বিশ্বকাপ ফাইনালের তখন কয়েক ঘণ্টা বাকি, অজ্ঞান হয়ে গেলেন রোনাল্ডো!

1998 Football World Cup: যে জ়িদানকে নিয়ে এত মাতামাতি হলো, সেও আলজিরিয়া থেকে আসা পরিবারের সন্তান।

১৯৯৮-এর বিশ্বকাপ

ভারত আর পাকিস্তান বোম বানিয়ে নিজেদের বহুকালের স্বপ্ন সার্থক করল। এ তো সাধারণ কোনও বোম নয়, এই বোমের দৌলতে তারা ধেই-ধেই করে পরমাণু শক্তিধরদের অভিজাত ক্লাবের সামনের দরজা দিয়ে ঢুকে এল। ওদিকে এশিয়ার শেয়ারবাজার একেবারে শুয়ে পড়েছিল। ইন্দোনেশিয়ায় সবচেয়ে লম্বা সময় ধরে একনায়কতন্ত্র চালানো সুহার্তোর অবস্থাও তথৈবচ। যে পয়সার গরমে সুহার্তো এতকাল ছড়ি ঘুরিয়েছে, সেই অর্থনীতির জটিলতাতেই ক্ষমতা তার হাতের আঙুল গলে বেরিয়ে গেল। যদিও নিজের জন্য সে একশো ষাট কোটি মার্কিন ডলার সরিয়ে রেখেছিল।

পৃথিবীর ‘কণ্ঠস্বর’ ফ্রাঙ্ক সিনাত্রা চিরঘুমের দেশে চলে গেল। ইওরোপের এগারোটা দেশ ‘ইউরো’ নামে অভিন্ন মুদ্রাব্যবস্থা চালু করার ব্যপারে একমত হলো। মিয়ামির সর্বজ্ঞ মাতব্বররা বলে বেড়াচ্ছিল খুব শিগগিরই না কি ফিদেল কাস্ত্রোর পতন অনিবার্য। আর সেরেফ কয়েক ঘণ্টার অপেক্ষা শুধু!

জোয়াও আভেলাঞ্জি ফিফার সিংহাসন ছেড়ে সেখানে যুবরাজ সেপ ব্লাটারকে বসিয়ে গেল। বিশ্ব ফুটবলে ফিফার আমিরশাহিতে ব্লাটার আভেলাঞ্জির বহুদিনের বিশ্বস্ত সঙ্গী। আরহেন্তিনার এককালের স্বৈরশাসক জেনারেল বিদেলা শ্রীঘরে গেল! নিশ্চয়ই ভুলে যাননি, এই লোকটাই কুড়ি বছর আগে আভেলাঞ্জিকে পাশে নিয়ে বিশ্বকাপ উদ্বোধন করেছিল। ওদিকে ফ্রান্সে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল।

এয়ার ফ্রান্সের ধর্মঘট নিয়ে নানান ভজকট অবস্থা তৈরি হলেও শেষ পর্যন্ত পৃথিবীর বত্রিশটা দেশ শতাব্দীর শেষ বিশ্বকাপ খেলতে ফ্রান্সের চোখ জুড়নো সাঁ-দেনিহ্‌ স্টেডিয়ামে হাজির হলো: ইওরোপের পনেরোটা দল, আমেরিকার আটটা, আফ্রিকার পাঁচটা, মধ্যপ্রাচ্য আর এশিয়া থেকে দুটো করে দল খেলল।
তারপর শুধু জয়ের উল্লাস, হেরে যাওয়ার যন্ত্রণার অস্ফুট গোঙানি। এক মাসের লড়াই শেষে আয়োজক ফ্রান্স আর ব্রাজ়িল ফাইনালের দিন তলোয়ার ঘোরানোর সুযোগ ছিনিয়ে নিল। সেই ফাইনালে ব্রাজ়িল ৩-০ হারে। ক্রোয়েশিয়ার সুকের ছ'টা গোল করে তালিকার শীর্ষে ছিল, তারপরেই পাঁচটা করে গোল করে দ্বিতীয় স্থানে ছিল আরহেন্তিনার বাতিস্তুতা আর ইতালির ভিয়েরি। 

লন্ডনের ডেলি টেলিগ্রাফ কাগজে একটা অনুসন্ধানমূলক প্রতিবেদনে লেখা হলো, ম্যাচ চলাকালীন ফুটবলারদের চাইতে সমর্থকদের নাকি বেশি টেস্টোস্টেরন ক্ষরণ হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলোও এমনভাবে মুখ থেকে গ্যাঁজলা তুলতে লাগল যেন ওদের মাঠে নেমে খেলতে হচ্ছে। ব্রাজ়িলের পাঁচবার বিশ্বকাপ জেতার স্বপ্ন পূর্ণ হল না। অবিশ্যি অ্যাডিডাসের পাঁচবার কাপ জেতা হয়ে গেল। সেই ১৯৫৪ সালে তারা জার্মানির হাত ধরে কাপ জিতেছিল, তারপর থেকে এই নিয়ে মোট পাঁচবার তিনটে আঁচড় কাটা লোগোর সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা জিতল। আর জ়িনেদিন জ়িদানকেও পকেটে ভরে রাখায় তারা এবার সেরা খেলোয়াড়ের পুরস্কারের  স্বাদও পেয়ে গেল। চিরশত্রু নাইকির তারকা হোনাল্ডো (রোনাল্ডো) ফাইনালের আগে অসুস্থ হয়ে পড়েছিল। নাইকির ভাগ্যে এবার দ্বিতীয় এবং চতুর্থ স্থান ছাড়া কিছু জুটল না, কেননা ব্রাজ়িল ফাইনালে হারে, আর নেদারল্যান্ডস চতুর্থ স্থান পায়। তুলনায় নাদান কোম্পানি লোত্তো ক্রোয়েশিয়ার ঘাড়ে চড়ে এবার প্রায় অভ্যুত্থান ঘটিয়ে দিল। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তৃতীয় স্থান পাওয়াটা চাট্টিখানি কথা নয়। 
আগের বিশ্বকাপে যেভাবে লস অ্যাঞ্জেলেসের মাঠের ঘাসের চাপড়া টুকরো টুকরো করে বেচে দেওয়া হয় এবারেও সাঁ-দেনিহ্‌র ঘাস-মাটি বেচা হলো। আমার অবিশ্যি বেচার মতো ঘাসের চাপড়া নেই, কিন্তু আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে ফুটবলের কয়েকটা টুকরো ঘটনার কথা বলতে পারি। এই বিশ্বকাপেরই কিছু টাটকা ঘটনা।

আরও পড়ুন- বন্দুকের নলের মুখে অসহায় সাংবাদিক! সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরিয়েছিলেন এই ফুটবলার

তারকা

বিখ্যাত ফুটবলাররাও এক একটা পণ্য, যাদের দেখিয়ে মাল বেচা সহজ হয়। পেলেরা যখন খেলত, তখনকার দিনে ফুটবলাররা শুধু খেলাতেই মনঃসংযোগ করত। কিন্তু মারাদোনার সময়ে টেলিভিশন আর বিজ্ঞাপনের দাপটে ফুটবল-দুনিয়ার আগাপাশতলা বদলে গেছে। মারাদোনা প্রচুর পয়সা নিত, অবিশ্যি ওকে খোয়াতেও হয়েছে বিপুল। দিয়েগো নিজের পায়ের জন্য পয়সা পেত, কিন্তু মূল্য চোকাতে হয়েছিল হৃদয় দুমড়ে।

খরগোশের মতো দাঁত নিয়ে বর্ণসংকর গরিব কিশোর হোনাল্ডোর মধ্যে চোদ্দো বছর বয়সেই ভবিষ্যতের তারকা স্ট্রাইকার হওয়ার সব উপাদান দেখা যেত কিন্তু সে হিউ দে জেনেইরোর বস্তি থেকে ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলতে যেতে পারত না সেরেফ বাসভাড়ার অভাবে। সেই হোনাল্ডোই বাইশ বছর বয়সে ঘণ্টায় এক হাজার ডলার কামায়। আজ্ঞে হ্যাঁ, ঘুমনোর সময়টা ধরেই বলছি। নিজের এই বিপুল জনপ্রিয়তা, টাকাপয়সার ভার, সব সময় সেরা হওয়ার চাপ আর ক্রমাগত বাধ্যতামূলক জয়ের রাস্তায় থাকতে গিয়ে ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালের কয়েক ঘণ্টা আগে তার স্নায়ুতে এমন চাপ পড়ে যে তড়কার মতো হয়ে বেচারা অজ্ঞান হয়ে যায়। লোকে বলে তা সত্ত্বেও না কি নাইকির চাপে সে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হয়। কিন্তু ওই যে বললাম, সেদিন সে শুধুই মাঠে নেমেছিল, খেলতে পারেনি। ফলে তার পায়ে থাকা নাইকির নতুন পণ্য ‘আর-৯’ জুতোর ব্যাবসার ভিতও খুব একটা মজবুত করতে পারেনি। 

দাম

বিংশ শতাব্দীর শেষের দিকে এসে ফুটবল সাংবাদিকেরা বল পায়ে খেলোয়াড়ের নৈপুণ্যের বদলে তারা কত কী টাকাপয়সা পায় সেইসব কথাই ফলাও করে লেখে। ফলে ফুটবলের জন্য বরাদ্দ সংবাদপত্রের কলাম জুড়ে ক্লাবের সভাপতি, ব্যাবসাদার, ঠিকেদার এবং আরও যারা ছিপ ফেলে বসে থাকে, তাদেরই সাতকাহন ছাপা হয়। কিছুদিন আগেও ‘পাস’ বললে এক ফুটবলার পা থেকে অন্য ফুটবলারের পায়ে বল ঠেলা বোঝাত। কিন্তু আজকাল ‘পাস’ বলতে কোনও ফুটবলারের এক ক্লাব থেকে অন্য ক্লাবে বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বোঝায়। ফুটবল তারকাদের পিছনে লগ্নি করে হবেটা কী? ফুটবল সাংবাদিকরা আমাদের মাথায় বোম মারার মতো একালের একগাদা বাজারি শব্দ ছুঁড়ে মারে : ‘অফার’, ‘বেচে দেওয়া’, ‘বাছাই করে কেনা’, ‘সেল’, ‘বায়নানামা’, ‘যথাযথ মূল্যায়ন’, ‘মূল্য হ্রাস’। ১৯৯৮ বিশ্বকাপের সময় দুনিয়া জুড়ে সব টেলিভিশনে যৌথ অনুভূতির জোয়ার বয়ে যায়, যৌথ মানে যত অনুভূতিকে একসঙ্গে ঠুসে দেওয়া যায়- সব। কিন্তু সবটাই ছিল বাণিজ্যমেলার মতো। পায়ের ভবিষ্যৎ নিয়ে ওঠা-পড়া লেগেই ছিল।

আরও পড়ুন- ফুটবলার না হোর্ডিং! জুতোর ফিতে বাঁধার নামে আসলে ব্র্যান্ড দেখাতেই চান খেলোয়াড়রা?

ভাড়া করা পা

ফুটবল সাম্রাজ্যের নতুন সম্রাট সেপ ব্লাটার ১৯৯৫-এর শেষের দিকে ব্রাজ়িলের প্লাকার পত্রিকায় একটি সাক্ষাৎকার দেয়, তখনও সে আভেলাঞ্জির ডানহাত। সাংবাদিক জানতে চেয়েছিল ফুটবলারদের আন্তর্জাতিক ইউনিয়ন সম্পর্কে ব্লাটার কী ভাবছে।

উত্তরে ব্লাটার বলেছিল, "ফিফা তো খেলোয়াড়দের সঙ্গে কথা বলে না। খেলোয়াড়রা তো ক্লাবের কর্মচারি।"

ব্লাটার যদিও খেলোয়াড়দের অবজ্ঞা করে, তবু যেকোনও খেলার ক্ষেত্রে, এমনকী আমাদের মতো যারা মানবাধিকার ও শ্রমের মুক্তির পক্ষে, তাদের জন্যও ভালো খবর আছে। বেলজিয়ামের ফুটবলার জঁ-মার্ক বসমান ওই মহাদেশের সর্বোচ্চ আদালত ইওরোপিয়ান কোর্ট অব জাস্টিসে একটা মামলা ঠুকেছিল। আদালত জানায় ইওরোপের খেলোয়াড়রা চুক্তি শেষ হয়ে গেলে মুক্ত-স্বাধীন হয়ে যাবে।

পরে ব্রাজ়িলে ‘পেলে আইন’-এর দৌলতে ফুটবলাররা ক্লাবগুলোর সামন্ততান্ত্রিক দাসত্বের শৃঙ্খল চুরমার করে দিয়েছে। কিন্তু এখনও বহু দেশে ক্লাবগুলো খেলোয়াড়দের চিরস্থায়ী বন্দোবস্তে পাওয়া সম্পত্তি জ্ঞান করে। বুঝতেই পারছেন, ওইসব ক্লাবগুলো বস্তুত ‘অলাভজনক সংস্থা’র মুখোশের আড়ালে এক একটা বহুজাতিক কোম্পানি।

১৯৯৮-এর বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে এক ফুটবল ম্যানেজার, পাচো মাতুরানা, মন্তব্য করে বসল, "খেলোয়াড়দের কথা কেউ ভাবে না।" যতই খেলোয়াড়রা চুক্তি শেষের পর মুক্ত-স্বাধীন হোক, এটা আস্ত একটা বাড়ির মতো সত্য। বাড়ি কেন বলছি, বলা উচিত পৃথিবীর মতো বড়। একজন পেশাদার ফুটবলার যত উন্নতি করে ততই বাধ্যতামূলক জটিলতায় জড়িয়ে যায়। তার প্রাপ্য অধিকারের চেয়ে অনেক বেশি দায় সামলাতে হয় তাকে। অন্যের ইচ্ছেয় বাঁচতে হয়, একেবারে মিলিটারির অনুশাসনে চলতে হয়, অনুশীলনে দম বের করে দেয় আর তার সঙ্গে অবিরাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তো লেগেই আছে। দিনের পর দিন, আবার তারপরের দিন লাগাতার খেলে যাওয়া। সব সময় দক্ষতার শীর্ষে থাকতে হবে, জিততে হবে, গোল করতে হবে। 
নব্বই বছর বয়সে চিরতরুণ উইনস্টন চার্চিলকে এক সাংবাদিক জিগ্যেস করে তার সুস্বাস্থ্যের রহস্যটা কী? চার্চিল অম্লানবদনে উত্তর দেয়, "খেলা, খেলা! আমি জীবনে কক্ষনও খেলিনি।"

বিজ্ঞাপন

আজকের দিনে যা কিছু নড়াচড়া করে, আর যা যা স্থির থাকে, সবই কোনও না কোনও বাণিজ্যিক বার্তা বহন করে। চলতে ফিরতে সব ফুটবলারই বিজ্ঞাপনের সাইনবোর্ড। কিন্তু ফিফা সাফ জানিয়ে দিয়েছে কোনওরকম দাবির পক্ষে সংহতি জানিয়ে খেলোয়াড়রা কোনও বার্তা শরীরে লাগিয়ে মাঠে নামতে পারবে না। আরহেন্তিনায় ফুটবলের সর্বময় কর্তা খুলিয়ো গ্রন্দোনা ১৯৯৭ সালে আমাদের ফিফার ওই কালাকানুন ফের মনে করিয়ে দিয়েছিল, যখন আরহেন্তিনার কিছু খেলোয়াড় দেশের শিক্ষকদের নিদারুণ বেতন কাঠামোর প্রতিবাদ করে শিক্ষাগুরুদের গ্রাসাচ্ছাদনের জন্য সম্মানজনক বেতনবৃদ্ধির বার্তা নিয়ে মাঠে নামে। খুব বেশিদিন আগের কথা নয়, ফিফা ইংল্যান্ডের রবি ফাউলারকে জরিমানা করেছিল। ফাউলারের অপরাধ ছিল সে জার্সিতে ধর্মঘটি বন্দর শ্রমিকদের পক্ষে স্লোগান লিখে মাঠে নেমেছিল। 

আরও পড়ুন- “জয় অথবা মৃত্যু”! বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলারদের টেলিগ্রাম করলেন মুসোলিনি

শিকড়বাকড়

ফুটবলের ইতিহাসের অনেক বড় বড় তারকাকেও বৈষম্যের শিকার হতে হয়েছে সেরেফ চামড়ার রঙের জন্য। সেরা খেলোয়াড়েরা যে অনেকেই কৃষ্ণাঙ্গ অথবা বর্ণসংকর! সংখ্যাতাত্ত্বিক সমীক্ষাগুলির গড় হিসেব অনুযায়ী, কৃষ্ণাঙ্গ অথবা বর্ণসংকর পরিবারের সন্তানরা বেশিরভাগই অল্পবয়সে অপরাধমূলক কাজে জড়িয়ে যায়। কিন্তু মাঠে নেমে তারা অপরাধ জীবনের কালো ছায়া থেকে বেরিয়ে আসার রুপোলি রেখা খুঁজে পায়। তৎক্ষণাৎ তারা সমষ্টিগত আশার প্রতীকে পরিণত হয়।

ব্রাজ়িলের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যাচ্ছে, তিনজন পেশাদার খেলোয়াড়ের মধ্যে দু'জনই প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোয়নি। এদের মধ্যে বেশিরভাগ, অর্ধেকটাই ধরুন, কৃষ্ণাঙ্গ অথবা বাদামি চামড়ার। যদিও পরের দিকে মধ্যবিত্ত মানুষকেও ফুটবল মাঠে দেখা যাচ্ছে, তবু ব্রাজ়িলের ফুটবলের অন্তরাত্মাটা সেই পেলের যুগের মতোই রয়ে গেছে। মনে নেই, পেলে রেল স্টেশনে চিনেবাদাম চুরি করে খেত!

কালো মানুষ

ক্যামেরুনের এনজান্‌কা প্রায় রক্ষণভাগ থেকে বলটা নিয়ে শেষ আদমশুমারিতে অস্ট্রিয়ায় যত মানুষ ছিল তাদের সব্বাইকে ধুলোয় ফেলে দিয়ে ’৯৮-এর বিশ্বকাপের সবচেয়ে দর্শনীয় গোলটা করেছিল। যদিও ক্যামেরুন বিশ্বকাপে খুব একটা এগুতে পারেনি।

নাইজিরিয়া যখন তাদের আনন্দময় ফুটবলশৈলীতে হিস্পানিদের হারিয়ে দিল এবং প্যারাগুয়ের সঙ্গেও হিস্পানিরা খেলা অমীমাংসিত রাখতে বাধ্য হলো, তখন তাদের দেশের রাষ্ট্রপতি হোসে মারিয়া আজ়নার মন্তব্য করেছিল, "কী হচ্ছেটা কী? এখন তো মনে হচ্ছে আমাদের দলের যেকোনও খেলোয়াড়ের জায়গায় নাইজিরিয়া কিংবা প্যারাগুয়ের কোনও খেলোয়াড়ও খেলতে পারে। খেলাটাকে কোথায় নামাচ্ছে এরা!" তারপরেই যখন নাইজিরিয়া বিশ্বকাপের বাইরে ছিটকে গেল, এক আরহেন্তিনীয় ধারাভাষ্যকার নিদান দিল, "গোটা দলটাই ইটের দেওয়ালের মতো খেলল। একজন খেলোয়াড়ও নিজের মাথাটা ভাবনা-চিন্তার কাজে ব্যবহার করল না।"

ফিফা ‘ফেয়ার প্লে’ পুরস্কার দেয় বটে, কিন্তু তারা নাইজিরিয়ার সঙ্গে ন্যায়বিচার করেনি। তারা সদ্য অলিম্পিকে সোনা জিতেছিল, তবু ফিফা বিশ্বকাপের গ্রুপ বিন্যাসে তাদের প্রাপ্য গুরুত্ব দেয়নি।

আফ্রিকার কৃষ্ণাঙ্গ খেলোয়াড়রা বিশ্বকাপের শুরুর দিকেই ছিটকে যায়, কিন্তু আফ্রিকার নাতিপুতিরা নেদারল্যান্ডস, ফ্রান্স, ব্রাজ়িল এবং আরও অনেক দেশের হয়ে দিব্যি খেলতে থাকে। কোনও কোনও ধারভাষ্যকার মস্করা করে তাদের কালু বলে। সাদা চামড়াকে কিন্তু শ্বেতি-টেতি কিছু বলে না। 

আবেগ

১৯৯৭-এর এপ্রিলে পেরুর রাজধানী লিমায় জাপানি দূতাবাসে হানা দেওয়া গেরিলাদের গুলি করে মারা হলো। পেরুর কমান্ডো বাহিনী যখন দূতাবাসে ঢুকে বেদম আঘাত হেনে গেরিলা বাহিনীকে নিকেশ করল তখন গেরিলা ছেলেগুলো দূতাবাসের উঠোনে ফুটবল খেলছিল। ওদের সর্দারটি, নেস্তোর সেরপা কার্তোলিনি, মারা যাওয়ার সময় নিজের প্রিয় ক্লাব আলিয়ান্সার জার্সি পরে ছিল।

আমাদের লাতিন আমেরিকায় এমন অনেক কিছু ঘটে যার সঙ্গে হয়তো ফুটবলের সরাসরি কোনও সম্পর্ক খুঁজে পাওয়া যাবে না। কোনও উৎসবের হুল্লোড়ে হোক অথবা যখন কোনও জাহাজডুবিতে আমরা সবাই ঘোর শোকে নিমজ্জিত, ফুটবল সব কিছুতেই কোনও না কোনওভাবে আছে। ফুটবল কখনও কখনও আর পাঁচটা বিষয়ের চেয়ে বেশিই প্রাসঙ্গিক। এই ব্যাপারটা কিন্তু কড়া তাত্ত্বিকদের বোঝানো মুশকিল। মানবতার পূজারি অনেক তাত্ত্বিক আবার মানুষের ভিড় কিংবা হৈ-হুল্লোড় একদম পছন্দ করেন না কিনা!

আরও পড়ুন- ১১ জন ফুটবলারকেই পাহাড়ের চুড়োয় দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল হিটলারের দল

লাতিন আমেরিকার লোকজন

মেহিকো ’৯৮-এর বিশ্বকাপে বেশ ভালোই খেলে। প্যারাগুয়ে আর চিলেকেও হজম করা কঠিন ছিল। কলম্বিয়া, জামাইকাও নিজেদের সেরাটা দিয়েছিল। ব্রাজ়িল আর আরহেন্তিনা অবিশ্যি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। খেলবেই বা কী করে, স্ট্র্যাটেজির হাতকড়া পরিয়ে দুটো দলেরই খেলা থেকে আনন্দ আর আবেগের ভাগটা কমতে কমতে একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল। আরহেন্তিনা দলের যাবতীয় প্রত্যাশা আর আর স্বপ্ন গ্রাস করেছিল ওর্তেগাকে। ওর্তেগা মাঠে অসাধারণ, মন ভরিয়ে দেয়। কিন্তু অভিনয়ে একেবারেই আনাড়ি। মাঠে গড়াগড়ি খেয়ে ফাউল আদায় করতে শেখেনি। 

ওলন্দাজ

যদি সত্যি কথা জিগ্যেস করেন, তাহলে লাতিন আমেরিকার দলগুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে নেদারল্যান্ডসের খেলা! কমলা জার্সির ছেলেরা নয়ানাভিরাম ফুটবল খেলেছে। চমৎকার পায়ের কাজ, চটজলদি পাস খেলার ক্ষমতা, বেশ বিলাসী ফুটবল। ওদের ফুটবল শৈলীর বেশিরভাগটাই কিন্তু দক্ষিণ আমেরিকার দান। দক্ষিণ আমেরিকার দান বলছি কেননা ওদের দলে যারা খেলে তাদের একটা বড় অংশই সুরিনাম থেকে দাস হিসেবে আসা মানুষদের বংশধর।

ফ্রান্সে হল্যান্ডের যে দশ হাজার দর্শক এসছিল তাদের মধ্যে একজনও কৃষ্ণাঙ্গ ছিল না। কিন্তু মাঠে ছিল : ক্লাইভার্ট, সিডর্ফ, রাইজ়িগার, উইন্টার, বোখারদে, দাভিদস। দলটার মূল চালিকাশক্তি হলো দাভিদস। ও নিজেও খেলে, অন্যদেরও খেলায়। যেমন গোল করে, তেমনই বারবার ঝামেলাতেও জড়ায়। কালোরা সাদাদের চেয়ে কম রোজগার করবে, এটা দাভিদস কিছুতেই মানতে পারে না। 

ফরাসি

নীল জার্সি পরে যেসব খেলোয়াড় প্রতিটি ম্যাচের আগে ‘লা মার্সেইয়েজ়’-এর সুরে গলা মেলাচ্ছিল তাদের অধিকাংশই অভিবাসী কিংবা অভিবাসীর সন্তান। দুটো গোল করে জাতীয় নায়কের মর্যাদা পাওয়া থুরাম তো বটেই; তাছাড়া অঁরি, দেসেই, ভিয়েরা এবং ক্যারেম্বু-রা আফ্রিকা, ক্যারিবিয়া কিংবা নিউ ক্যালিডোনিয়া থেকে আসা। অন্যরা বেশিরভাগই বাস্ক, আর্মেনীয় কিংবা আরহেন্তিনীয় পরিবারের।

যে জ়িদানকে নিয়ে এত মাতামাতি হলো, সেও আলজিরিয়া থেকে আসা পরিবারের সন্তান। বিশ্বজয়ের দিন গ্যালারিতে জ়িদানের নামে একজন পোস্টার লিখে এনেছিল : "জ়িদান আমাদের রাষ্ট্রপতি।" রাষ্ট্রপতি? ফ্রান্সে আরবের অনেক মানুষের বাস, কিন্তু কোনও আরব-সন্তান কখনও সেদেশের সংসদে যায়নি। মন্ত্রী-সান্ত্রী হওয়া তো দূরের কথা।

বিশ্বকাপ চলাকালীন একটি সমীক্ষায় দেখা যায় দশজনের মধ্যে চারজন ফরাসিই বর্ণবিদ্বেষের সমর্থক। বর্ণবিদ্বেষের বৈশিষ্ট্যই হলো নায়কদের নিয়ে মাতামাতি করা আর অন্যদের খিস্তি দিয়ে ভূত ভাগানো। তাই ফ্রান্স বিশ্বকাপ জেতার পর যেভাবে বিপুল জনতা রাস্তায় নেমে উল্লাস করল, তার সঙ্গে একমাত্র তুলনা করা চলে অর্ধ শতাব্দী আগে জার্মানির হাত থেকে নিষ্কৃতি পাবার দিন মানুষের রাস্তায় নেমে আসার।

মাছ

১৯৯৭ সালে ফক্স স্পোর্টস একটা বিজ্ঞাপনে দর্শকদের ফুটবল দেখতে জ্ঞান দেয় : "দেখুন কীভাবে বড় মাছ ছোট মাছকে গিলে খায়"। বুঝতেই পারছেন, একেবারে বিরক্তিকর মাৎস্যন্যায়ের বিজ্ঞাপন। আমাদের সৌভাগ্য, ’৯৮-এর বিশ্বকাপে একাধিকবার ছোট মাছেরা বড়দের হাড়মাস চিবিয়ে খেয়েছে। ফুটবলে এটাই প্রাপ্তি, জীবনেও।

More Articles