গোবরই বিকল্প, তাই দিয়েই লেপা হল গাড়ি! কেন এমন আজব কাণ্ড ঘটানো হল?
Coats Entire Car with Cow Dung : এবার এসি ছাড়াই ঠান্ডা থাকবে গাড়ি! গোবর লেপা গাড়িতে তাক লাগলেন এই ব্যক্তি
“এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি!” বিখ্যাত এই গানের সূত্রে ধরেই মিলে যায় আজকের বহু কিছু। বর্তমান সময় দাঁড়িয়ে স্বাভাবিকের বাইরে গিয়ে নতুন কিছু করা মানেই সে ভাইরাল। নেট দুনিয়ায় একবার ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে। এও যেন এক নেশা, ভাইরাল হওয়ার নেশা। অথবা সত্যিই কিছু অন্যরকম করে দেখানো। তবে এই অভিনব ঘটনাটি যে কেবল একজন ঘটিয়েছেন এমন নয়, ইতিমধ্যেই নেট মাধ্যমের দৌলতে সামনে এসেছে একাধিক উদাহরণ। কী বিষয়টি?
তীব্র গরমে এমনিতেই পরিস্থিতি হাতের বাইরে। ঘিরে ঘরে এখন এসি মেশিন লাগানোর ধুম। বাড়ির পাশাপাশি গাড়িতেও এসি ছাড়া এখন চলা দায়! ঠিক এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এসির বিকল্প হিসেবে অভিনব এক ঘটনা ঘটিয়েছেন কেউ কেউ। নেট মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেইসব। এই তালিকায় বাংলার বাসিন্দাও আছেন।
This homeopathy doctor coated his car with cow dung to keep his car cool.
— MrsG (@Marvellous_MrsG) April 24, 2023
No AC, go organic !
*Ye technique India se bahar nahin jaani chahiye * pic.twitter.com/bhzrtnC4dW
এ যেন কোনও এক তেপান্তরের পাড়া গাঁয়ের কোনও মাটির বাড়ির দেওয়াল। গরমকাল এলেই গোবর লেপে দেওয়া হয় দেওয়ালে। তাতেই শান্তি। নিমেষে ঘরে নেমে আসে ঠান্ডা আমেজ। এবার সেই একই কাজ করা হল আধুনিক মডেলের গাড়ির ওপরও আর পাঁচটা পরিচিত চার চাকা গতির মতোই দেখতে একটা গাড়ি। পার্থক্য কেবল গাড়ির বাইরের অবয়বে। চকচকে কাঠামো বদলে গিয়েছে, সারা দেওয়ালে লেওয়ে দেওয়া হয়েছে গোবর! তীব্র গরম থেকে বাঁচতেই নাকি অভিনব ব্যবস্থা।
আরও পড়ুন - টকজলের বদলে পাকা আমের কাথ! অভিনব আম-ফুচকার বহরে চোখ কপালে উঠবে আপনারও
যদিও নেট মাধ্যমে এই ঘটনা সামনে আসার পর অনেকেই কটাক্ষ করেছেন। তবে তাতে বিজ্ঞানের অথবা গাড়ির মালিকের কিছুই যায় আসে না। এই ঘটনায় যে হাতে নাতে ফল পেয়েছেন এমনটাই জানিয়েছেন তিনি। সম্প্রতি টুইটারে সেই ছবি সামনেও এনেছেন তিনি। মধ্যপ্রদেশের একজন হোমিওপ্যাথিক ডাক্তার, নাম সুশীল সাগর তার Maruti Suzuki Alto 800-এ গোবর লেপে গাড়িটি ঠান্ডা রাখার চেষ্টা করেছেন। পাশাপাশি একই রকমভাবে গাড়ির বাইরের দেওয়ালে গোবর লেপে বিকল্প এসির ব্যবস্থা করেছেন হিন্দমোটরের সুভাষ দাসও।
বর্তমান সময় দাঁড়িয়ে তেলের খরচ এতটাই ঊর্ধ্বমুখী যে পাশাপাশি এসির খরচ টানা কার্যত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে এই বিকল্প এসির ব্যবস্থা গাড়িটিকে অভিনব করার পাশাপাশি পকেটের সঙ্গেও সমঝোতা করতে সক্ষম, বলেই দাবি গাড়ির মালিকের। এর ব্যাখ্যা মেলে বিজ্ঞানেও। এর কারণ হল গোবর একটি ভালো তাপ নিরোধক। তাই গাড়ির বাইরের দেওয়ালে গোবরের আবরণ গাড়ির ভিতরের শীতাতপ নিয়ন্ত্রণ ইউনিটকে আরও ভাল কাজ করতে সক্ষম করে।

Whatsapp
