ডানা আসছে! কবে কোন জেলায় চলবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব?

Cyclone Dana: মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে।

বৃষ্টির বিরাম নেই! লক্ষ্মীপুজোর দিনেও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। ক্যালেন্ডারে কার্তিক এলেও, বর্ষার যেন বিদায় নেই। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, ২৩ অক্টোবর অর্থাৎ বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৩ থেকে ২৫ অক্টোবর ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গেও। দক্ষিণবঙ্গেই মূলত এর প্রভাব থাকবে সবচেয়ে বেশি। কলকাতা-সহ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপ অঞ্চলটি ক্রমেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। ২৩ অক্টোবর সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে ‘ডানা’। ২৪ অক্টোবর সকালে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে ঘূর্ণিঝড় ডানা, যার প্রভাবে ২৩ থেকে ২৫ অক্টোবর ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এখনও অবধি আশঙ্কা, পুরীর উপকূলে আছড়ে পড়তে পারে ডানা। আইএমডি-র ডিরেক্টর-জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি মারাত্মক আকার নিতে পারে। ওড়িশায় উপকূলীয় অঞ্চলের কিছু জায়গায় ২৪-২৫ অক্টোবর ২০ সেমি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির তীব্রতা কিছু জায়গায় ৩০ সেমির উপরেও বাড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, অন্ধ্রপ্রদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ডানার প্রভাব পড়বে পশ্চিমবাংলাতেও। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ডানা উপকূলে পৌঁছলে দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। ২৪ অক্টোবর জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকতে পারে সমুদ্র। বুধবার পর্যন্ত আন্দামান সাগরের উপর দমকা হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় প্রায় ৫৫ কিলোমিটার। ২২ অক্টোবর হাওয়ার গতিবেগ হতে পারে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২৩ অক্টোবর তা বেড়ে হতে পারে ৮৫ কিলোমিটার। ডানা উপকূলে এলে দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।

More Articles