ভারতীয়দের অবস্থা শোচনীয়! কেমন কাটবে ২০২৪? কী বলেছিলেন নস্ত্রাদামুস?
Nostradamus Prediction for 2024 : নস্ত্রাদামুস ভবিষ্যদ্বাণীগুলি এতটাই ঢিলেঢালাভাবে তৈরি করতেন যে শেষ পর্যন্ত কিছু না কিছু ঘটনায় বাস্তব-বিশ্বের ঘটনার সঙ্গে তা মিলতে বাধ্য।
একখানা আস্ত বছর শেষ, যুদ্ধ, মৃত্যু, জয়, হার, ধ্বংস, বিশ্বাসভঙ্গ, বন্ধুত্ব, প্রেম সব কিছুর উথালপাথাল মুহূর্তগুলিকে ক্যালেন্ডারে ঝুলিয়ে চলে যাচ্ছে একটা বছর। নতুন বছর আসবে, বাড়িতে নয়া ক্যালেন্ডার। কিন্তু সেই ক্যালেন্ডারে যা কখনই লেখা রইবে না তা হচ্ছে, বছর কেমন কাটবে? মানুষ ছেড়ে চলে যাবে? সুনামি? আবার যুদ্ধ, আবার হিংসা, মানুষ ভালোবাসবে মানুষকে? ২০২৪ কেমন কাটাবেন তা নিয়ে অনেকেই আগাম নানা কিছু পরিকল্পনাও করেছেন, কাগজে কাগজে অনেক লোকজনই ত্রিকালদর্শী হওয়ার দাবি নিয়ে ২০২৪ সালের ময়নাতদন্তও সেরে ফেলেছেন। কিন্তু কী বলেছিলেন ১৬ শতকের সেই জ্যোতিষী? নস্ত্রাদামুস নিজে কি সত্যিই কিছু বলে গিয়েছিলেন নতুন এই বছর নিয়ে?
নস্ত্রাদামুস বলেছিলেন, এই বছর মানে ২০২৩ সালে সবকিছুই প্রায় ঘটে যাবে! কী ছিল না সেই ভবিষ্যদ্বাণীতে? মঙ্গল গ্রহের বিপর্যয় থেকে শুরু করে রাজভবনে স্বর্গীয় অগ্নিবর্ষণ- সব ছিল! নস্ত্রাদামুসে আস্থা রাখা মানুষজন বলেন, উল্কাপাত হয়ে নাকি বাকিংহাম প্রাসাদে আগুন ধরে যাওয়ার কথা বলেছিলেন নস্ত্রাদামুস। যার ফলে রাজা আর অন্যদের অন্য প্রাসাদ, দুর্গ বা কটেজে থাকতে হতে পারে। উল্কাপাত হয়ে এমন কিছুই ঘটেনি। কিন্তু ২০২৪ সালে নস্ত্রাদামুসের কথা অনুযায়ী এমন নানা কিছুই ঘটতে পারে যার ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। বিশ্বব্যাপী এক বিপর্যয় এবং চিনের সঙ্গে যুদ্ধের আশঙ্কার কথা নাকি ২০২৪ সালের ভবিষ্যদ্বাণীতে বলে গিয়েছেন তিনি।
নস্ত্রাদামুস অবশ্য বলেছিলেন পৃথিবী ১৯৯৯ সালেই শেষ হয়ে যাবে। তাও, সেই ভয়াবহ সর্বনাশের ২৫ বছর পরে কী হবে তা কেন যে নস্ত্রাদামুস ভেবে গেছিলেন জানা নেই। ২০২৪ সালে কী কী ঘটবে বলেছেন তিনি?
আরও পড়ুন- নিজের প্রিয় খাবার খেয়েই মৃত পৃথিবীর দ্বিতীয় বয়স্কতম, ১১৬ বছরের বৃদ্ধা!
চিনের সঙ্গে যুদ্ধ
নস্ত্রাদামুস নাকি চিনের সঙ্গে আসন্ন যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন। লিখে গেছিলেন, "লাল প্রতিপক্ষ ভয়ে ফ্যাকাশে হয়ে যাবে। মহাসাগরকে বিপদে ফেলবে।" বিশ্লেষকরা বলছেন, ন্যাটো দেশগুলি নাকি একজোট হতে পারে, মারাত্মক এক যুদ্ধ বাঁধতে পারে চিনের সঙ্গে। কিন্তু লাল পতাকার বিপদ হবে? চিন এত ক্ষমতা ধরেও শেষে কি দুর্বল হয়ে পড়বে? ব্যাখ্যা নেই৷
রাজা চার্লসকে বহিষ্কার করা হবে
রাজা চার্লস নাকি বেশিদিন এই রাজপাট সামলাতে পারবেন না। নস্ত্রাদামুসের দীর্ঘ এবং অস্পষ্ট ভবিষ্যদ্বাণীতে নাকি বলা আছে, "আইলসের রাজাকে জোর করে তাড়িয়ে দেওয়া হবে"। রাজা চার্লস সম্পর্কে আরও একটি অনুচ্ছেদে নাকি তিনি লিখেছেন, "শীঘ্রই, ভয়াবহ এক যুদ্ধের পর একজন নতুন রাজা অভিষিক্ত হবেন যিনি দীর্ঘ সময়ের জন্য এই পৃথিবীকে শান্ত রাখবেন।"
২০২৪ সাল নিয়ে নির্দিষ্ট করে কি কিছু বলে গিয়েছেন নস্ত্রাদামুস? নাহ! সে গুড়ে বালি। ভবিষ্যদ্বাণীর মজা হচ্ছে, এ ভয়াবহ অস্পষ্ট। রাশিফল কখনই এমন কিছু বলে না যে, "মঙ্গলবার আপনার বিরিয়ানি খাওয়া হবে,” বা "আজ ডায়রিয়া হওয়ার আশঙ্কা আছে,” বা "মে মাসে সুনামি হবে"। এখানে এমনভাবেই বলা হয় যা ধরাছোঁয়ার বাইরে, নিশ্চিত করে কিছু বোঝানোর বাইরে। "সূর্য প্রভাব ফেলবে,” “মঙ্গলের অবস্থানই আপনার সৌভাগ্যের কারণ"- এসব পড়ে উৎফুল্ল হওয়ার চেয়ে অসহায় বেশি বোধ হয়।
আরও পড়ুন- ২০২৩ সালে অভাবনীয় বিপর্যয়! রহস্যময় মৃত অন্ধ নারীর ভবিষ্যদ্বাণী শুনে আতঙ্কে বিশ্ব
নস্ত্রাদামুস এই 'বছর কেমন কাটবে' বিভাগে ভবিষ্যদ্বাণীগুলি এতটাই ঢিলেঢালাভাবে তৈরি করতে পারদর্শী ছিলেন যে শেষ পর্যন্ত কিছু না কিছু ঘটনায় বাস্তব-বিশ্বের ঘটনার সঙ্গে তা মিলতে বাধ্য। এগুলিকে আসলে "পোস্টডিকশন" বলা হয়। যাতে আপনি ঘটনাটি ঘটার আগে তিনি কী ভবিষ্যদ্বাণী করেছিলেন তা আপনি সম্ভবত অনুমানও করতে পারেননি, কিন্তু ঘটনার পরে দেখবেন এমন কিছু একটা বলে গেছেন যা দেখে মনে হবে নস্ত্রাদামুস সব জানতেন।
উদাহরণ দিয়ে বোঝানো যাক। নস্ত্রাদামুসের লিখিত একটি অনুচ্ছেদকে হিটলারের উত্থানের ভবিষ্যদ্বাণী হিসাবে চিহ্নিত করা হয়। অথচ তা কোনওভাবেই হিটলার সম্পর্কেই যে বলা তা নিশ্চিতই নয়:
“ইউরোপের পশ্চিম থেকে, দরিদ্র মানুষের মধ্যে এক ছোট শিশু জন্মগ্রহণ করবে, সে নিজের কথা দিয়েই বিশাল সৈন্যদের প্রলুব্ধ করবে; প্রাচ্যের রাজ্যে তার খ্যাতি বৃদ্ধি পাবে।”
আপনি যদি এটি আগে থেকে পড়তেন, তাহলে সম্ভবত অনুমান করতে পারতেন যে নস্ত্রাদামুস বলতে চেয়েছিলেন, বিখ্যাত কেউ পশ্চিম ইউরোপে জন্মগ্রহণ করবেন। একবার হিটলার ক্ষমতায় আসার পর, মানুষ সিদ্ধান্তই নিয়ে নেয় যে নস্ত্রাদামুস নিশ্চয়ই হিটলারের কথা বলেছেন। এই কারণেই নস্ত্রাদামুসের কথা মানুষ এখনও সত্য ভাবেন। আসল কথাটি হলো, প্রতি বছরের মতো এ বছরও নস্ত্রাদামুস নিশ্চিত কিছুই ভবিষ্যদ্বাণী করেননি।