বহতা গুঞ্জারী কহে… : জয়দীপ চট্টোপাধ্যায়

Bengali Novel: ক্রমশ উন্মোচিত হল তার সিক্ত পোশাকে আবৃত নারীত্ব। একে একে দৃশ্য গোচর হল তার জল সপসপে কলেবর– বক্ষ, কটিদেশ, নিতম্ব। পুষ্করিণী থেকে উঠে আসছে ধীরা যক্ষিণী।

বয়ে যায় অনার্যা নদী   অর্জুন, শাল, আসান, নাগকেশরের শাসন অথবা আশ্রয়ে ঘন এই গভীর অরণ্যভূমির শরীর স্পর্শ করে বয়ে যায় অনার্যা নদী– গুঞ্জারী। বর্ষায় তার মলের শব্দ আরও কাছ থেকে এবং স্পষ্ট শোনা যায়। সে তখন আর সাবধানে পা ফেলে চলে না, লোকচক্ষু এড়িয়ে দ্রুত টাল-সামলে হাঁটে না কাঁকড়-মাটির এবড়ো-খেবড়ো বুকের ওপর দিয়ে। তখন সে কখনও শিহরিত, কখনও আত্মহারা, কখনও মাতাল, কখনও সর্বনাশী। কোটরা আর চিত্রা হরিণের দল, সম্বর অথবা গৌররা নিজেদের বিচরণভূমি বদলে নেয়। বাঘেরাও মিষ্টিজলের খোঁজে অন্য কোথাও গিয়ে মুখ ডুবোয়। যাদের অভিজ্ঞতা আছে, দূরে সরে যায়, চলে যায় বনভূমির অন্য প্রান্তে। ডোঙ্গরিয়া কন্ধ জনজাতির সন্তানরা অন্য সময়ে এই নদীকে গ্রাহ্য করে না, হেঁটে পার হয়। গোরু-মোষ চড়াতে আসে। বুনো হাঁস, বন-মোরগ, বুনো শুয়োর, খরগোশ মেরে নিয়ে যায়। মাঝে নদী পার করে জঙ্গলের দিকে যায় মধু, ভেষজ উদ্ভিদের পাতা আর শেকড়-বাকর সংগ্রহ করতে। কেউ কেউ যায় জ্যান্ত সাপ ধরতে। মাঝে মাঝে জ্যান্ত সাপের চাহিদা বাড়ে– অন্য অঞ্চল থেকে ঠিকেদার এসে বাক্স বোঝাই সাপ নিয়ে যায়, চালান যায়…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles