রাশিয়া পারেনি, চাঁদ জয় করে কিস্তিমাত ভারতের!

Chandrayaan 3 Landing: চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করল চন্দ্রযান ৩।

অবশেষে স্বপ্নপূরণ। চাঁদের মাটি ছুঁয়ে ফেলল ভারত। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা রইল দিনটি। চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করল চন্দ্রযান ৩। গতবার ধারেকাছে পৌঁছেও সাফল্য পায়নি চন্দ্রযান ২। চাঁদের একেবারে কাছে এসে আছড়ে পড়েছিল সেটি। ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল চন্দ্রযান ২, ভেঙে গিয়েছিল স্বপ্ন। হতাশার যন্ত্রণা সরিয়ে বিজ্ঞানীরা মন দিয়েছিলেন তৃতীয় চন্দ্রাভিযানের প্রস্তুতিতে। অবশেষে সেই পরিশ্রমের ফল মিলল হাতে হাতে।

আরও পড়ুন: চন্দ্রযান ৩-র সাফল্যের চাবিকাঠি লুকিয়ে শেষ ১৫ মিনিটেই! কেন জরুরি ‘সন্ত্রাস’-এর এই ১৫ মিনিট?

সমস্ত দেশবাসীর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বুধবার সন্ধে ৬টা ০৪ মিনিটে চাঁদে পা রাখল ভারত। এর আগে চাঁদের মাটিতে আমেরিকা, রাশিয়া ও চিন পা রেখেছে বটে। সেই হিসেবে ভারত চতুর্থ স্থানে বটে। তবে চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে পা রাখেনি কোনও দেশ। আর সেদিক থেকে ইতিহাস গড়ল ভারত।

 

২০২৩ সালের সবচেয়ে চর্চিত বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল এই চন্দ্রযান ৩। ২০১৯ সালে মুখ থুবড়ে পড়েছিল মুন মিশন। ওই বছর চাঁদের মাটিতে যে উপগ্রহখানা পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, তা যান্ত্রিক গোলযোগের কারণে আছড়ে পড়েছিল চাঁদের মাটিতে। ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সেই চন্দ্রযান ২-এর অরবিটারের সঙ্গে কক্ষপথে ঘুরতে ঘুরতে মুলাকাতও হয়ে গিয়েছে চন্দ্রযান ৩-এর বিক্রমের। দ্বিতীয় চন্দ্রাভিযানের ব্য ভুল থেকে শিক্ষা নিয়েই এই অভিযানের প্রস্তুতি নিয়েছিল ভারত। সেই ঝুঁকির কথা মাথায় রেখে এ বার আগেভাগেই সতর্কতা নিয়েছিল ইসরো। জানিয়ে দেওয়া হয়েছিল, অনুকূল পরিস্থিতি না পেলে বুধবার অবতরণ না-ও সম্ভব হতে পারে। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দেয় চন্দ্রযান ৩। গত ৫ অগস্ট তা পৌঁছেও গিয়েছে চাঁদের কক্ষপথে। প্রাথমিক ভাবে বুধবার সন্ধে পৌনে ছটায় অবতরণের কথা ছিল চন্দ্রযান ৩-র। তবে পরে সেই সময় পিছোয় ইসরো। জানায় পৌনে ছ'টার পরিবর্তে সন্ধে ৬টা ৪ মিনিট নাগাদ অবতরণ করবে চন্দ্রযান ৩। এর মধ্যেও ছিল অনেক অনিশ্চয়তার ভ্রূকুটি।

আরও পড়ুন: চাঁদ ছুঁতে কয়েক ঘণ্টা! কেন তীরে এসে তরী ডুবেছিল চন্দ্রযান ২-এর?

সেইসমস্ত জল্পনার মধ্যেই চাঁদের মাটিতে পা দিল চন্দ্রযান ৩। চাঁদের মাটি ছোঁয়ার ওই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় টিভির পর্দায় চোখ রেখেছিল অসংখ্য দেশবাসী। তার মধ্যেই চাঁদের মাটি ছুঁয়ে ফেলল চন্দ্রযান ৩। পূরণ হল স্বপ্ন। দেশ জুড়ে আনন্দের ঢল। গোটা অবতরণের সময় ভার্চুয়ালি সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবতরণ সফল হতেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। শুভেচ্ছা জানালেন দেশবাসীকে।

সাফল্যের পর খুশির ঢল ইসরোর অন্দরেও। ইসরোর প্রধান এস সোমনাথ সেই আনন্দ ভাগ করে নেন তাঁর ভাষণে। পরিচয় করে দেন অন্যান্য কুশলীদের সঙ্গে। ইসরোকে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে নাসা। আর এরই সঙ্গে বিশ্বের দরবারে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক অন্য জায়গায় পৌঁছে গেল ভারতে। চাঁদ তো সে জয় করলই, তার সঙ্গেই চাঁদের কুমেরু জয় করে এক অন্যতর ইতিহাস গড়ে ফেলল তৃতীয় বিশ্বের দেশ ভারত।

More Articles