দুই প্রিয় বন্ধু্‌, দুই ভাই, জানা যাক ভারতে আসা অতিথি ৮ চিতার পরিচয়

Cheetah In India: প্রথম স্ত্রী চিতাটির বয়স ২ বছর, সবার চেয়ে ছোটো সেই। ২০২০ সালে নামিবিয়ার গোবাবিসে অপুষ্টিতে ভোগা অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

৭০ বছর আগে চিতা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এই দেশে। অতিরিক্ত শিকার এবং মানুষের জন্য বসতি গড়তে গিয়ে বন্যপ্রাণের জন্য স্থান ক্রমেই সংকুচিত হওয়ার কারণে ভারত থেকে একে একে শুধু চিতা নয়, বহু প্রাণীই বিলুপ্তির পথে। ভারত সরকার ১৯৫২ সালে ঘোষণা করেছিল যে, দেশে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে চিতা। ১৯৪৮ সালে ছত্তিশগড়ের কোরিয়া জেলার শাল বনে শেষ দেখা যাওয়া চিতাটিও মারা যায়। ৭০ বছর পর দেশে আসতে চলেছে ৮ টি চিতা, সৌজন্যে নামিবিয়া।

১৯৭০-এর দশকে ভারত সরকার চিতাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় নামিবিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত করে। সেই চুক্তির প্রেক্ষিতেই চলতি বছরের ২০ জুলাই ভারতকে এই প্রথম আটটি চিতা দান করল নামিবিয়া। এই আটটি চিতাকে বিশেষ বিমানে নিয়ে আসা হচ্ছে নামিবিয়া থেকে। ভারতের অতিথি হতে চলেছে ৩ টি পুরুষ চিতা, ৫ টি স্ত্রী চিতা। এদের মধ্যে দুই পুরুষ চিতার বয়স সাড়ে ৫ বছর। আরেকজনের বয়স সাড়ে ৪ বছর।

আরও পড়ুন- আফ্রিকা থেকে চিতা আসছে বাঘমুখো বিমানে! ভারতের নতুন অতিথিদের নিয়ে যে তথ্য জানতেই হবে

এদের মধ্যে প্রথম ২ জন একই মায়ের সন্তান, অর্থাৎ সহোদর। মা অবশ্য রয়েছে ওজিওরাঙ্গোর একটি রিজার্ভে। সাধারণত, একই মায়ের গর্ভজাত পুরুষ চিতা সন্তানরা সারাজীবনই একসঙ্গে থাকে। আরেকটি পুরুষ চিতার জন্ম হয়েছিল ২০১৮ সালে নামিবিয়ার ইরিন্দির একটি রিজার্ভে। ভারতে আসা চিতাকন্যাদের পরিচয়ে আসা যাক। প্রথম স্ত্রী চিতাটির বয়স ২ বছর, সবার চেয়ে ছোটো সেই। ২০২০ সালে নামিবিয়ার গোবাবিসে অপুষ্টিতে ভোগা অবস্থায় উদ্ধার করা হয় তাকে। কয়েক সপ্তাহ আগেই মারা গিয়েছিল তার মা।

তারপরেই যে স্ত্রী চিতাটি রয়েছে, তার বয়স আড়াই বছর। ইরিন্দির রিজার্ভে ২০২০ সালের এপ্রিলে জন্ম হয়েছিল এই চিতার। আরেকটি স্ত্রী চিতার বয়স ৩ থেকে ৪ বছর। নামিবিয়ার চিতা কনজারভেশন ফাউন্ডেশন (সিসিএফ) এই চিতাটিকে ২০২২ সালেই উদ্ধার করে। অন্য দুই স্ত্রী চিতার বয়স ৫ বছর। এরা দু’জনই আবার ‘বেস্ট ফ্রেন্ড’! ২০১৭ সালে এদের একজনকে অপুষ্টিতে ভোগা অবস্থায় উদ্ধার করেন এক কৃষিজীবী। পরে তাকে উদ্ধার করে সিসিএফ। এরা দু’জন সবসময় একসঙ্গেই থাকে।

আরও পড়ুন- “মাঝেমাঝে আইন তুলতে হয় নিজের হাতেই,” দেশকে যেভাবে ‘সবক’ শেখায় সম্পত দেবীর গুলাবি গ্যাং

এই আটটি চিতারই ভ্যাকসিনেশন প্রক্রিয়া শেষ হয়েছে, প্রত্যেকের গলাতেই স্যাটেলাইট কলারও পরানো রয়েছে। ১১ ঘণ্টার টানা সফর করবে এই চিতারা। দিনের চড়া তাপমাত্রা এড়াতে নামিবিয়া থেকে শুক্রবার মধ্যরাতে প্লেনে তোলা হবে তাদের। বমি বমি ভাব এড়াতে খালি পেটেই চিতারা ভারতে আসবে। জয়পুরে সামান্য থেমে, শনিবারই মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে নিয়ে যাওয়া হবে সবাইকে। সেখানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে জন্মদিনে সাক্ষাৎ হবে চিতাদের। এই অভয়ারণ্যেই এবার থেকে থাকবে চিতারা। তবে নিরাপদে কী না, তা সময়েরই জানা। 

More Articles