ঝান্ডা, ডান্ডা, ঠান্ডা কোথাও কিন্তু 'ণ' নেই, কেন?

Common Bengali Spelling Mistakes: lantern এই শব্দটি ভেঙে বদলে হয়েছে লন্ঠন। সংস্কৃতের কৌলীন্য তার নেই।

‘ট, ঠ, ড, ঢ, ণ । জিভ গিয়ে ধাক্কা দিচ্ছে মূর্ধায়। ধাক্কা বলা যায়, স্পর্শও কি বলা চলে? ধাক্কা আর স্পর্শ দুয়ের মধ্যে মাত্রাগত পার্থক্য আছে। স্পর্শ নরম। ধাক্কা তত নরম নয়। স্পর্শের থেকে প্রবল হলো ধাক্কা। স্পর্শে আদর থাকে, ধাক্কায় আদর থাকে না – আঘাত থাকে।’ যেই এতটা অবধি রেকর্ড করেছি ঠিক তখনই রেকর্ডের দফা-রফা করে রূপচাঁদের প্রবেশ। সশব্দ, তড়িৎগতি, ছটফটে রূপচাঁদ। সে আবার সবকিছু ক্রিকেট দিয়ে ভাবে। বলল, "স্পর্শ ধাক্কা দুই জরুরি। একটা বল অফস্টাম্পের বাইরে দিয়ে কেটে যাচ্ছে। যেতে যেতে যদি ব্যাটের ফেস একটু ঘুরিয়ে আলতো করে স্পর্শ করো তাহলে ক্ল্যাসিক লেট-কাট। বল অবধারিত বাউন্ডারির বাইরে। আর যাকে বলছো ধাক্কা তা বরাদ্দ শর্ট-পিচ বলের। গলা ধাক্কা দিয়ে মাঠের বাইরে।" বললাম, "এই তো ঢুকলে তাহলে আমার কথা শুনলে কখন?" রূপচাঁদ সবজান্তার হাসি হাসল। আমি ওকে পাত্তা না দিয়ে রেকর্ডার অফ করে বললাম, "শোনো। এই যে ট, ঠ, ড, ঢ, ণ এর উচ্চারণ স্থান মূর্ধা। জিভ মূর্ধায় ধাক্কা দিয়ে বাতাস আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ধাক্কা, তবে তুমি…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles