‘নমিনি’ নেই! জানেন মৃত্যুর পর কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটির?

Facebook Account After Death : স্মৃতির অ্যালবাম হিসেবে থেকে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিও, জানেন কী হবে মৃত্যুর পর?

নতুন ডিপিটায় কটা লাইক পড়ল, নতুন কোনও নোটিফিকেশন এল নাকি? কিংবা নতুন কোনও ফ্রেন্ড রিকোয়েস্ট?, এইসব প্রশ্নের উত্তর নিত্যদিন খুঁজে চলেছে সিংহভাগ মানুষ। মানুষের হাতে হাতে মোবাইল মানেই, নিদেনপক্ষে একটা ফেসবুক অ্যাকাউন্ট যেন দস্তুর। জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফেসবুক। কেবল বর্তমান প্রজন্ম বলে নয়, সেকেলে মানুষরাও বেশ ট্রেন্ডি হয়ে উঠেছেন সময়ের সঙ্গে। আট থেকে আশি সকল বয়সের মানুষই আসক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সকালে ঘুম ভেঙে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপডেট মেলে এখানেই। কিন্তু জানেন কি এই যে নিত্যদিনের সঙ্গী ছিল যে ফেসবুক অ্যাকাউন্টটি, হঠাৎ যদি কেউ মারা যান তার পর কী হয় তাঁর সেই অ্যাকাউন্টের?

ব্যাংক অ্যাকাউন্টের মতো ফেসবুক অ্যাকাউন্টের নমিনি হয় না, ফলে মৃত্যুর পর প্রথাগতভাবে হাত বদলের কোনও যায়গা নেই। কিছুক্ষেত্রে দেখা যায়, মৃত ব্যক্তির অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবার বা বন্ধুদের মধ্যে কেউ কেউ জেনে থাকলে তারা ব্যবহার করে। তবে ফেসবুকের তরফেও নির্দিষ্ট কিছু নিয়ম জারি রাখা হয়েছে ব্যক্তির মৃত্যুর পর তাঁর অ্যাকাউন্ট চালনা নিয়ে। জানেন কী হয় মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের?

আরও পড়ুন - অবসর নয়, ষাটে এসে নতুন চ্যালেঞ্জ! আশিস বিদ্যার্থীর বিয়ে প্রেমের এক নয়া পাঠ

প্রযুক্তির বিকাশ অব্যাহত থাকায়, সোশ্যাল মিডিয়া সম্পর্কে এমন কিছু রয়েছে যা বয়স নির্বিশেষে সবাইকে আঁকড়ে ধরেছে। কিন্তু মৃত্যুর পর যদি কোনও ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে কোনও জালিয়াতি হয়, তার থেকে বাঁচতে ফেসবুকের নিবেদিত পৃষ্ঠায় মৃত ব্যক্তির অ্যাকাউন্ট সম্পর্কে কিছু নির্দিষ্ট নিয়মাবলীর উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে যে, যদি কোনও ব্যক্তির মৃত্যুর খবর ফেসবুক নিবন্ধন করা হয়, সেক্ষেত্রে তাঁর পরিবার বা বন্ধুদের কেউ চাইলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলার সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যে মারা গেছেন সেটি জানাতে হবে। এরপর ফেসবুক নিজের দায়িত্বে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে সমস্ত বার্তা, ফটো, পোস্ট, মন্তব্য, প্রতিক্রিয়া এবং তথ্য অবিলম্বে এবং স্থায়ীভাবে মুছে ফেলবে। ওই ব্যক্তির প্রধান প্রোফাইল ছাড়াও যদি কোনও অতিরিক্ত ফেসবুক প্রোফাইল থেকে থাকে সেটিও মুছে ফেলা হবে।

পরিবর্তে ব্যবহারকারীরা মৃত ব্যক্তির স্মরণে একটি শ্রদ্ধা জ্ঞাপক পৃষ্ঠা পেতে পারেন। সে ক্ষেত্রেই মৃত ব্যক্তির প্রোফাইলটিতে পুরনো সমস্ত নথি মুছে ফেলে একটি শোক বার্তা জাতীয় পোস্ট নিবন্ধন করা হবে ফেসবুকের তরফে। ফেসবুক ব্যাখ্যা করে, এই স্মৃতিকৃত প্রোফাইলগুলি হল বন্ধু এবং পরিবারের জন্য কোনও ব্যক্তির মৃত্যুর পরে স্মৃতিগুলি সংগ্রহ করার এবং শেয়ার করার একটি জায়গা।ভেখাবে মাথায় রাখতে হবে, স্মারককৃত প্রোফাইলে শেয়ার করা বিষয়বস্তু শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিত দর্শকদের কাছে দৃশ্যমান হবে। অন্য কেউ চাইলেই প্রোফাইলে লগ ইন করতে পারবে না। ফেসবুকের মতো একইভাবে টুইটার এবং ইনস্টাগ্রামের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও স্মারককৃত পৃষ্ঠা এবং অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য অনুরূপ বিকল্প রয়েছে, তাদের নিজ নিজ সেটিংসে নির্দিষ্ট বিবরণ উপলব্ধও রয়েছে। তাই চাইলেই মৃত ব্যক্তির অবর্তমানে তার পরিবার ও বন্ধুরা তার পুরনো ফেসবুক একাউন্টটি কে পেতে পারেন একটি আস্ত স্মৃতির অ্যালবাম হিসেবে।

More Articles