যুক্তি-তক্কো-যুদ্ধ! কীভাবে অংশ নেবেন বিতর্কে

Inscript Debate: নভেম্বর মাসের প্রথম বিতর্কের বিষয় ‘সচিন নন, ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান কোহলিই’।

বাংলা চিরকালই বিতর্কের মঞ্চ! যুক্তি দিয়ে বিপক্ষের মতকে ভোকাট্টা করে দেওয়া এই বঙ্গের ঐতিহ্য। শুধু বাংলা কেন। ভারতের ইতিহাস বুঝতে গেলে, ঐতিহ্য বুঝতে গেলে তর্ক আর ন্যায়শাস্ত্রের গলিঘুঁজি পেরোতেই হয়। তার্কিকদের যুক্তি-যুদ্ধর মধ্যে দিয়েই কত কত বিষয়কে খারিজ করা হয়েছে, মিথ্যাকে নাকচ করে সত্যকে প্রতিষ্ঠা করা হয়েছে। পণ্ডিতে-পণ্ডিতে এই তর্ক যুদ্ধের হাত ধরেই বিশ্বকে ভারত নিজ শিক্ষার মান চিনিয়েছে। কেশব কাশ্মীরিকে তর্কযুদ্ধে হারিয়েছিলেন শ্রীচৈতন্য, পনেরো শতকের বাঙালি ন্যায়শাস্ত্রজ্ঞ রঘুনাথ শিরোমণির তর্কবিদ্যার খ্যাতি ছড়িয়েছিল সারা ভারতীয় উপমহাদেশ জুড়েই। আরও আরও এগিয়ে এলে, ডিরোজিওর ছাত্রদলের প্রবল তর্ক আর যুক্তির নিয়মিত চর্চা বাংলাকে নবজাগরণের দোরগোড়ায় নিয়ে এসেছিল। তারপর বহু নরমপন্থী-চরমপন্থী যুক্তি-তর্ক পার করে বঙ্গদেশ এসে দাঁড়াল টেলিভিশনের গলা-জোয়ারিতে। যুক্তি নয়, ভুয়ো তথ্যই যেখানে দিক বদলে দিতে থাকল সত্যের। তর্কের গায়ে এসে লাগল ব্যক্তিগত আক্রমণের কাদা। বিতর্কের নাম হয়ে উঠল স্ক্যান্ডাল!

অথচ মোহনবাগান-ইস্টবেঙ্গল থেকে শুরু করে উত্তম-সৌমিত্র, বামপন্থা থেকে শুরু করে সংখ্যালঘু ভোট, বাংলার প্রতিটি চায়ের ঠেক জানে তর্কের তুফানের স্বাস্থ্যকর বেড়ে ওঠা। বাংলা চিরকালই বিতর্কের মঞ্চ ছিল, ভারতে চিরকালই গণতন্ত্রের জন্ম হয়েছে পক্ষে-বিপক্ষের যুক্তির লড়াইয়ের মধ্যে দিয়েই। যুক্তি আর তর্কের এই খেলাই ফিরিয়ে আনছে ইনস্ক্রিপ্ট। ফেসবুকের কমেন্টে একে অন্যকে নাস্তানাবুদ করা নয়, অকাট্য যুক্তি নিয়ে নিজের মতামতকে স্থাপনা। ৭ নভেম্বর থেকে তাই শুরু হচ্ছে ইনস্ক্রিপ্টের মাসিক বিতর্কসভা। যেখানে কথা বলবে কলমই, যুক্তিই যেখানে সত্যকে তুলে আনবে বন্ধ গভীর কোনও সিন্দুক থেকে। নভেম্বর মাসের প্রথম বিতর্কের বিষয় ‘সচিন নন, ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান কোহলিই’

কীভাবে অংশ নিতে পারবেন এই বিতর্কে?

১। আপনি বিষয়টির পক্ষে না বিপক্ষে, সেই মতামত তৈরি করুন, যুক্তি দিয়ে সাজান, লিখে ফেলুন।

২। গুগল প্লে-স্টোরে যান। ইনস্ক্রিপ্ট অ্যাপ ডাউনলোড করুন অথবা https://inscript.me/ ওয়েবসাইটে যান।

৩। এবার অ্যাপে বা ওয়েবসাইটে +Write অপশনে ক্লিক করলেই মিলবে সাইন ইন করার বিশদ। নিজের ফোন নম্বর/ মেল আইডি আর নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিতে হবে।

৪। ওটিপি আসবে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে/ইমেলে। ওটিপি সঠিকভাবে দিলেই আপনার অ্যাকাউন্ট তৈরি!

৫। এবার ওই মোবাইল নম্বর/মেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলুন আপনার অ্যাকাউন্টে।

৬। নিজের নাম লিখে ফেললেই তৈরি প্রোফাইল। এবার লেখার পালা।

৭। লেখার ড্যাশবোর্ড খুললে, হেডলাইনে লিখুন আপনার পক্ষ। তার নিচে 'Start Writing Here'- লেখা অংশ আপনার বাকি লেখাটি জমা দিন। কমপক্ষে ৪০০ শব্দে আপনার যুক্তি লিখে ফেলুন।

৮। লেখা, ছবি, ট্যাগ (Virat Kohli, Sachin Tendulkar) ও ক্যাটেগরি (Sports and Recreation) দিয়ে সাবমিট করলেই আপনার মতামত জমা পড়বে সংশ্লিষ্ট বিভাগে।

বিতর্কের শর্তাবলী

১। লেখা হতে হবে কমপক্ষে ৪০০ শব্দের।

২। লেখার মধ্যে যুক্তি আর তথ্য দিয়ে নিজের পক্ষ/বিপক্ষ মতকে উপস্থাপন করতে হবে।

৩। লেখার মধ্যে ইনফোগ্রাফ, ছবি ইত্যাদিও জুড়ে দিতে পারেন।

৪। লেখা জমা দিতে হবে ৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে

৫। জমা পড়া লেখার মধ্যে থেকে সেরা তর্কবাগীশ ঘোষণা করা হবে ২১ নভেম্বর

৬। পক্ষে আর বিপক্ষে দুই পক্ষের সেরা তার্কিকের জন্যই থাকছে আকর্ষণীয় পুরস্কার

টেলিভিশন-ফেসবুকে কাদা ছোঁড়াছুঁড়ি আর গলা-জোয়ারির বৃত্ত থেকে বেরিয়ে এসে যুক্তির জয় হোক। তর্কের স্বাস্থ্য, বাংলার ঐতিহ্য আরও মজবুত হোক আপনাদের লেখার মাধ্যমে।

 

*বিজেতা নির্ধারণে সম্পাদকীয় সিদ্ধান্তই চূড়ান্ত   

More Articles