মাঠে কাঁপাবেন রোনাল্ডো, আর গ্যালারিতে? আরবের স্টেডিয়াম 'গরম' করতে তৈরি 'বান্ধবী গ্যাং'
Georgina Rodriguez Hot Friends Al Nassr : তাহলে আল নাসেরে ঝড় তুলবেন কারা? দেখে নেওয়া যাক জর্জিনার সম্ভাব্য ‘সুন্দরী গ্যাং’য়ের দিকে…
এখনও তিনি মাঠে নামেননি। অথচ তার আগেই ঝড় বইতে শুরু করেছে সৌদি আরবের। ঝড়ের নাম ‘সিআর সেভেন’। এর আগে কিংবদন্তি কোনও ফুটবলার খেলেননি আরবের প্রো লিগে। এবার সেখানেই নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের ক্লাবের হয়ে আনুষ্ঠানিক সই সাবুদ হয়ে গিয়েছে। রাজকীয় বাড়ি, পরিবার পরিজন নিয়ে চলেও এসেছেন। আল নাসেরের জিমে ট্রেনিংও শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে সৌদি এখন রোনাল্ডো-ময়।
অবশ্য কেবল তিনিই নন, লাইমলাইটে আছেন রোনাল্ডোর বান্ধবী, জর্জিনা রদরিগেজ। একাধারে মডেল, সুন্দরী জর্জিনা নিজেও সিআর সেভেনের সঙ্গে উপস্থিত ছিলেন মাঠে। পর্তুগাল হোক, কিংবা রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড – গ্যালারিতে প্রেমিকের সমর্থনে সবসময় উপস্থিত থেকেছেন তিনি। তবে সেখানে তিনি কখনই একা ছিলেন না। সঙ্গে ছিলেন সেই ক্লাবের অন্যান্য ফুটবলারদের স্ত্রী, বান্ধবীরাও। ‘সুন্দরী গ্যাং’-এর এমন ছবি ক্রিকীত, ফুটবল সর্বত্রই দেখা যায়। জর্জিনাও সেই কাজে সিদ্ধহস্ত।
আরবে ‘অবিবাহিত’ রোনাল্ডো আর জর্জিনা একসঙ্গে থাকবেন, সেজন্য নাকি বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে। বিয়ে না করে একসঙ্গে থাকছে ছেলে-মেয়ে, আরবের মতো দেশে এমন দৃশ্য বেআইনি। অবশ্য তিনি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তিনি সবসময় ব্যতিক্রম। তবে তিনি তো মাঠে খেল দেখাবেন। আর গ্যালারিতে? সেখানেও কি রূপের ঝলক নিয়ে হাজির থাকবেন জর্জিনা? ইউরোপের সংবাদমাধ্যমগুলি অবশ্য বলছেন, আল নাসেরের স্টেডিয়ামেও নিজস্ব ‘গ্যাং’ নিয়ে হাজির থাকবেন জর্জিনা রদরিগেজ। একা রোনাল্ডোই নন, ইউরোপের আরও বেশকিছু খেলোয়াড় এই ক্লাবে খেলেন। তাঁদের বান্ধবীরা কম সুন্দরী নন! তাহলে আল নাসেরে ঝড় তুলবেন কারা? আসুন, তাকানো যাক জর্জিনার সম্ভাব্য ‘সুন্দরী গ্যাং’য়ের সদস্যাদের দিকে…
মিলেনে মার্কুয়েজ সিলভা
ব্রাজিলের তারকা ফুটবলার লুই গুস্তাভোর স্ত্রী মিলেনে। গুস্তাভো যখন জার্মানিতে হফেনহেইমের হয়ে খেলেন, তখনই দুজনের আলাপ। ২০১০ সালে তাঁদের এনগেজমেন্ট, তারপর বিয়ে। বায়ার্ন মিউনিখের প্রাক্তন তারকা গুস্তাভো এখন আল নাসেরে খেলেন। মিলেনে সিলভাও স্বামীর সঙ্গেই রয়েছেন আরবে। তিনি সৌন্দর্যে কোনও অংশেই কম নন। স্টেডিয়ামের ‘উত্তাপ’ বাড়াতে জর্জিনার অন্যতম সহযোগী হবেন মিলেনে? ইঙ্গিত তো সেদিকেই।
জেসিকা স্টার্লিং
কলম্বিয়ার এই তারকা গোলকিপার এর আগে আর্সেনাল, নাপোলির মতো ক্লাবে খেলেছেন। সেখান থেকে চলে এসেছেন সৌদি আরবের আল নাসের ক্লাবে। ২০১২ সালে কলম্বিয়ার মডেল জেসিকা স্টার্লিংকে বিয়ে করেন তিনি। মারকাটারি সুন্দরী জেসিকা নিজেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তাঁর ছবির গুণমুগ্ধ ভক্তও রয়েছেন অনেকে। জর্জিনার ‘সুন্দরী গ্যাং’-এ যোগ দিয়ে আরব্য রজনীর দেশে উষ্ণতা আরও একটু বাড়াতেই পারেন তিনি।
প্রিসচিলা ভেন্তুরা
আসল নাম গঞ্জালো মার্তিনেজ, কিন্তু ময়দানে তাঁকে পিটি মার্তিনেজ বলেই ডাকেন সবাই। আর্জেন্টিনার বিখ্যাত রিভারপ্লেট ক্লাবে খেলতেন এই ফুটবলার। ক্লাবকে কোপা লিবারতাদস জিতিয়ে ২০১৯ সালে পাড়ি দেন আল নাসেরে। পিটি মার্তিনেজের স্ত্রী প্রিসচিলাও ইনস্টাগ্রামে যথেষ্ট সক্রিয়। তাঁর ‘হটনেস’-এর ভক্তও রয়েছেন অনেকে। সেইসঙ্গে জিমেও অনেকটাই সময় কাটান। জর্জিনা রদরিগেজ নিজেও রোনাল্ডোর সঙ্গে জিম করেন। কাজেই দু’জনের দারুণ বন্ধুত্ব হবে, বলাই যায়।
আনা ফারিয়া
আইভরি কোস্টের ফুটবলার, লেফট ব্যাক ঘিসলাইন কোনান আল নাসেরেও খেলেন। এখন তাঁর প্রেম চলছে আনা ফারিয়ার সঙ্গে। পর্তুগিজ এই মডেল এবার সঙ্গিনী পেতে চলেছেন। পর্তুগিজ হিসেবে সঙ্গ পাবেন জর্জিনা রদরিগেজের। আল নাসেরের উত্তাপ ছড়ানো ‘সুন্দরী ব্রিগেড’-এর সদস্যা হতেই পারেন তিনি।