মাত্র এক কেজি কিনতে গিয়েই দেউলিয়া! জানেন বাজারের সবচেয়ে দামী সবজি কোনটা?

World’s Most Expensive Vegetable : বিশ্ব বাজারে সবচেয়ে দামী সবজি হিসাবে বিবেচনা করা হয় একেই। দামও আকাশ ছোঁয়া। যা কিনতে রীতিমতো বিপাকে পড়তে হবে আপনাদেরও। প্রতি কেজির দাম ৮৫০০০ টাকা থেকে এক লক্ষ টাকা।

সবুজ শাক সবজি মানেই সুস্থ শরীরের পরিচায়ক, এমন কথা অবশ্য বড় হওয়ার সঙ্গে সঙ্গে বারবার শুনতে হয়েছে আমাদের। চিকিৎসকেরাও পরামর্শ দেন সবুজ শাক সবজি খাওয়ার। এতে থাকে প্রচুর পরিমাণে শর্করা এবং অ্যান্টি অক্সিডেন্ট জা আমাদের দেহের সার্বিক সুস্থতা নিশ্চিত করতেও সাহায্য করে। বছরের বিভিন্ন মরশুমে আলাদা আলাদা সবজি পাওয়া যায় বাজারে। যেমন, গরমে পটল, ঝিঙে, ঢেরস অথবা শীতকালের ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিনস ইত্যাদি। কোনওটার দাম কম, কোনটা আবার খানিক বেশি; কোনওটা বিক্রি হয় কেজি দরে আবার কোনওটা পিস হিসেবে। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির চক্করে প্রায়শই সবজির বাজারে গিয়ে কপালে হাত পড়ে মধ্যবিত্তদের। কিন্তু আপনি কি জানেন বাজারের সবথেকে বেশি দামের সবজির নাম কী? উপরিউক্ত সবজিগুলির দামের সঙ্গে যার তফাৎ শুনলে চোখ কপালে উঠবে নিশ্চিত।

হপ শুট, বিশ্ব বাজারে সবচেয়ে দামী সবজি হিসাবে বিবেচনা করা হয় একেই। দামও আকাশ ছোঁয়া। যা কিনতে রীতিমতো বিপাকে পড়তে হবে আপনাদেরও। প্রতি কেজির দাম ৮৫০০০ টাকা থেকে এক লক্ষ টাকা। জানা গিয়েছে যে, এই মাত্র ছাড়া দামের আসল কারণ হল এই সবজি চাষের পদ্ধতি এবং ফসল তোলার পদ্ধতি, দুইই খুব শ্রম-নিবিড়। সাধারণত ঘন জঙ্গলের মধ্যে বেড়ে ওঠে এই সবজি, যা সন্ধানেও যথেষ্ট কঠিন পথ পার করতে হয়। এছাড়া বিশেষজ্ঞদের মতে, এগুলি সমান সারিবদ্ধ ভাবে বৃদ্ধি পায় না, ফলে অঙ্কুর সংগ্রহের জন্য যথেষ্ট কায়িক শ্রম ব্যয় করতে হয়। এগুলি হল হপ উদ্ভিদের সবুজ অংশ, যা সাধারণত বিয়ার জাতীয় পানীয় তৈরিতে ব্যবহৃত হয়। পাশাপাশি এর ফুলগুলি বিভিন্ন অ্যালকোহলযুক্ত পানীয় তৈরিতে ব্যবহার করা হয়। এবং সবুজ অংশগুলি অন্যান্য রান্নার কাজে ব্যবহৃত হয়।

আরও পড়ুন - উদ্ধার কোটি টাকার বিরল বোয়া সাপ, যেভাবে পাচারের অভিসন্ধি ভন্ডুল করে দিল বনবিভাগ

হপস শুটের পুষ্টিগুণ

এটি একটি ভেষজ ওষুধ হিসাবে বিবেচিত হয় যাতে বিভিন্ন প্রয়োজনীয় তেল, ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে। ভিটামিন ই, ভিটামিন বি৬,ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে আরও সক্রিয় করে তোলে।

ত্বকের জন্য খুবই উপকারী এই সবজি

এই উদ্ভিদ থেকে পাওয়া প্রাকৃতিক তেল এবং খনিজগুলি ত্বকে প্রদাহ বিরোধী প্রভাব ফেলে এবং পৃষ্ঠের রক্তনালীগুলি হ্রাস করতে সাহায্য করে, এছাড়াও ত্বকের লালভাব এবং জ্বালা কমাতে সাহায্য করে।

চুল পড়া কমায় হপস শুট

গবেষণায় জানা গিয়েছে, চুল ধোয়ার জন্য বিয়ার ব্যবহার করা হয় কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আসে হপস শুট থেকে। এটি চুল পড়া ও খুশকি কমাতে সাহায্য করে।

পেশীর ব্যাথা কমায় হপস শুট

হপস শুট পেশী এবং শরীরের অন্যান্য ব্যথা বেদনা উপশম করতে খুবই উপকারী।

হজমের স্বাস্থ্যের উন্নতি ঘটায়

শরীরের বিপাক তন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে হপস শুট। হজমের সমস্যা দূর করে।

অনিদ্রার চিকিৎসা করে হপস শুট

গবেষণা অনুসারে, হপসে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় তেল রয়েছে যা ভাল ঘুম আনতে সাহায্য করে

মাসিকের সময় শরীরকে চাঙ্গা রাখে হপস শুট

হপসে উপস্থিত অপরিহার্য তেলগুলির মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে একটি প্রশমক প্রভাব রয়েছে যা মাসিকের বাধা এবং ব্যথা কমাতে সাহায্য করে। উপশমকারী গুণ পেশী আলগা করতে সাহায্য করে এবং ব্যথা কমায়।

More Articles