প্রবল বর্ষণের মাঝে নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা! কী প্রস্তুতি পুলিশের?

Nabanna Abhijan: নবান্নের আশেপাশে গলির মুখগুলোও ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে। জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে।

সারারাত বৃষ্টি। সারাদিনই বৃষ্টি। মঙ্গলবার এই প্রবল বৃষ্টির মধ্যেই রয়েছে নবান্ন অভিযান। আরজি করের ধর্ষণ ও খুনের প্রতিবাদে, বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই অভিযান ঘিরে পরিস্থিতি উত্তাল হতে পারে। তাই নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করতে চাইছে না পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার সকালে ভারী বর্ষণ উপেক্ষা করেই হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে লেগে পড়েছে পুলিশ হয়েছে। সকাল থেকেই বৃষ্টি মাথায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। পুলিশ সূত্রে খবর, একাধিক স্থানে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ, র‍্যাফ এবং কমব্যাট ফোর্স।

সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলোও ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে। জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি পদমর্যাদার পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রায় দুই হাজারের বেশি পুলিশ কর্মীকে রাস্তায় থাকবেন। হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন আজকের নবান্ন অভিযানের ঘটনা সামাল দিতে। 

আরও পড়ুন- আরজি করে ‘ক্রাইম সিন’-এ কী করছিলেন ফরেনসিক অধ্যাপক দেবাশিস সোম?

হাওড়া সেতুর দুই দিকের রাস্তাতেই পুলিশ ভ্যান, গার্ডরেল রয়েছে। হাওড়া সেতুতে ওঠার ঠিক মুখেই অ্যালুমিনিয়ামের ব্যারিকেড এবং কাঠের গুঁড়ি থাকছে বলে খবর। হাওড়া সেতুর পাশাপাশি বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুতেও যাতে কোনও মিছিল উঠতে না পারে তাই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। টার্ফ ভিউ রোড, হেস্টিংস মাজার, ফারলং গেট ও খিদিরপুর রোডে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল বসানো হয়েছে।

লালবাজার বিজ্ঞপ্তি দিয়েছে, বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, হাইড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জওহরলাল নেহরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড এবং হাওড়া সেতুতেও যান চলাচল নিয়ন্ত্রিত হবে। অন্য দিনের তুলনায় স্বাভাবিকভাবেই কম বাস চলছে মঙ্গলবার। হাওড়া মেট্রো এবং ফেরি ব্যবহার করছেন নিত্যযাত্রীরা।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে। মঙ্গলবার ইউজিসি-র নেট পরীক্ষাও আছে। এরই মাঝে 'ছাত্র সমাজ'-এর এমন ডাক সামলাতে রাজ্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ করেছে। প্রতিটি ব্যারিকেডের সামনেই লাগানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। যে যে পথে মিছিল আসার কথা সেখানে আরও ১০০টি অতিরিক্ত ক্যামেরা থাকছে। 

More Articles