সাবধান! দাঁত থেকে মস্তিষ্কে ছড়াতে পারে কঠিন রোগ, আশঙ্কা বাড়াচ্ছে সাম্প্রতিক গবেষণা

Health : স্ট্রেপ্টোকোকাস অ্যাঞ্জিনোসাস নামের এক ব্যাকটেরিয়াটি মুখ থেকে ছড়িয়ে পড়ছে মাথাতেও

মুখের সঙ্গে মাথার যোগ কেবল রসনা তৃপ্তিতেই সীমাবদ্ধ নয়, সেই যোগ রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়াতেও। এর আগেই একটি গবেষণায় মাড়ির সংক্রমণের ও দাঁতের গহ্বরজনিত রোগ এবং মস্তিষ্কের স্ট্রোকের মধ্যে একটি যোগসূত্র খুঁজে পেয়েছিলেন চিকিৎসকেরা। এখন তাতেই নতুন দিশা দেখলেন বিজ্ঞানীরা। আরও স্পষ্ট হল, কীভাবে একটি ব্যাকটেরিয়া মুখ এবং মস্তিষ্ক দুক্ষেত্রেই সমান বিপজ্জনক ক্ষতি ডেকে আনতে পারে। অপরিষ্কার দাঁত এবং দাঁতের অন্যান্য রোগের প্রভাব পড়তে পারে মাথাতেও। ভয়াবহ এই পরিস্থিতি এড়াতে তাই প্রয়োজন দাঁতের যত্ন। সম্প্রতি ডেন্টিস্ট্রি জার্নালে প্রকাশিত একটি নতুন সমীক্ষায়, দাঁতের যত্ন এবং মৌখিক স্বাস্থ্যবিধি উন্নত করার গুরুত্বকে আরও গভীরভাবে প্রকাশ করা হয়েছে।

কিন্তু কী এই ব্যাকটেরিয়া? ইউনিভার্সিটি অফ প্লাইমাউথ এবং ইউনিভার্সিটি হসপিটালস প্লাইমাউথ এনএইচএস ট্রাস্টের একটি দল ইতিমধ্যেই গবেষণায় দেখেছে যে মুখের সংক্রমণের কারণ হিসাবে পরিচিত ব্যাকটেরিয়া ডেকে আনছে মস্তিষ্কের ফোঁড়ার মতো সম্ভাব্য হুমকি। এমনকী এতে জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সংক্রমণ নির্ণয় এবং চিকিৎসা করা প্রয়োজন, নচেৎ বিপদ আরও ভয়ানক হতে পারে।

আরও পড়ুন : মাড়ি হোক বা দাঁত, সামান্য অচেতন হলেই যে রোগগুলি বাসা বাঁধবে…

মাথাব্যথা, জ্বর, খিঁচুনি, বমি বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া, দৃষ্টিশক্তির পরিবর্তন সহ আরও একাধিক উপসর্গ লক্ষ্য করা যায় এক্ষেত্রে। গবেষণার প্রধান লেখক ডক্টর হলি রায় বলেছেন, মস্তিষ্কের ফোঁড়ার অনেক সম্ভাব্য কারণ থাকতে পারে, সংক্রমণের উৎস বেশিরভাগ ক্ষেত্রেই অজানা থাকে। কিন্তু এই মুখের ব্যাকটেরিয়া থেকে মাথার সংক্রমণের হদিশ পাওয়ায় পরিবর্তন আসতে চলেছে চিকিৎসাশাস্ত্রেও।

সম্প্রতি হসপিটালস প্লাইমাউথে ৮৭ জন রোগী ভর্তি হন মস্তিষ্কের সমস্যা নিয়ে। এদের চিকিৎসা করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। স্ট্রেপ্টোকোকাস অ্যাঞ্জিনোসাস নামের এই ব্যাকটেরিয়াটি মুখ থেকে ছড়িয়ে পড়ছে মাথাতেও সেকথাও জানতে পারেন তারা। এরপর থেকেই কীভাবে মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখা যায় সে দিকে কড়া নজরদারির কথা জানানো হয়েছে। দাঁত ব্রাশ করা থেকে শুরু করে খাবারে চিনি কম ব্যবহার সংক্রান্ত নানা কিছু উঠে এসেছে আলোচনায়। দাঁত ভালো রাখতে ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে দিনে দুবার করে ব্রাশ করার কথা বলেছেন চিকিৎসকেরা। দাঁতের মাঝখানে আটকে থাকা অতিরিক্ত খাবার থেকে যাতে জীবাণু সৃষ্টি হতে না পারে তাই এই ব্রাশ ব্যবহারের কথা বলেন তাঁরা।এছাড়াও নিষেধ জারি করা হয় ধূমপানে। সীমিত করা হয় অ্যালকোহল এবং চিনি খাওয়ার পরিমাণও। বিষয়টা শুনতে খানিক অবাক লাগলেও দাঁত থেকেই রোগ মাথায় চড়তে পারে তা আর বুঝতে বাকি থাকে না। তাই সুভশ্র শীঘ্রম, যত্ন নিন দাঁতের। মুখ হাসলেই মাথা থাকবে বহাল তবিয়তে!

More Articles