কেন এমন রঙের হেরফের? জানেন আসলে কী এই ব্লু আধার?

Blue Aadhar : কোথায় আলাদা এই ব্লু আধার? জানেন কারা করবেন আবেদন?

উনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI, ভারতের নাগরিক হিসেবে এই পরিচয়টাই এখন সবথেকে জরুরি হয়ে দাঁড়িয়েছে। বেঁচে থাকার সঙ্গে অস্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে এই ১২খানা নম্বর। এমনিতেই এপ্রিল মাসের শুরু মানেই আনকোরা নতুন একটা অর্থবর্ষ। গত একমাস ধরেই চলছিল তার তোড়জোড়। আর্থিক লেনদেন সংক্রান্ত একগাদা নতুন নিয়মের পরোয়ানা তো আছেই তার সঙ্গে যোগ হয়েছিল আধার এবং প্যান কার্ডের লিংক করানোর ফতোয়া। ৩১ মার্চই ছিল ডেডলাইন, যদিও সময়সীমা শেষ হওয়ার দিন তিনেক আগে সরকারের তরফে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় লিংক করানোর সময়। আজকাল যে কোনও সরকারি অথবা বেসরকারি কাজ করাতে গেলেই প্রাথমিকভাবে প্রয়োজন পড়ে ব্যক্তি পরিচয়ের নথি। প্রমাণীকরণের জন্য সবথেকে প্রয়োজনীয় হল আধার কার্ড। তবে এই আধার কার্ড বলতে আমরা যেটাকে চিনি সেটি হল সাদা রঙের ওপর কালো হরফে লেখা সংখ্যার কার্ড। কিন্তু ব্লু আধার কার্ডও চালু রয়েছে ভারতে, জানেন কি এটা আসলে কী? কোন কাজে লাগে? কীভাবেই বা আবেদন করা যায়?

২০১৮ সাল থেকে চালু হয় এই ব্লু আধার কার্ড। এর আগে নবজাতক থেকে শুরু পাঁচ বছর বয়স পর্যন্ত আধার কার্ডের প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু ২০১৮ সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) শিশুদের জন্য আধার কার্ড চালু করে। যেটিই মূলত ব্লু আধার নানে পরিচিত। এই চাইল্ড আধার কার্ডের রং নীল হয়। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে প্রযোজ্য যে পরিচিত আধার কার্ড আমরা দেখতে পাই তার সঙ্গে এই চাইল্ড আধার কার্ড বাব্লু আধার কার্ডের বেশ কিছু তফাৎ লক্ষ্য করা যায়। যেমন প্রথমেই এতে শিশুর আঙ্গুলের ছাপ অথবা সইয়ের উল্লেখ থাকে না। শিশুর আধার কার্ড যাচাই করার জন্য অভিভাবক হিসেবে বাবা অথবা মায়ের মধ্যে যে কোনও একজনের আধার কার্ডের নথির ভিত্তিতে স্থির হয় ব্লু আধার। এতে যে বারো সংখ্যার ইউনিক আইডি নম্বর রয়েছে সেটি নীল রঙে লেখা হয়। শিশুর বয়স পাঁচ বছরের বেশি হওয়ার পর অভিভাবকদের অবশ্যই এই ব্লু আধার আপডেট করতে হবে বলে জানানো হয়েছে আয়কর বিভাগের তরফে।

কোন কোন নথি লাগবে এই ব্লু আধার আবেদনের জন্য?

কোন শিশুকে ব্লু আধারের তালিকাভুক্ত করার জন্য নির্দিষ্ট সরকারি কেন্দ্রে বেশ কিছু নথি নিয়ে তবেই আবেদন করতে হবে। সেগুলি হল - প্রথমেই খেয়াল রাখতে হবে যে শিশুর আধার কার্ড তৈরি করা হবে তাদের অভিভাবক তথা বাবা-মাকে সঙ্গে আসতে হবে। প্রয়োজনীয় নথির তালিকার মধ্যে রয়েছে শিশুর জন্মের শংসাপত্র, পিতা-মাতার আধার কার্ড, ঠিকানার প্রমাণ এবং যদি শিশু স্কুলে ভর্তি হয়ে থেকে থাকে সেক্ষেত্রে স্কুল আইডি।

কীভাবে অনলাইনে আবেদন করবেন এই ব্লু আধার?

প্রথমেই জেনে রাখতে হবে বর্তমান অনলাইন যুগে দাঁড়িয়েও এই ব্লু আধার আবেদন করার জন্য ভরসা করতে হবে অফলাইন পদ্ধতিকেই। এখনও পর্যন্ত অনলাইনে ব্লু আধার আবেদনের কোনও রকম হদিশ মেলে না। তবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিকটবর্তী ব্লু আধার আবেদন কেন্দ্র সম্পর্কে জানা যাবে অনলাইনে। UIDAI-এর অফিসিয়াল ওয়েব পোর্টাল অর্থাৎ https://uidai.gov.in/ থেকে জন্য যাবে প্রয়োজনীয় তথ্য। ব্যবহারকারীদের এই আবেদনের জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে।

More Articles