জলপ্রপাতের শহর যেতে মাত্র ৭ ঘণ্টা! হাওড়া থেকে নয়া ২ বন্দে ভারত যাবে যে গন্তব্যে...
Howrah Patna and Ranchi Vande Bharat Express: ১১ রাজ্যের জন্য মোট ৯ টি বন্দে ভারত ট্রেন রওনা দিতে প্রস্তুত!
দেশ জুড়ে ছুটবে বন্দে ভারত। প্রাথমিক পর্যায়ে এক একটি রাজ্যের এক একটি স্টেশন থেকে বন্দে ভারতের সূচনা হচ্ছিল। এবার একযোগে মোট ১১ টি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করছেন মোদি। ২৪ সেপ্টেম্বর, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মোট ১১টি রাজ্যকে জুড়ছেন বন্দে ভারত ট্রেন দিয়ে। বিশেষত ধর্মীয় ও পর্যটন স্থানগুলিকেই বন্দে ভারতের এই রেলযোগে সংযুক্ত করা হচ্ছে। এই ১১ রাজ্যের জন্য মোট ৯ টি বন্দে ভারত ট্রেন রওনা দিতে প্রস্তুত! কোন কোন ১১ রাজ্যকে জুড়তে চলেছে এই বিশেষ ট্রেন?
নয়টি বন্দে ভারত ট্রেন রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাত- এই ১১ টি রাজ্যকে জুড়বে। এই রাজ্যগুলির মধ্যে দ্রুত রেলসংযোগের ফলে যাত্রীদের সফরের সময় বেশ অনেকখানি কমে যাচ্ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনগুলিকে পতাকা নেড়ে রওনা করবেন প্রধানমন্ত্রী।
নতুন এই বন্দে ভারত ট্রেনগুলির রুট কী হতে চলেছে? উদয়পুর-জয়পুর; তিরুনেলভেলি-মাদুরাই - চেন্নাই; হায়দরাবাদ - বেঙ্গালুরু; বিজয়ওয়াড়া - চেন্নাই (রেনিগুন্টা হয়ে); পটনা - হাওড়া; কাসারগোড - তিরুবনন্তপুরম; রাউরকেলা - ভুবনেশ্বর - পুরী; রাঁচি - হাওড়া; এবং জামনগর-আহমেদাবাদ, এই পথেই চলবে বন্দে ভারত।
সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই ট্রেনগুলি সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত করবে। কম সময়ে আরামদায়ক যাত্রার লক্ষ্যেই একসঙ্গে এতগুলি বন্দে ভারতের উদ্বোধন। বন্দে ভারত ট্রেনগুলি এই রুটের দ্রুততম ট্রেন হতে চলেছে। স্বাভাবিক ভাবেই আন্তঃরাজ্য যাতায়াতে যাত্রীদের যথেষ্ট সময় বাঁচাতে সাহায্য করবে বন্দে ভারত।
আরও পড়ুন- কল্পতরু রেল! বন্দে ভারত মেট্রো কবে আসছে?
রাউরকেলা-ভুবনেশ্বর-পুরী এবং কাসারগোড-তিরুবনন্তপুরম রুটে বর্তমানে যে দ্রুততম ট্রেন চলে তার তুলনায় আরও ৩ ঘণ্টা সময় কম নেবে বন্দে ভারত ট্রেনগুলি। হায়দরাবাদ – বেঙ্গালুরুর পথেও যাত্রীদের ২.৫ ঘণ্টার বেশি সময় বাঁচবে। তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই যাত্রীরা আগের থেকে ২ ঘণ্টা কম সময়েই যাত্রা সাঙ্গ করবেন।
রাঁচি - হাওড়া এবং পাটনা - হাওড়া এবং জামনগর-আমেদাবাদের মধ্যে ভ্রমণের সময়ও প্রায় এক ঘণ্টা কমে যাচ্ছে৷ উদয়পুর-জয়পুরের মধ্যে সফরের সময়ও আধঘণ্টার মতো কমছে। রাউরকেলা-ভুবনেশ্বর-পুরী এবং তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই ট্রেনগুলি পুরী এবং মাদুরাইয়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় শহরগুলি জুড়ছে।
এছাড়াও, বিজয়ওয়াড়া - চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস রেনিগুন্টা হয়ে যাতায়াত করবে ফলে তিরুপতি তীর্থযাত্রীদের অনেকটা সুবিধা হবে।
কবচ প্রযুক্তি সহ বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং উন্নত নিরাপত্তা পরিকাঠামোয় গড়ে তোলা এই ট্রেনগুলি সাধারণ মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী এবং পর্যটকদের জন্য খুবই কাজে আসতে চলেছে বলে দাবি রেলের। বেসরকারিকরণের খাঁড়া, হকার উচ্ছেদের কৌশলের মাঝে, একইসঙ্গে দ্রুত এবং আরামদায়ক ভ্রমণের জন্য আগামী দিনে বন্দে ভারতই দেশের আম আদমির ভরসা হতে চলেছে, মনে করছে মোদি সরকার।