নীল পাখি উড়ে গিয়ে চলে এল কুকুর! কেন রাতারাতি টুইটারের লোগো বদল ইলন মাস্কের?

Twitter New Logo Elon Musk : কিন্তু হঠাৎ টুইটারের সাইটে এর ছবি কেন? তাহলে কি কোনওভাবে হ্যাক করা হয়েছে?

১৭ বছর পেরিয়ে গেল। কতকিছু বদলে গেল পৃথিবীর বুকে। আরও আধুনিক হল সভ্যতা। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল সোশ্যাল মিডিয়া শব্দটি। আর সেই ১৭ বছর পর হঠাৎই বদলে গেল সবকিছু। প্রতিষ্ঠালগ্ন থেকেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম হল টুইটার। দেশ বিদেশের নানা খবর, আপডেট, সেলেব্রিটির হাঁড়ির খবর জানা যায়। আর টুইটার মানেই সেই বিখ্যাত নীল পাখি।

নতুন বছরে এসে সেই নীল পাখিই রাতারাতি উড়ে গেল! সাতসকালে টুইটার খোলার পরই সবাই রীতিমতো হতবাক। কেউ কেউ সমানে খতিয়ে দেখছেন, আদৌ ঠিকঠাক সাইট খুলেছেন তো! না, ঠিকই তো! এটা তো টুইটারেরই অ্যাপ, তারই ওয়েবসাইট। তাহলে সুপরিচিত সেই নীল পাখিটি কোথায় গেল? তার জায়গায় হলুদ রঙের একটি কুকুর। বিভিন্ন মিমে, ছবিতে উপস্থিত এই কুকুরের সঙ্গে পরিচিত নেটিজেনরা। কিন্তু হঠাৎ টুইটারের সাইটে এর ছবি কেন? তাহলে কি কোনওভাবে হ্যাক করা হয়েছে?

আজ্ঞে না। কোনও হ্যাক বা সাইবার অ্যাটাক নয়। বরং দীর্ঘ ১৭ বছরের পরিচিত নীল পাখি সত্যি সত্যিই ডানা মেলে উড়ে গিয়েছে টুইটার থেকে। রাতারাতি টুইটারের ‘ব্লু বার্ড’ লোগো বদল করা হয়েছে। তার জায়গায় এসেছে শিবা ইনু কুকুরের মুখ। জাপানের পরিচিত এই কুকুরের প্রজাতিটি এমনিতেই নানা মহলে বিখ্যাত। কিন্তু তার সঙ্গে টুইটারের সম্পর্ক কী, তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক একটি পোস্ট করেছেন। সেখানে মজার ছলেই টুইটারের লোগো পরিবর্তনের কথাটি ঘোষণা করেছেন।

টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই বিভিন্ন পরিবর্তন করে চলেছেন ইলন মাস্ক। কর্মী ছাঁটাইয়ের খবরের জেরেও তিনি লাইমলাইটে থেকেছেন। টুইটারে তাঁর খামখেয়ালি মেজাজ অনেক কর্মীরই অপছন্দের। কাজেই বহু মানুষকে ছাঁটাই করেছেন তিনি। নিয়েছেন একের পর এক নতুন সিদ্ধান্ত। কিন্তু রাতারাতি এভাবে লোগো বদলে যাবে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়ার, সেটা বোধহয় অনেকেই ভাবতে পারেননি। নেটিজেনদের নিশ্চয়ই মনে পড়বে, বিগত বেশ কয়েকদিন আগে এরকমই একটি কুকুরের ছবি দিয়ে পোস্ট করেছিলেন ইলন মাস্ক। সেখানে কুকুরের সামনে লেখা ‘সিইও’। তাহলে কি নতুন প্রধান আসতে চলেছে টুইটারে? জল্পনা তখনও তৈরি হয়েছিল। এই শিবা ইনু কুকুরই তখন ব্যবহার করেছিলেন মাস্ক। আর এবার সরাসরি লোগোতে সেই কুকুর। ব্যাপারটা কী?

টুইটারের এই লোগো পরিবর্তন নিয়ে বেশকিছু সম্ভাবনার কথা উঠে আসছে। তার মধ্যে সবচেয়ে বেশি করে উঠে আসছে ডগিকয়েনের কথা। ডগিকয়েন আদতে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থা। আর সেই সংস্থারই লোগো হিসেবে হাজির থাকে এই শিবা ইনু কুকুরের মুখ। তাহলে কি ডগিকয়েনের সঙ্গে টুইটারের কোনও নতুন চুক্তি হয়েছে? সেরকমই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাদের মতে, টুইটারের বেশ বড় অঙ্কের শেয়ার কিনতে পারে এই ক্রিপ্টোকারেন্সি সংস্থাটি। সেজন্যই নাকি লোগোয় এই বদল। তাহলে কি নীল পাখি পরে ফিরে আসতে পারে? আপাতত এই পুরো বিষয়টি নিয়ে মুখবন্ধ করে রেখেছেন মাস্ক। তবে ডগিকয়েনের শেয়ারের দাম যে ইতিমধ্যেই বেড়ে গিয়েছে, সেটা স্টক মার্কেট দেখলেই বোঝা যায়।

More Articles