চুরমার পুরনো সব রেকর্ড, ‘পাঠান’ ছবির হাত ধরে যে ইতিহাস গড়লেন শাহরুখ-দীপিকা

‘Pathaan’ Records : ২৫ জানুয়ারি বড় পর্দায় ছবি মুক্তির পর থেকেই পরিবেশ সরগরম। হলের বাইরে ফেটে পড়েছে অনুরাগীদের উচ্ছ্বাস। ভারতের সবকটি বড় শহরের পাশাপাশি তিলোত্তমা কলকাতার ছবিটাও একই

প্রকৃতই বাদশার মতো ফিরলেন তিনি। টানা চার বছর পর রুপোলি পর্দায় শারুখের কামব্যাক ঘিরে এখনও উত্তেজনা তুঙ্গে। 'পাঠান' ছবির টিজার সামনে আসার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল এটি। বিতর্ক আরও আরও উস্কে দেয় ‘বেশরম রঙ’ গানটি। এই গানে দীপিকা পাড়ুকোনকে দেখা যায় গেরুয়া রঙের বিকিনি পরে থাকতে। তার জেরেই শুরু হয় বিতর্ক। বিজেপি শিবির ঢুকে পড়ে মাঝে। বিকিনির রং ও সিনেমা নিয়ে তীব্র আপত্তি তোলেন কিছু বিশেষ শ্রেণীর মানুষ। এমনকী সিনেমা বয়কটেরও দাবি ওঠে একাংশে। এখানেই শেষ নয়, মুক্তির আগেই আদালতও দর্শন করে আসে ছবিটি।

উপরিউক্ত এই এতো কিছুও যেন নিমেষে ফিকে হয়ে যায় এস.আর.কে ম্যাজিকের সামনে। ২৫ জানুয়ারি বড় পর্দায় ছবি মুক্তির পর থেকেই পরিবেশ সরগরম। হলের বাইরে ফেটে পড়েছে অনুরাগীদের উচ্ছ্বাস। ভারতের সবকটি বড় শহরের পাশাপাশি তিলোত্তমা কলকাতার ছবিটাও একই। ভোর থেকেই সিনেমা হলের বাইরে ভিড় জমিয়েছিলেন কলকাতার এসআরকে- প্রেমীরা। প্রিয় সুপারস্টারের ছবির ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখার জন্য কয়েক কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছে যা, বহু ছবির রেকর্ড ভেঙেছিল আগেই। এমনকী মুক্তির পর থেকেও একের পর এক রেকর্ডের খবর উঠে এসেছে প্রকাশ্যে। এক কথায় বলতে গেলে রীতিমত ইতিহাস গড়ার পথে ‘পাঠান’। নয় নয় করে আরও অনেক নতুন রেকর্ডের সাক্ষী থাকল বলিউড, এই ছবির হাত ধরেই। জেনে নিন সেগুলি কী কী।

আরও পড়ুন - ৩২ বছর পর কাশ্মীর হাউজফুল, দু’দিনে ২০০ কোটির ব্যবসা, দেশজুড়ে যে ম্যাজিক ছড়াচ্ছে ‘পাঠান’

১. বলিউডের ইতিহাসে ব্যবসার শিখর ছুঁয়েছে ‘পাঠান’। এখনও পর্যন্ত এটিই একদিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি। মুক্তির পর থেকে এখনও অব্যাহত সেই ধারা।

২. প্রথমদিনের রেকর্ড আয় ৫৫ কোটি টাকা।

৩. মুক্তির দ্বিতীয় দিনে সেই ধারা বজায় রেখে, বলা ভালো সেই ধারায় আরও খানিকটা শান দিয়ে ৭০ কোটি টাকার ব্যবসা করে ‘পাঠান’ ছবি।

৪. মুক্তির দ্বিতীয় দিনেই আরও একটু রেকর্ড করে ছবিটি। মাত্র দুইদিন ১০০ কোটি টাকার ওপরে ব্যবসা করা একমাত্র ছবি হিসেবে শিখর স্পর্শ করে ‘পাঠান’।

৫. মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির নিরিখেও রেকর্ড করেছিল এই ছবিটি।

৬. শুধু তাই নয়, করোনা অতিমারী পরবর্তী সময় যখন রীতিমত ধুঁকছে বলিউড, তখন প্রথম দিনের নিরিখে সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি ছবি এটিই।

৭. ‘নন-হলিডে রিলিজ' অর্থাৎ কোনও ছুটির দিনে মুক্তি না পাওয়া ছবি হিসেবেও এমন রেকর্ড এই প্রথম।

৮. প্রথম দিনেই গোটা দেশজুড়ে সবচেয়ে বড় আকারে মুক্তি পাওয়া একমাত্র হিন্দি ছবি।

৯. ‘যশ রাজ ফিল্মস’ এর প্রযোজনায় সবচেয়ে বেশি ব্যবসার রেকর্ড।

১০. দীপিকা, জন আব্রাহাম অথবা সিদ্ধার্থ আনন্দ তো বটেই এমনকী শাহরুখ খানের অভিনয় জীবনেও ইতিমধ্যেই রেকর্ড ব্যবসার নজির গড়ল পাঠান।

More Articles