শিবাজি থেকে শাহজাহান, চোখের সামনে 'জীবন্ত' ইতিহাস! ভাইরাল এই ঘটনার পেছনে রহস্য কী?

AI Indian Rulers Viral : চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শাহজাহান – প্রাচীন ভারতের ২১ জন বিখ্যাত রাজা, বাদশাহদেরই আধুনিক প্রযুক্তির মাধ্যমেই জীবন্ত করা হয়েছে।

ইতিহাস মানেই সিলেবাসের লম্বা লম্বা প্রশ্ন মুখস্থ, মাথা খারাপ আর ভয়। স্কুলে এই বিষয়টি পড়তে অনেক ছাত্রছাত্রীরই রীতিমতো থরহরি কম্প দিত। মহম্মদ বিন তুঘলক থেকে বাবর, আকবর, অশোক, ছত্রপতি শিবাজি – ভারতের প্রাচীন ইতিহাসের রাজাদের কাহিনিই ছিল একটা সময়ের সঙ্গী। তাঁদের সেই রাজত্ব অবশ্য কয়েকশো বছর আগের। কেমন হবে, যদি সেই রাজারাই একেবারে ঝকঝকে হয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়?

prithwiraj chauhan

পৃথ্বীরাজ চৌহান

সোশ্যাল মিডিয়া আপাতত এই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। আর সেই ‘উত্তর’ দেখেই রীতিমতো উচ্ছ্বসিত নেট নাগরিকরা। চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শাহজাহান – প্রাচীন ভারতের ২১ জন বিখ্যাত রাজা, বাদশাহদেরই আধুনিক প্রযুক্তির মাধ্যমেই জীবন্ত করা হয়েছে। সেই কাজটি করেছেন মাধব কোহলি। তাঁর পরিচয় এআই আর্টিস্ট হিসেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এর আগেও চোখ ধাঁধাঁনো সব ছবি এঁকেছেন তিনি। এবার ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাঁর আয়োজন ‘ইতিহাসের রাজা বাদশাহরা’।

চন্দ্রগুপ্ত মৌর্য, পৃথ্বীরাজ চৌহান, রঞ্জিত সিং, বিন্দুসার, রাজা রাজা চৌল, ছত্রপতি শিবাজি, বাবর, শাহজাহান, জাহাঙ্গির – এরকমই ইতিহাস বিখ্যাত ২১ জন সম্রাটদের নিয়ে তৈরি হয়েছে এই অ্যালবাম। প্রজাতন্ত্র দিবসের দিন নিজের টুইটারে এই ছবিগুলি প্রকাশ করেন মাধব কোহলি। তারপরই ভাইরাল হয়ে যায় এটি। নিখুঁত কাজ, সেইসঙ্গে রয়েছে ইতিহাসের ছাপ, সব মিলিয়ে সত্যিই ঐতিহাসিক হয়েছে এমন ছবিগুলি। অজস্র শেয়ার আর লাইকের ভিড়ে মানুষজনও জানাচ্ছেন, ইতিহাস থেকেই যেন উঠে এসেছে চরিত্রগুলি।

Babur

বাবর

উদাহরণ হিসেবে তাঁরা সামনে এনেছেন শাহজাহান, বাবরের মতো মুঘল আমলের বাদশাহদের কথা। ইতিহাস বলে, মুঘলরা আদতে ভারতীয় নন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন মোঙ্গলীয়। তৈমুর লংয়ের বংশধর বাবরের মুখাবয়বও সেরকমই ছিল। পরবর্তীকালে মুঘল বাদশাহরা ভারতে জন্মান, তাঁরা ভারতীয় সংস্কৃতির মধ্যেই বড় হন। একটু একটু করে মোঙ্গলীয় রক্তে ভারতীয়ত্ব মিশলেও চেহারায় সেই পূর্বপুরুষের ছাপ থেকে যায়। মাধব কোহলি এআই মাধ্যমে ছবি আঁকার সময় সেই বিষয়টিরও খেয়াল রেখেছেন। এর পাশাপাশি চন্দ্রগুপ্ত মৌর্য, শিবাজির মতো ঐতিহাসিক চরিত্রদেরও একেবারে জীবন্ত বলে মনে হচ্ছে।

Akbar

আকবর

ইতিমধ্যেই এই এআই প্রযুক্তি গোটা বিশ্বে একটু একটু করে প্রভাব ফেলছে। বিভিন্ন কাজের ক্ষেত্রে এই অত্যাধুনিক প্রযুক্তি ঢুকে যাচ্ছে। এটি ব্যবহার করে ছবিও আঁকা হচ্ছে। প্রবল শীতের সময় কলকাতা, দিল্লিতে বরফ, তুষারপাতের ভাইরাল ছবিগুলি এই এআই মাধ্যমেই আঁকা। ভবিষ্যতে বিভিন্ন কাজে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, এমনটাই আশা বিজ্ঞানীদের। এআই ছবিও সেখানে নিজের জায়গা করে নেবে বলে আশাবাদী সবাই।

alauddin khilji

আলাউদ্দিন খিলজি

More Articles