সদ্য হওয়া মায়েদের জীবন শেষ করছে যে ভয়াবহ রোগ

Postpartum Depression : প্রসবের সময় যদি দীর্ঘ হয় আর প্রসবযন্ত্রণা যদি অস্বাভাবিক বেশি হয়, সেক্ষেত্রেও বাড়ে পিপিডির সম্ভাবনা।

“প্রথম বাচ্চাটা হওয়ার পর থেকেই ভীষণ একা লাগত আমার। শ্বশুরবাড়ির পরিবেশ যত দিন যাচ্ছে, ততই খারাপ হচ্ছে। আর আমি আরও যেন একা হয়ে যাচ্ছি। মাঝেমধ্যেই মনে হতো যেন মরে যাই। আর পারছিলাম না। প্রথমবার মা হওয়ার আড়াই থেকে তিন বছরের মাথায়, একবার বাচ্চা সহ নিজেকে শেষ করার চেষ্টা করেছিলাম। কেবল বাচ্চাটার মুখ চেয়ে পারিনি।” ইনস্ক্রিপ্টের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময়ে কান্নায় ভেঙে পড়েছিলেন শর্মিলা (নাম পরিবর্তিত)। সন্তান জন্ম দেওয়ার পর ছয় থেকে আট সপ্তাহ যে সময়টা, একে বলে পোস্টপার্টাম পিরিয়ড বা প্রসব-পরবর্তী সময়। তবে পোস্টপার্টাম পিরিয়ড কিছু কিছু ক্ষেত্রে ছয় মাস অবধিও থাকতে পারে। আর এই পোস্ট-পার্টাম পিরিয়ডে সদ্য হওয়া মায়ের শরীরে বেশ কিছু পরিবর্তন আসে, যার অনেকটাই খুব সহজে চোখে পড়ে। কিন্তু শরীরের পাশাপাশি মনে, বা আরও ভালো করে বললে মায়েদের মানসিক স্বাস্থ্যেরও তুমুল পরিবর্তন হয় এই সময়ে। বদল হয় হরমোন আর নিউরোকেমিক্যালের মাত্রা ও তাদের কাজে। যার প্রভাব গিয়ে পড়ে মায়েদের মস্তিষ্কে। আর খুব স্বাভাবিকভাবেই সেই বদলের প্রতিফলন ঘটে তাঁদের মনে, তাঁদের আচারে-ব্যবহারে। যে পরিবর্তনগুলো অধিকাংশ ক্ষেত্রেই অধরা রয়ে…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles