ফেলে দেওয়া চিপসের প্যাকেট থেকে ট্রেন্ডি সানগ্লাস! বিরল যে ঘটনায় তোলপাড় বিশ্ব জুড়ে
Sunglasses From Recycled Chips Packets : ইতিমধ্যেই ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে বানানো জ্যাকেট পরে সংবাদের শিরোনামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল এই চিপসের প্যাকেট থেকে তৈরি...
একটা ছাতা, একটা রুমাল আর একটা রোদ চশমা, গরমের দিনে রাস্তায় বেরোলে এগুলো খুবই দরকার। ইতিমধ্যেই রোদের দাপটে জীবন হাঁসফাঁস। ফলে একটা সানগ্লাস হলে মন্দ হয় না। কিন্তু সানগ্লাস বলতে আমরা বুঝি চশমার কোনও দোকানে গিয়ে পছন্দসই মডেল কেনা। কিন্তু যদি শোনা যায় ফেলে দেওয়া বর্জ্য থেকে তৈরি হচ্ছে সানগ্লাস, তবে ব্যাপারটা কেমন লাগবে? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, সম্প্রতি ফেলে দেওয়ার চিপসের প্যাকেট থেকে সানগ্লাস তৈরি করে চমকে দিয়েছে ভারতেরই এক সংস্থা। জানেন আসল ব্যাপারটা কী?
বর্তমানে মাত্রা ছাড়িয়েছে ভারতে উৎপন্ন প্লাস্টিক বর্জ্যের পরিমাণ। আর সেই বিষয়টি অনুধাবন করার পর, অনীশ মালপানি নামে এক ব্যক্তি চিপসের পুনর্ব্যবহৃত প্যাকেট থেকে সানগ্লাস তৈরি করার কথা ভাবেন। বিশ্বের ইতিহাসে এমন নজির এই প্রথম।
আরও পড়ুন - দুই বাবা ইঁদুরের ‘মিলনেই’ জন্ম সন্তানের! বদলাচ্ছে ‘সাধারণ নিয়ম’? যে মিরাকল দেখাল জাপান
একদিন মুম্বাইয়ের চেম্বুর ল্যান্ডফিলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বর্জ্য দেখেই তিনি সিদ্ধান্ত নেন ফেলে দেওয়া যা কিছুকে যদি বদলে ফেলা যায়! যা একদিন অপ্রয়োজনীয় বলে ছুড়ে ফেলে দিয়েছেন আপনি, ভাবতে পারেন সেটাই কিনা তৈরি করছে মূল্যবান সানগ্লাস! এই সময়, অনীশ মালপানি ভেবেছিলেন যে সমস্ত বর্জ্যকে মূল্যবান কিছুতে পরিণত করা যায় কিনা। আর এই অনুসন্ধান বাস্তবায়নের জন্য তিনি গবেষণা শুরু করেন এবং প্লাস্টিক বর্জ্য থেকে উচ্চ মানের উপাদান বের করার একটি উপায় খুঁজে পান।
This has been the hardest thing I have ever been a part of.
— Anish Malpani (@AnishMalpani) February 16, 2023
Finally: Presenting the world's first recycled sunglasses made from packets of chips, right here in India! pic.twitter.com/OSZQYyrgVc
ইতিমধ্যেই ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে বানানো জ্যাকেট পরে সংবাদের শিরোনামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল এই চিপসের প্যাকেট থেকে তৈরি ট্রেন্ডি সানগ্লাস। মানুষ চাইলে কি না সম্ভব! আর ঠিক এটাই প্রমাণ করে দেখালেন উদ্যোক্তা। এই তাক লাগানো সৃষ্টিতে এখন স্তম্ভিত গোটা বিশ্বের মানুষ।
আবর্জনা রিসাইকেল করেই তৈরি হচ্ছে সানগ্লাস! ফেলে দেওয়া চিপ্স-চকোলেট-দুধের প্যাকেট থেকে সানগ্লাস বানাচ্ছে পুনের একটি সংস্থা। সংস্থার দাবি, এমন উদ্যোগ বিশ্বের ইতিহাসে এই প্রথম। আশায়া সংস্থার প্রতিষ্ঠাতা অনীশ মালপানি জানিয়েছেন, মাল্টি লেয়ারড প্লাস্টিক প্যাকেজিং রিসাইকেল করার বিষয়টি বেশ কঠিন এবং সারা বিশ্বজুড়েই এখনও প্রায় অসম্ভব ধরে নেওয়া হয়। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে সেই সংস্থা।
আরও পড়ুন - কোনও হিট সিনেমা ছাড়াই দামি গাড়ি, প্রযোজনা সংস্থা! বনি সেনগুপ্ত আসলে কে?
তিনি আরও জানান, এই সানগ্লাসগুলি ফেলে দেওয়া প্যাকেট থেকে তৈরি হলেও এগুলো অত্যন্ত কার্যকরী। ওজনে হালকা, ইউভি পোলারাইজড, টেকসই এবং বাঁকানো। শুধু তাই নয় এই সানগ্লাস কিনলে আপনিও হতে পারবেন সমাজ বদলের একজন কারিগর। এর দামের একটি লভ্যাংশ যায় ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন শিশুদের কাছে যাদের জীবনের শুরুটাই হয় নোংরা আবর্জনা ঘেঁটে অর্থাৎ সেখান থেকে প্যাকেট সংগ্রহ করে।
We, at Ashaya | WITHOUT™, have found a way to extract materials from it using our patent-pending process to produce high-quality materials and products, starting with sunglasses (and coasters). We do all this while genuinely empowering waste-pickers. And a lot more. pic.twitter.com/K60E8MALWS
— Anish Malpani (@AnishMalpani) February 16, 2023
প্রায় দুই বছরেও বেশি সময় ধরে এই সংস্থা গবেষণা চালিয়েছে। সম্প্রতি অনিশ টুইটার এবং লিঙ্কডইন-এ তাঁর এই পাইলট প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং মাত্র চার দিনে, তিনি ৫০০টিরও বেশি অর্ডার পেয়েছেন।