পুজোয় জোয়ার ক্ষণিকের প্রেমেরই! কেন হু হু করে বাড়ছে 'ফেস্টিভাল ডেটিং'?
Festival Dating in Durga Puja 2023 : সোশ্যাল মিডিয়ায় দম্পতিদের, প্রেমিক-প্রেমিকাদের ভালো সময় কাটাতে দেখার ছবি এর বড় কারণ।
উৎসবের মরসুম, প্যান্ডেলে ঝলমলে আলো, পেট ভর্তি বাইরের হাবিজাবি খাবার, গায়ে নয়া ঝকমারি বস্ত্র, পায়ে ভিড় ঠেলে লাইন দিয়ে তুলে আনা সেরা জুতোটি, অফিসও ছুটি। এবার জম্পেশ একখানা প্রেম হলেই পুজোটি সার্থক! এমন ভাবনা কয়েকবছর আগে অবধি জ্যান্ত ছিল। পুজোর প্রেম ধারণাটি পুজোর গান, পুজোসংখ্যার মতোই ক্রমেই ক্ষয়িষ্ণু। তা বলে কি মনের উচাটন, শরীরের দোলাচল কমে গিয়েছে? নাহ! আসলে বদলেছে প্রেমের দর্শন। পুজোয় প্রেম আজও খোঁজে মানুষ, নাম বদলে। পাড়ার সেই 'ক্রাশ'টিকে একঝলক দেখার অপেক্ষা ক্ষয়িষ্ণু হয়েছে, বেড়েছে ডেটিং। বিবিধ অ্যাপের সৌজন্যে পুজোয় ডেটিং প্রবণতা Gen-Z এবং মিলেনিয়ালসদের মধ্যে বাড়ছে হু হু করে৷
ডেটিং অ্যাপ বাম্বল সম্প্রতি দেশজুড়ে একটি সমীক্ষা চালিয়েছে। তাতেই ধরা পড়েছে উৎসবের সময় ডেটিংয়ের আকাশছোঁয়া জনপ্রিয়তা৷ সমীক্ষা অনুযায়ী, ৬৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন যে তারা উৎসবে ডেটিং করতে আগ্রহী। পুজোর মরসুমে তারা কারও না কারও সঙ্গে 'ডেট' করতে চান। এই জনপ্রিয় বিষয়টারই নাম ফেস্টিভাল ডেটিং! শব্দটি শুনেই বোঝা যাচ্ছে, ফেস্টিভাল ডেটিং মানে উৎসবের মরসুমে কাউকে ডেট করতে চাওয়া। প্রেমের সঙ্গে এই ডেটিংয়ের ফারাক কী? ধরা যাক আপনি অবিবাহিত, প্রেমও নেই সেই অর্থে, অথবা থাকলেও দূরত্বে। এদিকে উৎসবে প্রাণ-মন উথালপাথাল করে হরমোন খুঁজছে মনমতো সঙ্গী। সেই মুহূর্তে বিশল্যকরণী হয়ে হাজির ডেটিং অ্যাপ। সেখানে পছন্দসই সঙ্গী বাছাই করে, দেখা করে পাশে সেই বিশেষ সঙ্গীকে নিয়ে উৎসব উদযাপনের নামই ফেস্টিভাল ডেটিং। সম্পর্কের কপালে থাকলে উৎসবেই ইতি না হয়ে তা কিঞ্চিৎ এগোতেও পারে। কিন্তু কেন এত জনপ্রিয় হচ্ছে ফেস্টিভাল ডেটিং?
আরও পড়ুন- অনলাইন ব্যাঙ্ক জালিয়াতি থেকে সতর্ক থাকার উপায়
মনস্তত্ত্ব ও আচরণ বিজ্ঞান বলছে, সোশ্যাল মিডিয়ায় দম্পতিদের, প্রেমিক-প্রেমিকাদের ভালো সময় কাটাতে দেখার ছবি এর বড় কারণ। হয়তো আপনার ফেসবুক জুড়ে কেবলই জুটিদের ভিড়, তারা কী করছে, কোথায় খেতে যাচ্ছে, কোন লোকেশনে গিয়ে প্রেমময় ছবি পোস্ট করছে এসব নিয়তই আপনার মোবাইল পর্দায় ভেসে উঠছে আর আপনি একাকী বোধ করছেন তত। এ খানিক প্রদর্শন প্রভাবই বলা যায়। উত্সব চলাকালীন একা থাকার বিষয়ে আত্মসচেতন হওয়া বেড়ে যায়। সারাবছর এই ছুটির জন্যই কেবল অপেক্ষা করে না মানুষ, এই ছুটি কার সঙ্গে কাটাবে সেই নিয়েও বিশেষ আকাঙ্খা তৈরিই থাকে মনে।
বাম্বলের ওই সমীক্ষা বলছে, ৩৬ শতাংশ ভারতীয় বন্ধুদের সঙ্গেই উৎসব উদযাপন করতে পছন্দ করেন। ফেস্টিভাল ডেটিংয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে বাম্বল জানাচ্ছে, সমীক্ষায় অংশ নেওয়া ভারতীয়দের মধ্যে ১৮ শতাংশ এইসব উৎসব অনুষ্ঠানগুলিতে 'ডেট' খোঁজার জন্য উন্মুখ। ২৭ শতাংশ ভারতীয়ই নিজেদের প্রেমের সঙ্গেই উৎসব কাটাতে পছন্দ করে। উৎসব কাটানো বলতে কী বোঝানো হচ্ছে?
সমীক্ষা বলছে ভারতীয়রা তাদের 'ডেট' বা সঙ্গীর সঙ্গে পুজোর কেনাকাটা করা, উৎসবে উপহার দেওয়া, উৎসবের সময় একসঙ্গে পার্টিতে যাওয়া এবং একসঙ্গে পুজো করতে আগ্রহী। বাম্বলের ইন্ডিয়া কমিউনিকেশন ডিরেক্টর সমর্পিতা সমাদ্দার জানাচ্ছেন, উৎসবের মরসুমে আকাশে বাতাসে রোম্যান্স থাকে একথা সত্য! এই উৎসবের ঋতুতে সারা দেশই একযোগে উত্সবে সামিল হতে চায়। নিজেদের ঐতিহ্যের প্রতি অন্য টান অনুভব করে, ঘরে ফেরার ডাক অনুভব করে। এই যে শিকড়ের প্রতি টান, তারই ডালপালা বেয়ে ওঠে প্রেম।
আরও পড়ুন- মৃৎশিল্পীর ভুলে দেবী হয়ে গেলেন নীল, কৃষ্ণনগরের দুর্গাপুজোর ইতিহাস আজও বিস্ময় জাগায়
উৎসবগুলির সময় অনলাইনে 'ডেটিং' খুঁজছেন এমন ব্যক্তিদের কিছু পছন্দের তালিকা দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। উৎসবের মজা পেতে চান, পছন্দের জায়গায় যেতে চান বা পছন্দের খাবার খেতে চান এমন সব পছন্দের উল্লেখ থাকায় মনের মতো সঙ্গী পাওয়ার বিষয়টি সহজ হয়ে যায় অনলাইন অ্যাপে। তবে, পাশাপাশি এই অ্যাপ ও ডেটিং প্রবণতাই বলে দেয় এই জীবন কতখানি টলমলে। ক্ষণিকের সুখ পেতে মরিয়া মানুষ আসলে কোন গভীর একাকীত্বে ভুগছেন টের পাওয়া যায়। সমীক্ষা বলছে, ৩০ শতাংশ ভারতীয়ই উৎসবের সময় একা থাকার বিষয়ে খুবই ছটফটে হয়ে যান, আত্মসচেতন হয়ে যান। ৩২ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে কোনও 'ডেট' বা সঙ্গী ছাড়াই উৎসব আসলে বোরিং! সত্যিই কি তাই? একা বা অবিবাহিত মানুষের উত্সব কাটাতে সত্যিই 'প্রেম' দরকার?
কোনও সঙ্গী বা 'ডেট' না থাকলে উৎসবের সময় একা বোধ হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের শহর থেকে দূরে থাকেন৷ তবে সত্যকে স্বীকার করাই উচিত যে আপনিই এমন একমাত্র ব্যক্তি নন যিনি উৎসবে বাইরে আছেন বা একা আছেন। FOMO বা ফিয়ার অব মিসিং আউট-কে এত পাত্তা না দেওয়াই ভালো। আপনার বন্ধুরা নিজেদের 'ডেট' নিয়ে ব্যস্ত বা প্রেমিক-প্রেমিকার সঙ্গেই উৎসব উদযাপন করছে দেখে নিজেকে একা ভাবা ঠিক না। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে নিজেকেই আরও একঘরে করে দেওয়ার প্রবণতা মারাত্মক। এই জাতীয় ভাবনা থেকে দূরে থাকতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমানোর চেষ্টা করুন। উত্সবের মরসুমে নিজের কথা ভাবুন, নিজেকে সময় দিন। কোনও 'ডেট' বা 'প্রেম' ছাড়াই উত্সব উপভোগ করতে পারেন৷ বন্ধু বা পরিবারের সঙ্গে উত্সবে মাতুন।