চাঁদের বুড়ি চরকাকাটা ও সেই স্বপ্নটা

Children's Day: হঠাৎ দেখি আমি যেন চন্দ্রযানে করে চাঁদে যাচ্ছি এক বুড়ি দিদার খোঁজে। ছোটবেলা থেকে শুনে আসছি এক বুড়ি নাকি চাঁদে বসে চরকা কাটে, সবাই তাকে বলে চাঁদের বুড়ি।

সেদিন রাতে আমি জানলার পাশে বসে আছি একা একা। হঠাৎ বাইরে তাকিয়ে দেখি, সে এক পূর্ণিমার রাত। আকাশে তখন গোল চাঁদের আলোয় চারদিক যেন ঝলমল ঝলমল করছে। আমি তো জানলা দিয়ে চাঁদটাকে দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে হঠাৎ যেন হারিয়ে গেলাম কোন এক কল্পনার জগতে।

তারপর কী দেখলাম জানো? হঠাৎ দেখি আমি যেন চন্দ্রযানে করে চাঁদে যাচ্ছি এক বুড়ি দিদার খোঁজে। ছোটবেলা থেকে শুনে আসছি এক বুড়ি নাকি চাঁদে বসে চরকা কাটে, সবাই তাকে বলে চাঁদের বুড়ি। সে যাচ্ছি তো যাচ্ছিই। পথ যেন শেষই হয় না। যাক গে, শেষমেশ চাঁদে গিয়ে পৌঁছলাম। কিন্তু চাঁদে হাঁটার চেষ্টা করতেই দেখি, ওমা,আমি তো হাঁটতেই পারছি না। কেমন ছোট্ট ছোট্ট লাফ দিচ্ছি যেন। তা ছোট্ট ছোট্টো লাফাতে লাফাতেই আমি এগিয়ে চললাম।

আর কিছুক্ষণ পরে পেয়েও গেলাম সেই চাঁদের বুড়িকে। যে কিনা সবসময় মন দিয়ে চরকা কাটে। আমাকে দেখতে পেয়ে মুখ তুলে তাকালো চাঁদের বুড়ি। আমি তো তাকে গিয়ে আমার নাম-ধাম বললাম। চাঁদের বুড়ি তো আমাকে পেয়ে খুব খুশি। সেই কবে নীল আর্মস্ট্রং দেখা করতে এসেছিলেন, তার পরেও অনেকে এসেছিল বটে। তবে আমার মতো ছোট্ট মানুষ সে প্রথম দেখছে। চাঁদের বুড়ি আমাকে কত গল্প শোনাল। তার চরকা কাটার গল্প, চাঁদের সব পুরনো রূপকথার গল্প।

তারপর কী হল? তারপর সেই গল্প শুনতে শুনতে কখন ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না। মায়ের ডাকে তারপর ঘুমটা ভেঙে গেল!

করতোয়া সেনগুপ্ত
ষষ্ঠ শ্রেণী
পাঠভবন

(পরিবারের সম্মতিক্রমে ছবি ব্যবহার করা হল)

More Articles