চোখের নীচে মেসিদের গোলকিপারের ঘুষি, তারপরও দুটো গোল, কতটা গুরুতর রোনাল্ডোর চোট?

Cristiano Ronaldo Injury PSG vs Riyadh : জোরালো ঘুষি সরাসরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাঁ চোখের নিচে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি...

প্রথমার্ধেই গর্জে উঠল স্টেডিয়াম। যে দুই মহাতারকাকে দেখার জন্য সবাই হাপিত্যেশ করে বসেছিলেন, তাঁরা এলেন। দেখলেন। এবং, জয়ও করলেন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহাতারকা বহুদিন পর একে অন্যের মুখোমুখি। এল ক্লাসিকোর সেই দ্বন্দ্ব, সেই চোখে চোখ রেখে লড়ে যাওয়া – যে দৃশ্যগুলি এতদিন মিস করছিলেন আপামর ফুটবল দর্শক। ১৯ জানুয়ারির রাতে আরবের মাঠে পিএসজির মুখোমুখি হয়েছিল রিয়াধ সিজন একাদশ। তারই অধিনায়ক ছিলেন রোনাল্ডো। নতুন দল আল নাসেরের হয়ে যে ফর্মে ফিরবেন, তারই যেন ইঙ্গিত দিয়ে রাখলেন এই ম্যাচে।

কিন্তু সেই আলো ঝলমলে রাতেই খানিক কালো মুহূর্ত উঠে এল। প্রথমার্ধ শুরু হয়েছে তখন। তারকাখচিত আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম। ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় নেইমারের লব পাস থেকে দুরন্ত গোল করলেন লিওনেল মেসি। রণডঙ্কা বাজারই অপেক্ষা ছিল। বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন ম্যাচের হাল ধরলেন মেসি। তারপরই আক্রমণের ঝাঁঝ বাড়াল রিয়াধ একাদশ। রোনাল্ডোও তেড়েফুঁড়ে উঠলেন।

ronaldo navas injury

গোলকিপার নাভাসের ঘুষি খেয়ে কাতরাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

৩৪ মিনিটের মাথাতেই এল সেই মুহূর্ত। পিএসজির বক্সে আক্রমণ শানাচ্ছেন রোনাল্ডো। রোনাল্ডোর দিকে লম্বা বল ধেয়ে আসে। তখন হেড দেওয়ার জন্য লাফিয়ে ওঠেন রোনাল্ডো। সেই মুহূর্তে বল বাঁচাতে লাফান পিএসজির গোলকিপাল কেলর নাভাস। তাঁর জোরালো ঘুষি সরাসরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাঁ চোখের নিচে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সিআর সেভেন। যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। পরে দেখা যায়, চোখের নিচের অংশটি বেশ খানিকটা ফুলে রয়েছে। সেইসঙ্গে কালশিটে দাগ। আঁতকে ওঠেন ভক্তরা। তাহলে কি ফের চোটের কবলে পড়লেন তিনি?

আরও পড়ুন : সৌদি আরবের মাটিতে ‘কাটোঁ কা টক্কর’, মেসি না রোনাল্ডো, দিনের শেষে এগিয়ে রইলেন কে?

অবশ্য সেই ঘুষির জন্যই পেনাল্টি আদায় করে রিয়াধ একাদশ। সেখান থেকেই আরবের হয়ে প্রথম গোলটি করেন রোনাল্ডো। তারপর প্রথমার্ধের শেষে অতিরিক্ত সময় বাঁ পায়ে রোনাল্ডোর দুরন্ত শটে ফের এগিয়ে যায় রিয়াধ। কিন্তু দিনের শেষে ৫-৪ গোলে হেরে যান রোনাল্ডোরা। শেষ হাসি হাসে মেসিদের পিএসজি। কিন্তু রোনাল্ডো যে একটু একটু করে ফর্মে ফিরছেন, সেটারও হদিশ পাওয়া গেল।

চোট পাওয়ার পরও নিজের মেজাজ ছাড়েননি রোনাল্ডো। বরং দাপট দেখা গিয়েছে তাঁর। কিন্তু ভক্তদের মনে একটাই প্রশ্ন, চোট কতটা গুরুতর? কারণ শেষ পর্যন্তও তাঁর বাঁ চোখের নিচে সেই কালশিটে ফোলা ব্যাপারটি রয়ে গিয়েছে। এমবাপে নিজেও সেই আঘাত দেখতে যান। তবে আপাতত আশঙ্কার কিছু নেই। আগামী দিনে আল নাসেরের হয়ে তাঁকে ফিট হয়েই খেলতে দেখা যাবে বলে আশাবাদী কোচ। তবে ৩৭ বছর বয়সেও যে তিনি দুরন্ত, চনমনে, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই।

More Articles