একটাই রেল স্টেশনের দুই প্রান্ত দুই রাজ্যে! ভারতেই রয়েছে এমন উদাহরণ, জানেন কোথায়?
Amazing Facts about Indian railways : দেশের এই স্টেশনের দুই প্রান্ত দুই রাজ্যে! কোথায় বলুন দেখি?
ভারতীয় রেল মানেই আস্ত একটা যুগের অবয়ব। ওই লোহার চাকার ঘর্ষণে যে কত শত ইতিহাস জমা আছে, তার হিসেব কষা নেহাতই ছেলেমানুষী। রেলপথের আবিস্কারের হাত ধরে বদলে গিয়েছিল গোটা সমাজটা। বিবর্তনের ইতিহাসে তাই ভারতীয় রেলের জায়গাটা চিরকালই বেশ পাকা। যদিও সময় বদলেছে। যাতায়াত ব্যবস্থাতেও এসেছে অদলবদল। বর্তমান সময়ে অনেকেই হয়তো প্লেনে যাতায়াত করায় অভ্যস্ত হয়ে পড়ছেন ঠিকই তবে ট্রেনের বিকল্প হিসেবে আজও সংজ্ঞায়িত করা যায় না কিছুকেই। মুহূর্তের মধ্যে দূরপাল্লার ট্রেনের টিকিট ফুরিয়ে যাওয়ার হিসেব দেখলে সে কথা ভালোই আঁচ করা যায়।
‘কু ঝিক ঝিক’ শব্দটার সঙ্গে শৈশবের আলাপ হয় শিশুপাঠ্য সমস্ত ছড়ার হাত ধরেই। তারপর আসে কাশবন আর রেল দেখতে যাওয়ার সেই সনাতন দৌড়! চলমান এক বিস্ময় আস্তে আস্তে শিশুটির বেড়ে ওঠার সঙ্গে এমন জুড়ে যায়, তারপর কবে সে নিজেই চলমানতার নিত্যযাত্রী হয়ে ওঠে। নিত্য যাতায়াত থেকে শুরু করে দূরে কথাও ভ্রমণ, ট্রেনে চড়া রোজকার জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা এবং পার্শ্ববতী জেলায় সারাদিন ধরে চলে লোকাল ট্রেন। অন্যান্য জায়গায় চলে প্যাসেঞ্জার ট্রেন। আর দূরে কোথাও ভ্রমণের পথের জন্য রয়েছে এক্সপ্রেস। তবে একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছেন কখনও, এই প্রতিটি ট্রেনের ধরন কিন্তু একে অপরের থেকে আলাদা। শুধু বৈশিষ্ট্যগত পার্থক্যই নয়, এর বাহ্যিক গঠনেও দেখা যায় তফাৎ। যার জেরে দূর চোখে দেখেই আঁচ করা যায় আসলে কোনটি কোন ট্রেন।
আরও পড়ুন - Indian Rail Pod Hotel| রেল স্টেশনেই এবার শান্তির ঘুম! অভিনব উপহার ভারতীয় রেলের
কোথাও রঙের তফাৎ কোথাও আবার দূরত্ব অথবা সুযোগ সুবিধার তফাৎ। ভারতীয় রেল যেন চলমান এক ঐতিহ্য। সময়ের সঙ্গে সাযুজ্য রেখে ভারতীয় রেল কর্তৃপক্ষও খানিক ট্রেন্ডি হয়ে উঠেছে। টিকিট ব্যবস্থা থেকে শুরু করে যাত্রী সফরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়েই এসেছে নয়া পরিবর্তন। অফলাইন দুনিয়ার একাধিপত্য কেড়ে নিয়েছে অনলাইন মাধ্যম। আজকাল রেল সংক্রান্ত সব নথিই পাওয়া যায় ঘরে বসেই। শুধু তাই নয়, মোবাইলের নিশানায় ট্রেনের মধ্যে প্রয়োজনীয় সমস্ত কিছুই চলে আসতে পারে হাতের কাছে। কিন্তু এহেন ভারতীয় রেল নিয়েও রয়েছে এমন কিছু বিষয় যা আজও অবাক করে।
প্রসঙ্গত জেনে রাখা দরকার, ভারতের মতো জনবহুল দেশে রেলপথই হল সুলভ ও সহজতম পরিবহন মাধ্যম। মাঝে করোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় কার্যত থমকে গিয়েছিল দেশের যোগাযোগ ব্যবস্থা। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছিল দেশের অর্থনীতিতেও। তারপর আবার পরিস্থিতির বদল হওয়ায় চালু হয় ট্রেন। পাশাপাশি এ কথা জেনে রাখা দরকার, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে মোট ৭,৩৪৯টি রেল স্টেশন রয়েছে। এটি মধ্যে একাধিক স্টেশন কে ঘিরে রয়েছে নানান সব মজাদার ইতিহাসও। এর মধ্যেই এমন একটি রেল স্টেশন রয়েছে ভারতে যার প্ল্যাটফর্মের দুই প্রান্ত মানচিত্রে নিরিখে দুটি আলাদা রাজ্যের অংশ, জানেন কোথায়? শুনতে অবাক লাগলো এটাই সত্যি যে ভারতের মধ্যেই এমন একটি রেলস্টেশন রয়েছে যার দুটি প্রান্ত দুটি আলাদা আলাদা রাজ্যের অন্তর্গত। অর্ধেক রয়েছে রাজস্থানে। আর বাকি অর্ধেক মধ্যপ্রদেশে।
আরও পড়ুন - শুধু স্পিড নয়, খরচেও টেক্কা দেবে রাজধানীকে! কী কী পরিষেবা মিলবে কেরলের নয়া বন্দে ভারতে?
টুইটারে রেল মন্ত্রকের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই স্টেশনের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে দিল্লি-মুম্বই রেল লাইনে অবস্থিত এই অভিনব রেল স্টেশনটি রাজস্থান ও মধ্যপ্রদেশ, দুই রাজ্যের মধ্যেই পড়ে। দুই রাজ্যের সীমান্তের মধ্যে দিয়ে এই স্টেশনটি গিয়েছে। ট্রেন চলাচলের সময় যদি ট্রেনের ইঞ্জিন চলে আসে রাজস্থানের ঝালওয়ারে তাহলে অন্যদিকে গার্ডের কোচ যেখানে থাকবে তা মধ্যপ্রদেশের সীমান্তের ভিতরে। এমনি মজার স্টেশন রয়েছে ভারতে। এখানেই শেষ নয় এই ভবানী মানডে স্টেশন থেকে যাত্রা করাকালীন দেখা যাবে স্টেশনের এক প্রান্তের বোর্ডে লেখা আছে রাজস্থান এবং অন্য প্রান্তের বোর্ডে রাজ্যের নামের জায়গায় লেখা আছে মধ্যপ্রদেশ।
Did You Know?
— Ministry of Railways (@RailMinIndia) May 7, 2023
Showcasing distinctiveness, Bhawani Mandi Railway Station falls in two states, Madhya Pradesh and Rajasthan. pic.twitter.com/xF5oOvxHlf
আরও একটা মজার বিষয় হল, এই স্টেশনের আশেপাশে এমন অনেক বাড়ি রয়েছে যে বাড়ির দুই প্রান্ত দুটি ভিন্ন রাজ্যের অন্তর্গত। এছাড়াও যদি কেউ মধ্যপ্রদেশ থেকে এসে ট্রেনে চাপতে চায় তাহলেও তাকে অবশ্যই রাজস্থান রাজ্যে পা রাখতেই হবে কারণ টিকিট কাউন্টার টি রয়েছে রাজস্থান রাজ্যের সীমান্তে। প্রসঙ্গত, এই স্টেশন থেকে ঘিরে একটি সিনেমা নির্মিত হয় ২০১৮ সালে। 'ভবানী মান্ডি টেশন' নামের সেই কৌতুকধর্মী সিনেমায় মজার ছলে এই স্টেশনের নেপথ্যে থাকা মজার বিষয়গুলি তুলে ধরা হয়।