মাত্র ৫০ হাজারের বিনিময়ে ফের বিজেপিতে চলে যাচ্ছেন মুকুল রায়?

Mukul Roy in BJP: মুকুল রায় কি প্রাক্তন দল বিজেপিতেই ফের চলে যাবেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে?

তৃণমূলই বিজেপি, বিজেপিই তৃণমূল। কিছুকাল আগে এমনই মন্তব্য করে মুকুল রায় বুঝিয়ে দিয়েছিলেন দু'খানি বিষয়। বিরোধীদের একাংশ বলেছিলেন, মুকুল রায় সত্যিটা এতদিনে বলেই ফেলেছেন। অন্যরা বলেছিলেন, মুকুল রায় মানসিক অসুস্থতার আড়ালে এক মোক্ষম চাল চেলেছেন, তৃণমূলের অন্দরের ভাঙনকে ত্বরান্বিত করেছেন। কাজ কি সম্পন্ন হয়েছে তবে? তাহলে কেন হঠাৎ দিল্লি চলে গেলেন মুকুল রায়? গেলেন বললে ভুল। রীতিমতো 'উধাও' হয়ে গিয়েছিলেন বলা যায়! মুকুল রায়ের এই দিল্লির উদ্দেশ্যে যাত্রা নিয়ে মুকুল-পুত্র শুভ্রাংশু রায় যা বলছেন তা চমকে ওঠার মতো। অন্যদিকে, বিধাননগর পুলিশের এক সূত্র জানিয়েছে, মুকুল রায়কে দিল্লি নিয়ে যেতে সাহায্য করেছেন বিষয়ে পীযূষ কানোরিয়া নামের এক বিজেপি নেতা। মুকুল যখন বিজেপিতে ছিলেন, তখন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন পীযূষ। বিষয়টি আসলে কী তা জানার জন্য তাঁকে থানায় ডাকা হয়েছে। 

সোমবার সন্ধ্যার পর থেকেই মুকুল রায় 'নিখোঁজ' হয়ে যান। সবাই যখন খোঁজে ব্যস্ত, রাতে জানা যায় মুকুল রায়কে দিল্লি বিমানবন্দরে দেখা গিয়েছে। সঙ্গে রয়েছেন দু’জন, ভগীরথ মাহাত এবং রাজু মণ্ডল। বাবা যে বাড়ি থেকে বেরিয়ে সোজা দিল্লি চলে যাচ্ছেন বিষয়টা নাকি শুভ্রাংশু রায়ও জানতেন না। তৃণমূল নেতা শুভ্রাংশু সোমবার সন্ধ্যায় দু’টি থানায় তাঁর বাবার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। বাবার সন্ধানে বিমানবন্দরে পৌঁছন শুভ্রাংশু। বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান, মুকুল রায় অসুস্থ। শুভ্রাংশুকে না জানিয়েই তাঁর বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে তাই তক্ষুণি বিমান থেকে নামিয়ে আনা হোক তাঁকে। তবে সেসব হলো না। মুকুল চলে গেলেন দিল্লিতে। দিল্লি গিয়ে মুকুল রায় বললেন, এমনিই এসেছেন তিনি। কিন্তু মুকুল রায়ের পুত্র বুঝিয়ে দিলেন 'এমনিই' শব্দের গূঢ় তাৎপর্য রয়েছে।

আরও পড়ুন-দূরত্ব রাখছেন মমতাও? মুকুলের মতো বিস্মৃত হয়ে যাবেন পার্থ? 

শুভ্রাংশুর দাবি, একটি এজেন্সির মারফৎ এক অবাঙালি ব্যক্তিকে নাকি বলা হয়েছিল, মুকুল রায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসার জন্য। কারণ তাঁর বাবার হাতে টাকা নেই। বর্তমানে মুকুল রায়ের মাসিক আয় প্রায় ২১ হাজার টাকার মতো। শুভ্রাংশুর দাবি, তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতেই এবার মুকুল রায়কে ব্যবহার করতে চাইছে বিজেপি। তাহলে স্রেফ ৫০ হাজার টাকার জন্যই দিল্লি চলে গেলেন মুকুল, প্রাক্তন দল বিজেপিতেই ফের চলে যাবেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে? মাত্র ৫০ হাজার! নাকি, এই টাকা সামান্য 'অ্যাডভান্স' মাত্র? বিজেপিতে যে মুকুল যেতে চলেছেন বিষয়টি নিয়ে জল্পনা বাড়িয়েছে বিজেপি নেতা অনুপম হাজরার একটি পোস্ট। মাত্র একটিই শব্দ লিখেছেন অনুপম— ‘প্রত্যাবর্তন’। মুকুল গিয়েছেন দিল্লি, অনুপম লিখেছেন প্রত্যাবর্তন! রাজনৈতিক অঙ্কবিশারদরা বলছেন, সহজ উত্তর।

আরও পড়ুন- ফের কেন গোপনে দিল্লিতে পা রাখলেন মুকুল রায়?

২০২১ সালের বিধানসভা ভোটের পর ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান মুকুল ও তাঁর পুত্র শুভ্রাংশু। তবে দলে ফিরলেও আগের মতো দাপট রইল না। তৃণমূল তাঁকে বিধানসভার ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’র চেয়ারম্যান করলেও অল্প কিছুদিনেই সেই পদ ছেড়ে দেন তিনি। তারপর থেকেই অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুকুলকে। গত মাসেই মস্তিষ্কের একটি অপারেশনও হয়েছে মুকুল রায়ের। মাথায় 'চিপ' বসানো হয়েছে বলে খবর। সেই অসুস্থ দেহে কোন নিশির ডাক মুকুল রায়কে টেনে নিয়ে গেল দিল্লির দরবারে?

‘এমনিই' যে এই তপ্ত গরমে দিল্লি যাননি মুকুল একথা শিশুরও বোধগম্য। তাহলে বিজেপিতে যদি ফিরে যানও, এই আসা যাওয়ার মাঝে বঙ্গ রাজনীতিতে কী অবদান দিয়ে গেলেন মুকুল? শুভ্রাংশু বলছেন একজন অসুস্থ ব্যক্তি আর সুস্থ ব্যক্তির রাজনৈতিক দলে যোগদানে ফারাক রয়েছে। এই মুহূর্তে বিজেপি নোংরা খেলায় মেতেছে একজন অসুস্থ নেতাকে নিয়ে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুকুল রায় অসুস্থ হলেও রাজনীতির আঙিনায় পোড় খাওয়া। তৃণমূল থেকে বিজেপি, বিজেপির থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপি এই যাতায়াতের মাঝেই কোন কোন পাশা উল্টে ফেলবেন মুকুল, ধরতে পারবেন না আম জনতা।

More Articles