধিক রাজ্য ঘুরে ঘুরে টেসলার একটি দল জমি নির্বাচন করবে কারখানার জন্য। ইভি নীতিতে কেন্দ্র সরকার জানিয়েছে যে যদি কোনও বিদেশি সংস্থা ভারতে গাড়ি নির্মাণ করতে চায় এবং ৫০০ মিলিয়ন বিনিয়োগ করতে চায় গাড়ি নির্মাণ করার জন্য, তবে কিছু ছাড় মিলবে সরকারের পক্ষ থেকে। তবে সেই সংস্থাকে তিন বছরের মধ্যে গাড়ির কারখানা স্থাপন করতে হবে ভারতে। গত বছরই টেসলা জানিয়েছিল যে তাঁরা একটি বৈদ্যুতিন গাড়ি নির্মাণ করতে চায় ভারতে যার দাম হবে ২৪ হাজার ডলার।
প্রায় সব পরিকল্পনাই কষা ছিল। লোকসভা ভোট চলাকালীন টেসলা প্রধানের ভারত সফর যে মোদির ঝুলিতে যে বেশ কিছু অতিরিক্ত ব্রাউনি পয়েন্টস জমা করবে, প্রত্যাশা ছিল তেমনটাই। এমনিতেই শিল্প না আনতে না পারা, বিদেশি বিনিয়োগের অভাব ইত্যাদি নিয়ে প্রায়শই বিরোধীরা দোষে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে। ভোটের মধ্যে টেসলা প্রধানের ভারত সফর যে বিরোধীদের সেই বক্তব্যের মুখে কড়া জবাব হতে চলেছে মোদির তরফে, এমন একটা ভাবনাও ছিল। কিন্তু শেষমুহূর্তে ভেস্তে গেল সেই সব পরিকল্পনাই।
ভারতে তো এলেনই না টেসলা প্রধান। তার উপর টেসলা সংক্রান্ত জরুরি কাজ বলে চলে গেলেন তিনি সোজা চিনে। টেসলা কর্তা যে ভারতে আসবেন না, তা জানিয়েছেন তিনি এক সপ্তাহ আগেই। তার হপ্তা ঘুরতে না ঘুরতেই দেখা গেল, চিনে চলে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, সে দেশের সফটওয়্যার পরিচালিত স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি কারখানা তৈরির বিষয়ে বেজিংয়ে সে দেশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। এখানেই শেষ নয়, তাঁর সংস্থা নির্মিত স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির উন্নতির জন্য অ্যালগরিদম প্রশিক্ষণ ও চিনের সংগ্রহ করা ডেটা বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে চিনাকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরেই নিজের এক্স হ্যান্ডেলে টেসলা কর্তা জানান, চিনের ক্রেতাদের সঙ্গে খুব শিগগিরই স্বয়ংক্রিয় ইলেকট্রিক গাড়ি সরবাহর শুরু করবে টেসলা। ২০২১ সাল থেকে সে দেশের নিয়ামক সংস্থার শর্ত মেনে চিনের আবহাওয়া ও পরিবহণ ব্যবস্থার চলতে সক্ষম এমন গাড়ি তৈরির জন্য তথ্য সংগ্রহ করা শুরু করে টেসলা। এ বার সেই তথ্য আমেরিকায় নিয়ে গিয়ে তা ব্যবহার করে চিনে চালানো যায় এমন অটোমেটিক ইলেক্ট্রিক গাড়ি বানিয়ে তা চিনে সরবরাহ করচে চায় মাস্কের সংস্থা।
চিনের সঙ্গে ব্যবসা না হয় হল। কিন্তু ভারতের সঙ্গে যে ব্যবসায়িক পরিকল্পনা এতদিন ধরে ছকে এসেছেন টেসলা প্রধান, তার কী হবে? এ দেশে কারখানা বানানোর পরিকল্পনাও কি সফরের সঙ্গে সঙ্গে একেবারে বাতিল করে দিলেন টেসলা প্রধান? উঠেছে প্রশ্ন। ইলন মাস্ক বরাবরই খামখেয়ালি বলে অভিযোগ। যখন যেটা মন চায়, করেন। টুইটার অধিগ্রহণ করা তার মধ্যে একাধিক পরিবর্তন, এমনকী নাম পাল্টে এক্স রাখার মধ্যেও সেই মতিগতি স্পষ্ট ইলনের। শুধু গাড়ি নয়, স্পেস এক্স নামে মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা পরিসেবা সংস্থাও চালান ইলন মাস্কের। গোটা বিশ্বের ধনীতম ব্যবসায়ীর মধ্যে অন্যতম তিনি। এবং নিজের সবকটি সংস্থার ক্ষেত্রে যে তিনি আপন মর্জির মালিক, তা বুঝিয়ে দিয়েছেন বারবারই। তবে শেষ মুহূর্তে ইলনের ভারত সফর বাতিল করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে কেন্দ্র সরকার। দেশের শীর্ষ আধিকারিকদের কেউ কেউ দাবি করেছেন, ভোট শেষ হওয়ার আগে এ দেশে আসবেন না মাস্ক। অন্যদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ শুরু করেছেন বিরোধীরা। প্রবীণ বিরোধী নেতা জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ইলন মাস্কও নাকি ভোটের দেওয়াল লিখন বুঝতে পেরে গিয়েছেন।
আরও পড়ুন:নীল পাখি থেকে ‘এক্স’ : টুইটার হাতবদলের সাতকাহন
এদিকে ইলনের ভারত সফর বাতিল করে চিনে যাওয়ার সিদ্ধান্তের পরেই নাকি টেসলার শেয়ার বাজারে ১২ শতাংশ বেড়েছে বলে খবর। চলতি মাসের গোড়াতেই টেসলা জানিয়েছিল, কম দামের গাড়ি আর তারা বানাবে না। তার পরিবর্তে ভবিষ্য়তে রোবোট্যাক্সি তৈরিতেই মনোযোগ দেবে সংস্থাটি। আগেই ভারত ও মেক্সিকোতে টেসলা কারখানা গড়ার কথা ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত বদলান বলেই মনে করছে বিশেষজ্ঞ। তবে ইলন মাস্ক ভারত সফর স্থগিত রাখলেন, নাকি পাকাপাকি ভাবেই বাতিল করলেন, তা নিয়ে এখনও কিছু বলা হয়নি। ফের কবে ভারতে আসতে পারেন মাস্ক, তা নিয়েও নতুন করে কিছু জানানো হয়নি। ফলে এই অবস্থায় ভারতে টেসলা কারখানা হওয়ার যে দিবাস্বপ্ন চোখ খুলে এ দেশের বাসিন্দারা দেখতে শুরু করেছিলেন, মুখ থুবড়ে পড়ল সেই স্বপ্ন। সেই সঙ্গে লোকসভা ভোট চলাকালীন জোর ধাক্কা খেল মোদি-সরকারও। নিন্দুকেরা অনেকেই বলছেন, মোদি তৃতীয়বার ক্ষমতায় ফিরবেন না বুঝে নিয়েই পাততাড়ি গুটিয়েছে টেসলা! সত্যিই কি তাই? তা নিয়ে অবশ্য কোনও কিছু খোলসা করেননি টেসলা প্রধান।