গাড়ির কালো ধোঁয়ায় আমার শ্বাস নিতে কষ্ট হয়!

Children's Day 2024: আম্মুকে কী করে বুঝাই যে আমার গাড়ির হর্ন আর রাস্তার জ্যাম ভালো লাগে না।

আমার এখন আর বাইরে বেরোতে বেশি ভালো লাগে না। ঘরই আমার পছন্দ। এটা নিয়ে বাবা আর আম্মু প্রায়ই আমাকে কড়া কথা শোনায়। আমার আম্মু বিকেল বেলা হাঁটতে ভালবাসেন। বাবা তখন অফিসে। অনেক সময় ইচ্ছে না থাকলেও আমি হাঁটতে বের হই। আমাদের বাসাটা ঢাকার গ্রিনরোডের ঠিক পাশে, ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠাল বাগানে।

আমরা বের হয়ে গ্রিন রোডের দিকটা হয়ে ধানমণ্ডিও যাই মাঝে মধ্যে। আম্মু আমাকে মজার মজার খাবারের লোভ দেখিয়ে নিয়ে যায়। কিন্তু বিশ্বাস করো আমার এখন আর বাইরে হাঁটতে ভাল লাগে না। বাইরে এত আওয়াজ। গাড়ির হর্ন বেজে যাচ্ছে তো যাচ্ছেই। আশপাশে যে হাসপাতাল, স্কুল আর আমরা ছোটরা আছি সেটা মনে হয় ওরা ভুলে যায়। আমার কান বন্ধ হয়ে আসে। মাথা ব্যাথা শুরু হয়ে যায়। আর রাস্তা জুড়ে জ্যাম। আমাদের ঢাকা শহরে হাঁটার জায়গা কোথায়?

আরও পড়ুন- দেশে বড়রা এত ঝগড়া, মারামারি কেন করে?

সকালে স্কুলে যাবার পথে আমি আর বাবা রিকশা করে যাই। কিন্তু কিছু দূর যাওয়ার পরই দেখি জ্যাম। স্কুলের সময় হয়ে যায় তাই রিকশা থেকে নেমে আমরা হেঁটেই যাই বাকি পথ। কিন্তু আমাদের স্কুলে যাওয়ার পথে রাস্তার ওপরে এত দোকান যে ঠিক মতো হাঁটতে পারি না। অনেক কষ্টে ভিড় ঠেলে স্কুলে যাই।

স্কুল বন্ধ থাকলে আর স্কুল থেকে ফিরলে আম্মু যখন বলে, "চল হাঁটতে যাই, বিকেলে হাঁটলে ভালো লাগবে, তোকে পিৎজা খাওয়াব। তখন আম্মুকে কী করে বুঝাই যে আমার গাড়ির হর্ন আর রাস্তার জ্যাম ভালো লাগে না। গাড়ির কালো ধোঁয়ায় আমার শ্বাস নিতে কষ্ট হয়!

তোমরা যারা বড় তারা আমাদের এই কষ্টটুকু বুঝতে চেষ্টা করো। আমি চাই আমার শহর সুন্দর হোক। পরিবেশ সুন্দর হোক। আমি বিকেলে হাঁটতে যেতে চাই। স্কুলে যাওয়ার পথে হাঁটার ফুটপাত পরিস্কার পরিচ্ছন্ন চাই। আমার এই ইচ্ছে পূরণ হলেই হবে, আর কিছু না।

 

রূপকথা তারিক জারা
চতুর্থ শ্রেণি
ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল
ঢাকা, বাংলাদেশ

(শিশুর ছবি পরিবারের সম্মতিক্রমে ব্যবহৃত)

More Articles