WBCS ভূগোল জেনারেল পেপার: ভারতের জলবায়ু
WBCS Geography Preparation: জলবায়ু অর্থাৎ কোনও স্থানের ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়া, মানে বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড়কে জলবায়ু বলা হয়।
সাম্প্রতিক সময়ে পৃথিবীতে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু অর্থাৎ কোনও স্থানের ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়া, মানে বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড়কে জলবায়ু বলা হয়। ভারতে প্রধানত কী কী ধরনের জলবায়ুর প্রকৃতি উপলব্ধি করা যায় সেই বিষয়েই আজকের আলোচনা। ভারতের জলবায়ু সংক্রান্ত সাধারণ তথ্যাবলী • ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। • কর্কটক্রান্তি রেখা ভারতকে প্রায় সমান দু'টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে। ফলস্বরূপ, উত্তর ভারতে উপক্রান্তীয় জলবায়ু এবং দক্ষিণ ভারতে ক্রান্তীয় জলবায়ু (অত্যধিক উষ্ণ গ্রীষ্ম এবং অস্পষ্ট শীত ঋতু) দেখা যায়। • মেঘালয়ের মৌসিনরাম ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান। • ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থান বা শুষ্কতম অঞ্চল রাজস্থানের জয়সলমির। • ভারতের উষ্ণতম অঞ্চল রাজস্থানের যোধপুর জেলার পালোডি (৫১° সেলসিয়াস)। • ভারতের শীতলতম অঞ্চল জম্মু-কাশ্মীরের লাদাখের দ্রাস (প্রায় -৫০° সেলসিয়াস) • ভারতের আর্দ্রতম রাজ্য মেঘালয়। • ভারতের শুষ্কতম রাজ্য রাজস্থান। • ভারতের বছরে দু'বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ১) করমণ্ডল উপকূল (তামিলনাড়ু), ২) পঞ্জাব-হরিয়ানা। • ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল ১) মেঘালয়ের শিলং, ২) পশ্চিমঘাট পর্বতের পূর্ব…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
