দেখতে হুবহু এক, কলকাতায় তৈরি হচ্ছে নয়া ‘দক্ষিণেশ্বর মন্দির’, কী কী থাকছে অন্দরে?
Dakshineswar Temple : মুসলিম শিল্পীর হাতে নয়া দক্ষিণেশ্বর মন্দির তৈরি হচ্ছে কলকাতায়, জানেন কোথায়?
যে শহরের নামের উৎস সন্ধানেই উঠে আসে কালীর প্রসঙ্গ, সেই শহরের পরতে পরতে যে যে কালী ক্ষেত্র জড়িয়ে থাকবে তা অবশ্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। কথা হচ্ছে প্রাণের শহর কলকাতা অর্থাৎ আজকের তিলোত্তমাকে নিয়ে। লোকটার ইতিউতি ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন কালী মন্দিরের ঐতিহ্য। তবে এই সবগুলির মধ্যে যে স্থানগুলির নাম সবার প্রথমে আসে তার মধ্যে একটি হল দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের কালীবাড়ির সঙ্গে বাঙালির একটা দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই ইতিহাসে ভর করে আজও বহাল পরম্পরা। আজও সপ্তাহের বিশেষ বিশেষ দিনে উপচে পড়ে ভিড়। এছাড়া পালা পার্বণ অথবা বার্ষিক উৎসব তো রয়েছেই।
উত্তর কলকাতার এক্কেবারে প্রান্তে গঙ্গার ধারে বাস দেবী ভবতারিণীর। তবে এই ভবতারিণীর মন্দির ঘিরে বাঙালিদের মধ্যে এমন এক আবেগ কাজ করে, যে আবেগের সঙ্গে ভক্তির মিশেলে বাংলার আরও বেশ কিছু জায়গায় একই আদলে মন্দির তৈরি করা হয়েছে ইতিমধ্যে। টিটাগড়েও রয়েছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির। এটি নির্মাণ করা হয়েছিল স্বয়ং রাণী রাসমণির ছোট মেয়ে জগদম্বার তত্ত্বাবধানে। এছাড়াও গোবরডাঙার কাছেও রয়েছে হুবহু একই ধাঁচের মন্দিরের কাঠামো। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে খোদ দক্ষিণ কলকাতার নামও।
আরও পড়ুন - হুবহ পুরীর আদল এবার বাংলাতেই! কী কী থাকছে দীঘার জগন্নাথ মন্দিরের অন্দরে?
আর জ্যামের ঝক্কি পোহাতে হবে না এবার দক্ষিণ কলকাতার মানুষের হাতের কাছেই নির্মাণ হতে চলেছে নয়া ভবতারিণীর মন্দির। কিছু দিন আগেই দক্ষিণ কলকাতার পাটুলি ঝিলে ফ্লোটিং বাজারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পাটুলির চেহারা দেখলে খোদ মধ্য কলকাতার নন্দন চত্বরও হার মানবে অচিরে। বাহারি আলো এবং আধুনিক সাজে সেজে উঠেছে পাটুলি এবার নয়া পাটুলীতে যুক্ত হতে চলেছে উত্তর কলকাতার দক্ষিণেশ্বরের মন্দিরের ঐতিহ্যও।
হুবহু একই আদলে তৈরি হচ্ছে নয়া দক্ষিণেশ্বর মন্দিরের সংস্করণ। মন্দিরের চূড়া থেকে শুরু করে বাইরে স্থাপত্যের ধরন, এমনকী মূর্তির অবয়বও একেবারে হুবহু ফুটিয়ে তোলার কাজে নেমেছেন শিল্পীরা। আর সব থেকে অবাক করা বিষয়টি হল, নিপুণ দক্ষতায় নতুন এই মন্দির নির্মাণের কাজটি করছেন একজন মুসলিম শিল্পী। ধর্মের ভেদাভেদ যেন অচিরেই হারিয়ে যাচ্ছে নতুন এই মন্দিরের অন্দরে।
আরও পড়ুন - কালীর পায়ে ছুঁইয়ে মহড়া শুরু হতো গিরিশ ঘোষের নাটকের, কোথায় রয়েছে ‘উত্তর কলকাতার গিন্নী’?
আজ থেকে প্রায় ১৫০ বছর আগে জনবাজারের রানি রাসমণির ইচ্ছেয় দক্ষিণেশ্বরের মন্দিরটি তৈরি করেছিল টালিগঞ্জের রামনাথ মণ্ডল। তবে পাটুলির এই নতুন মন্দিরের সঙ্গে তফাৎ একটু দেখতে একই রকম হলেও আকারে এটি একটু ছোট সংস্করণ। দক্ষিণেশ্বরের মন্দিরের উচ্চতা ১০০ ফুট আর পাটুলির মন্দির হচ্ছে মাত্র ৩৫ ফুটের।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে থাকেন শিল্পী মহম্মদ আজাহারউদ্দিন, তাঁর হাতেই নতুন করে রূপ পাচ্ছে মন্দিরটি। জানা গিয়েছে, এই পয়লা বৈশাখেই উদ্বোধন করা হবে পাটুলির ভবতারিণী মন্দির। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। বাংলার অন্যতম দর্শনীয় স্থান দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিরূপ এবার নিজের ওয়ার্ডে তৈরি করছেন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। দক্ষিণ কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই মন্দির। মন্দিরের ভিতরে থাকবে একই আদলের ভবতারিণীর মূর্তিও। হিন্দু মুসলিম ধর্মের ভেদাভেদের বিপরীতে দাঁড়িয়ে এক অটুট সম্প্রীতির বার্তা দিচ্ছে এই মন্দির। নামাজ পড়ার হাতেই তৈরি হচ্ছে হিন্দু দেবতার মন্দির। বিভেদের মধ্যেই প্রতিষ্ঠা পাচ্ছে মহা মিলন, জয় হচ্ছে সেই মানবতার।