বিমানবন্দরে লাইনে দাঁড়ানোর দিন শেষ! কীভাবে ব্যবহার করবেন DigiYatra অ্যাপ?

Kolkata Airport DigiYatra App: কলকাতা বিমানবন্দরে কীভাবে ডিজিযাত্রা অ্যাপ ব্যবহার করবেন?

বিমানবন্দরে গিয়ে কুলকিনারা না পাওয়ার দিন শেষ। যাত্রীদের বিমানযাত্রাকে আরও মসৃণ করতে এবছর মার্চেই কলকাতা বিমানবন্দরে ডিজিযাত্রা শুরু করেছিল সরকার। অত্যাধুনিক প্রযুক্তি ব্যববার করে বিমানবন্দরে চেক ইন করা, পরিচয় যাচাই করা, নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার বিষয়গুলি সহজ করে তোলা হয়েছিল। সেপ্টেম্বরের ১০ তারিখের হিসেব বলছে, মোট ৮৪৮০ জন যাত্রী কলকাতা বিমানবন্দরে সেদিন এই ডিজিযাত্রা সুবিধা ব্যবহার করেছেন। কলকাতা বিমানবন্দরে এই সুবিধাটি চালু হওয়ার পর থেকে এই প্রথম এত মানুষ ডিজিযাত্রার সুবিধা নিলেন। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এই ডিজিটাল রূপান্তর যাত্রীদের অনেকের কাছেই বেশ নতুন। DigiYatra আসলে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের জন্য চেকিং এবং বোর্ডিং করার সুবিধা দেয় কোনও কাগুজে নথি ছাড়াই।

বিমানবন্দরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো, তারপর মালপত্র পরীক্ষার সময় অনেকখানি লাঘব হচ্ছে এতে। সহজেই যাত্রীদের অন্তত ১৫-২৫ মিনিট সময় বাঁচছে। সরকার জানিয়েছিল, ডিজিযাত্রার মূল উদ্দেশ্য হলো একাধিক টাচ পয়েন্টে টিকিট এবং পরিচয় পত্র যাচাই করার সমস্যা থেকে যাত্রীদের মুক্তি দেওয়া। ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে বিমানবন্দরের এই যাত্রীসুবিধাকে আরও সহজবোধ্য করাই ছিল লক্ষ্য। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, গোফার্স্ট, ভিস্তারা এবং স্পাইসজেটের ভ্রমণকারী বড় সংখ্যক যাত্রীরা এখন কলকাতা বিমানবন্দরে ডিজিযাত্রা ব্যবহার করছেন।

কলকাতা বিমানবন্দরে কীভাবে ডিজিযাত্রা অ্যাপ ব্যবহার করবেন?

বিমানবন্দরে পৌঁছনোর আগে কয়েকটি কাজ করতেই হবে:

প্লেস্টোর (অ্যান্ড্রয়েড) বা অ্যাপ স্টোর (iOS) থেকে আপনার ফোনে DigiYatra অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। ইনস্টলেশন হয়ে গেলে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং একটি OTP দিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্টার করার পরে, আপনাকে ডিজিলকার বা অফলাইন আধার ব্যবহার করে আপনার পরিচয়পত্রগুলি লিঙ্ক করতে বলা হবে। আপনি যদি অফলাইন আধার বিকল্পটি বেছে নেন, তাহলে আপনাকে একটি XML ফাইল আপলোড করতে বলা হবে। এখানে মনে রাখতে হবে, পাঁচ বছরের কম বয়সিদের আধার লাগবে না।

এর পরবর্তী ধাপে, আপনার কাছ থেকে একটি সেলফি চাওয়া হবে। নিজের ঠিকঠাক ছবি তুলে তা অ্যাপে আপলোড করুন। ছবি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা খেয়াল রাখতেই হবে।

এবার আপনাকে DigiYatra অ্যাপে আপনার বোর্ডিং পাস আপলোড করতে হবে এবং ডিপার্চার বিমানবন্দরের সঙ্গে শেয়ার করতে হবে। ডকুমেন্ট আপলোড করার সময় মিলিয়ে দেখুন বিমানের টিকিটে আপনার নাম, আধার এবং বোর্ডিং পাস একই কিনা।

বিমানবন্দরে গিয়ে কী করতে হবে?

কলকাতা বিমানবন্দরে পৌঁছে, ডিজিযাত্রা ব্যবহার করতে গেট নম্বর 2B এবং 3A-তে যেতে হবে। গেটে, আপনার বার-কোডেড বোর্ডিং পাস/মোবাইল বোর্ডিং পাস শেয়ার করুন এবং স্ক্যান করুন। গেটে লাগানো ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের ক্যামেরায় তাকান। যাচাই হয়ে গেলে প্রবেশের অনুমতি দিতে ই-গেট স্বয়ংক্রিয়ভাবেই খুলবে।

সিকিউরিটি হোল্ড এরিয়া ১, ২ এবং ৩ এবং ১৮, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩ নম্বর বোর্ডিং গেটে ডিজিযাত্রা সুবিধা পাওয়া যায়।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দিল্লি, বেঙ্গালুরু এবং বারাণসীর বিমানবন্দরেও এই সুবিধা আছে। গত বছরের ডিসেম্বরে প্রথম ধাপে ওই তিনটি বিমানবন্দরে ডিজিযাত্রা চালু করা হয়েছিল।

More Articles