চালু হচ্ছে গঙ্গার নীচের মেট্রো লাইন! হাওড়া থেকে ধর্মতলা আসতে কত ভাড়া পড়বে?

Underwater Metro Fare Chart: ৬ মার্চ মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা গঙ্গার নীচে দিয়ে আসা নতুন মেট্রো লাইনের।

শুধুই প্রতিপক্ষকে তুলোধনা করে নির্বাচনে মানুষের মন জেতা যায় না। বিজেপি অন্তত ৮০ খানা আসন বাড়ানর লক্ষ্যে রয়েছে সারা দেশে। জেতা আসনে জয় নিশ্চিত করতে আর হেরে যাওয়া আসনগুলি নতুন করে জিততে তাই উন্নয়নের প্রমাণ দাখিল করতে চাইছে গেরুয়া দল। দক্ষিণ বাংলার, বিশেষত কলকাতা ও তার চারপাশের মানুষের মন জিততে এবার লোকসভা নির্বাচনের আগেই নতুন তিন রুটের মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মধ্যে রয়েছে বহু প্রতীক্ষিত হাওড়া থেকে কলকাতা আসা যাওয়ার গঙ্গার নিচের মেট্রো।

হাওড়া স্টেশন থেকে মধ্য কলকাতা সহ কলকাতার অন্যত্র রোজ যাতায়াত করেন লক্ষ মানুষ। কেউ লঞ্চ পেরোন, কেউ বাস, কেউ বা ট্যাক্সি, অ্যাপক্যাব বা বাইক। কিন্তু সস্তার গণমাধ্যম বলতে সেই বাসই বা লঞ্চ, তাও তা সমস্ত গন্তব্যের জন্য নয়। হাওড়া থেকে মূল কলকাতায় যাতায়াত এবার হতে চলেছে অত্যন্ত দ্রুত ও সস্তা। ভোটের আগে গঙ্গার নীচ দিয়ে তৈরি হওয়া মেট্রো পথের উদ্বোধন করছেন খোদ নরেন্দ্র মোদি। হাওড়া থেকে কলকাতা আসতে মেট্রোয় কত ভাড়া পড়বে সেই তালিকাও মেট্রোর তরফে প্রকাশ করা হয়েছে।

৬ মার্চ মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা গঙ্গার নীচ দিয়ে আসা নতুন মেট্রো লাইনের। এই মেট্রোর পোশাকি নাম গ্রিন লাইন। হাওড়া থেকে ধর্মতলা অবধি এসে সেই স্টেশন থেকে শুরু হয়ে যাচ্ছে ব্লু লাইন। গঙ্গার নীচ দিয়ে আসা এই মেট্রো লাইনের শুরুর স্টেশনটি, অর্থাৎ হাওড়া স্টেশন হচ্ছে ভারতের গভীরতম মেট্রো স্টেশন। মাটির ১১৪ ফুট নীচে তা অবস্থিত। যাত্রীরা হাওড়া থেকে ধর্মতলা অবধি চলে এলে সেখান থেকে আবার মেট্রো বদলে উত্তরে দক্ষিণেশ্বর বা দক্ষিণে কবি সুভাষ যাওয়া যাবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হাওড়া থেকে ধর্মতলা গিয়ে আবার টোকেন বদলাতে হবে না। এক টিকিটেই পাড়ি দেওয়া যাবে গোটা পথ।

মেট্রোর তরফে ভাড়ার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী,
হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত ভাড়া ৫ টাকা
হাওড়া স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত ভাড়া ১০ টাকা
হাওড়া স্টেশন থেকে দক্ষিণেশ্বর যেতে ভাড়া ৩০ টাকা
হাওড়া স্টেশন থেকে বরাহনগর, নোয়াপাড়া পর্যন্ত ভাড়া ৩০ টাকা
হাওড়া স্টেশন থেকে মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ পর্যন্তও ভাড়া ৩০ টাকা
হাওড়া স্টেশন থেকে দমদম পর্যন্ত ভাড়া ২৫ টাকা,
হাওড়া স্টেশন থেকে বেলগাছিয়া, শ্যামবাজার পর্যন্ত ভাড়া ২৫ টাকা
হাওড়া স্টেশন থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, নেতাজি পর্যন্তও ভাড়া ২৫ টাকা
হাওড়া স্টেশন থেকে বাইপাসের সত্যজিৎ রায় স্টেশন পর্যন্ত ভাড়া ৩৫ টাকা
হাওড়া স্টেশন থেকে জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত পর্যন্ত ভাড়া ৪০ টাকা
হাওড়া স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া ৪০ টাকা
হাওড়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ভাড়া ৫০ টাকা

দিল্লিতে খানিক এমনই নিয়ম চালু রয়েছে মেট্রো বদলের ক্ষেত্রে। হাওড়া স্টেশন থেকে মধ্য কলকাতা বা দক্ষিণ বা উত্তর যে প্রান্তেই যাওয়া হোক না কেন তা একটি টোকেনেই সম্ভব।

More Articles