ণ-ওয়ালা বানান ভুল থেকে চিরতরে মুক্তি! কীভাবে?
Common Bengali Spelling Mistakes: বিদ্যাসাগরের সংস্কৃত ব্যাকরণের বইটি লেখা-হওয়ার আগে ব্যাকরণ শিখতে অনেক সময় লাগত
রামমোহন রায় যত্ন করে বাংলা ভাষার একটি ব্যাকরণ গ্রন্থ রচনায় হাত দিয়েছিলেন। তবে সেই ব্যাকরণ বইটির প্রকাশ দেখে যেতে পারেননি। তার আগেই বিলেতে মারা গিয়েছিলেন। তাঁর প্রয়াণের পর স্কুল বুক সোসাইটির তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছিল ‘গৌড়ীয়ভাষা ব্যাকরণ’। রামমোহনের এই ব্যাকরণ বইটিতে বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার পার্থক্য কোথায় তা নির্দেশ করা হয়েছিল। রামমোহন লিখেছিলেন, "গৌড়ীয়েরা সংস্কৃত ব্যাকরণ অনুসারে তাঁহাদের অক্ষর সকলকে ৩৪ হলে এবং ১৬ স্বরে বিভক্ত করিয়াছেন, কিন্তু ইহার মধ্যে অনেক অক্ষর গৌড়ীয় ভাষাতে উচ্চারণে আইসে না, কেবল সংস্কৃত পদের ব্যবহার ভাষায় যখন করেন, তখন ঐ সকল অক্ষরকে লিখিবার প্রয়োজন হয়।" এই বর্ণগুলির মধ্যে ‘ণ’ পড়ে। রামমোহন লিখেছিলেন, "ণ য় ব ষ ঋ... ৯... এই কয় অক্ষর সংস্কৃত পদ ব্যতিরেকে গৌড়ীয় ভাষায় প্রাপ্ত হয় না।" রামমোহনের এই পর্যবেক্ষণ যথার্থ, সংস্কৃত পদ বাংলায় ব্যবহার করলে নিয়মানুসারে ‘ণ’ লিখতে হবে। বাংলায় উচ্চারণ না থাকলেও বাংলা লেখায় ‘ণ’ আছে। কিন্তু কোথায় ‘ণ’ হবে? কোথায় ‘ণ’ হবে না? যার মাধ্যমে এসব শেখা যায় সে নিয়মগুলিকে একত্রে ‘ণ-ত্ব বিধান’ বলা হয়। সে নিয়ম খাটবে সংস্কৃত…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
