বাংলায় বিয়ে করলে বিশেষ সুবিধা! ১০ বছর পর কেন বিয়ের নিয়ম বদলাল পশ্চিমবঙ্গ?

West Bengal Marriage Registration : বিদেশিদের বিয়ের রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি ছিল দীর্ঘমেয়াদি এবং বেশ ব্যয়বহুল।

বাংলায় এসে বিয়ের রেজিস্ট্রি করতে হলে এবার বিশেষ সুবিধা পাবেন বিদেশিরা। বিয়ের রেজিস্ট্রার-জেনারেল অফিস জানাচ্ছে, বাংলায় বিবাহের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিদেশিদের গড় সংখ্যার কথা মাথায় রেখেই নানা বিধি শিথিল করা হয়েছে। এর আগে যে বিদেশিরা ভারতে বিয়ে করতে পারতেন না এমন কিন্তু নয়। নিয়মের জটিলতা ছিল বড্ড বেশি। সবচেয়ে বড় ব্যাপার হলো বিয়ের রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি ছিল দীর্ঘমেয়াদি এবং বেশ ব্যয়বহুল। প্রায় এক দশক পর বাংলায় বিয়ের নিয়মে পরিবর্তন করা হলো।

গেজেট বিজ্ঞপ্তিতে জানা হয়েছে, বাংলায় এই ধরনের বিয়ের সবচেয়ে কঠিন নিয়মগুলি সহজ হয়ে গিয়েছে। এর আগের নিয়ম অনুযায়ী, বাংলায় বিয়ের রেজিস্ট্রি করার জন্য নোটিশ ফাইল করার সময় একজন বিদেশিকে তাঁর দূতাবাস বা হাইকমিশনের বৈবাহিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়ে একটি নথি জমা দিতে হতো। আমাদের রাজ্য এই নিয়মটিই শিথিল করেছে। যদি কোনও বিদেশি বাংলায় বিয়ে করতে ইচ্ছুক হন, তিনি যদি এই নথিটি না পেয়ে থাকেন তবে তার পরিবর্তে নিজের বৈবাহিক অবস্থা জানিয়ে একটি হলফনামা জমা দিতে পারেন।

রাজ্য এটাও স্পষ্ট করে জানিয়েছে যে, এই ধরনের একটি হলফনামা 'বিশ্বাস' করেই গ্রহণ করা হবে। যদি ওই হলফনামাটি পরে মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আইনের অধীনে 'ডিগ্রি অফ নালিটি' ঘোষণা করে অবিলম্বে বিয়ে বাতিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন- সমলিঙ্গে বিয়ে করতে পারাটাই সবচেয়ে বড় দাবি নয়

সূত্র বলছে, বিয়ের এই নীতি শিথিল করার পিছনে রয়েছে দুই বাংলার মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্কের বৃদ্ধি। বাংলাদেশের আর পশ্চিমবাংলার মানুষের মধ্যে বিয়ে যেমন বেড়েছে, মার্কিন নাগরিকরাও বাংলাতে বিয়ে করছেন অনেক বেশি। নিয়ম শিথিল করার কারণে বাংলায় বিয়ের রেজিস্ট্রেশনে আবেদনকারী বিদেশিদের সংখ্যা বেড়েছে। প্রক্রিয়াটি দ্রুত এবং কম ব্যয়বহুলও হয়ে উঠেছে। বৈধ ভিসা সহ বিদেশিরা এখন বিশেষ বিবাহ আইন, ১৯৫৪ এর অধীনে ভারতীয় নাগরিকদের বিয়ে করতে পারবে। দূতাবাসের নথির পরিবর্তে বৈবাহিক অবস্থা উল্লেখ করা হলফনামা গ্রহণ করাকেই মান্যতা দেওয়া হবে। হলফনামা মিথ্যা হলে বিয়ে বাতিল ঘোষণা করা হবে সেই বিষয়টিও অত্যন্ত স্পষ্ট ও কম জটিল। এই পরিবর্তনটির ফলে বৈধ ভিসা সহ বিদেশিরা ৩০ দিনের নোটিশ সময়ের জন্য রাজ্যে বসবাস করে, বিশেষ বিবাহ আইন, ১৯৫৪-র অধীনে ভারতীয় নাগরিকদের বিয়ে করতে পারবেন।

গত দুই মাসে, ৪২ জন বিদেশি - ২৪ জন মহিলা এবং ১৮ জন পুরুষ পশ্চিমবঙ্গে ভারতীয় নাগরিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন৷ এই আবেদনগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যকই বাংলাদেশি নাগরিক (২০ জন), মার্কিন যুক্তরাষ্ট্রের ৯ জন আছেন। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ফিনল্যান্ড এবং আমেরিকান সামোয়া সহ বিভিন্ন দেশের একজন করে আবেদনকারীর পাশাপাশি ভুটান ও নেপালের তিনজন ব্যক্তিও আবেদন করেছেন। একজন পাকিস্তানি মহিলার একটি আবেদনও বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

More Articles