ক্যান্সারের ভয়াবহ উপাদান মিলল ড্রাই শ্যাম্পুতে! কোন কোন শ্যাম্পু বিপজ্জনক, জেনে নিন

Benzene in Dry Shampoo: বেঞ্জি়নের প্রভাবে যে যে ধরনের লিউকেমিয়া হতে পারে, তার মধ্যে অন্যতম অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া

বাজারে সর্বাধিক বিক্রি হওয়া ড্রাই শ্যাম্পুর মধ্যেও পাওয়া গেল বেঞ্জি়ন। তালিকায় রয়েছে Not Your Mother’s; এবং Church Dwight’s Co.-এর তৈরি Batiste। বাদ যাচ্ছে না Sun Bum and John Paul Mitchell Systems, TRESmme, Nexxus, Suave, TIGI, Sebastian, Redken-এর মতো ব্র্যান্ডও। এছাড়াও ইউনিলিভারের অন্তর্গত Dove ও Suave and Bed Head এবং Procter & Gamble Co.’s-এর Pantene ও Herbal Essences। মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের ভ্যালিশিওর (Valisure) নামের এক ল্যাবোরেটরি নিউজি়ল্যান্ডের সংস্থা সিফট টেকনোলজির (Syft Technology) সঙ্গে গাঁটছড়া বেঁধে ৩৪ টি আলাদা আলাদা ব্র্যান্ডের ১৪৮ টি ব্যাচের স্প্রে-অন ড্রাই শ্যাম্পু পরীক্ষা করে দেখে। পরীক্ষায় দেখা যায়, এতগুলি ব্যাচের মধ্যে ৭০ শতাংশের মধ্যেই ক্ষতিকর মাত্রায় বেঞ্জি়ন রয়েছে। এদের মধ্যে ১১ টি নমুনায় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নির্ধারিত মাত্রার থেকে ১০ গুণ বেশি বেঞ্জি়ন পাওয়া গেছে, ১ নভেম্বরের একটি প্রেস রিলিজে় জানাচ্ছে ভ্যালিশিওর। বেঞ্জি়নের উপস্থিতি জানার জন্য ও এই রাসায়নিকটির মাত্রা নির্ধারণ করার জন্য সাহায্য নেওয়া হয়েছিল সিলেক্টেড আয়ন ফ্লো টিউব মাস স্পেক্ট্রোমেট্রির। নতুন এই প্রযুক্তির সাহায্যে বেঞ্জি়ন সহ বিভিন্ন উদ্বায়ী অর্গানিক গ্যাসের উপস্থিতি নির্ধারণ করা হয়।

কী সমস্যা হতে পারে আপনার দৈনন্দিন রূপচর্চার জিনিসে বেঞ্জি়ন থাকলে? আসা যাক সেই প্রশ্নে। সেন্টার ফর ডিজি়জ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC), এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (EPA), ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এবং একাধিক নিয়ন্ত্রক (Regulatory Agency) সংস্থার মতে বেঞ্জি়ন কার্সিনোজেনিক পদার্থ। অর্থাৎ মানুষের শরীরে এটি ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (IARC) সূত্রে
জানা যাচ্ছে, বেঞ্জি়ন শরীরের সংস্পর্শে এলে বিভিন্ন ধরনের লিউকেমিয়া হতে পারে। যাকে চলতি ভাষার বলে 'ব্লাড ক্যান্সার'। যেখানে রক্তের বিভিন্ন কোশ ক্যান্সারের শিকার হয়। ক্ষতিগ্রস্থ হয় অস্থিমজ্জা এবং লিম্ফ্যাটিক সিস্টেমও।

IARC সূত্রে আরও জানা যাচ্ছে, বেঞ্জি়নের প্রভাবে যে যে ধরনের লিউকেমিয়া হতে পারে, তার মধ্যে অন্যতম অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, মাল্টিপল মায়েলোমা, নন-হজকিন লিম্ফোমা, প্রভৃতি। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সূত্রে জানা যাচ্ছে, বেঞ্জি়ন অস্থিমজ্জাকে ক্ষতিগ্রস্ত করায়, লোহিত রক্তকণিকার উৎপাদনও কমে যায়। যার ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো সমস্যা দেখা যায়। এছাড়াও আমাদের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বেঞ্জি়নের মতো রাসায়নিক। বেঞ্জি়নের প্রভাবে কমতে পারে রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যাও।

ভ্যালিশিওরের প্রধান কার্য নির্বাহক ডেভিড লাইট ১ নভেম্বর একটি প্রেস রিলিজে় জানিয়েছেন, ড্রাই শ্যাম্পু যেহেতু ঘরের ভেতরে ব্যবহার করা হয়, তাই এতে থাকা বেঞ্জি়ন দীর্ঘ সময় ধরে ঘরের মধ্যেই থেকে যাবে আর প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করবে। তা আরও বেশি ভয়ের। তিনি জানাচ্ছেন, কেবল ড্রাই শ্যাম্পুই নয়, বডি স্প্রে, সানস্ক্রিন লোশন, হ্যান্ড স্যানিটাইজা়র এবং বিভিন্ন ওষুধেও ক্ষতিকর মাত্রায় বেঞ্জি়ন পেয়েছে ভ্যালিশিওর।

প্রসাধন দ্রব্যগুলিতে বেঞ্জি়নের সর্বোচ্চ মাত্রা কতটা থাকবে, তা চলতি বছরের ২১ অক্টোবরই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) নির্ধারণ করে দিয়েছে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেখানে প্রসাধন দ্রব্যগুলিতে দুই পার্টস পার মিলিয়ন অবধি বেঞ্জি়নের উপস্থিতিকে মান্যতা দেয়, সেখানে একশো সত্তর গুণ বেশি বেঞ্জি়ন রয়েছে বেশিরভাগ স্প্রে-অন ড্রাই শ্যাম্পুগুলিতেই। ভ্যালিশিওর জানাচ্ছে, একটি ড্রাই-শ্যাম্পুর ব্র্যান্ডের তিনটি ব্যাচে একশো পার্টস পার মিলিয়নের বেশি বেঞ্জি়ন পাওয়া গেছে। তিনটি ব্র্যান্ডের এগারোটি ব্যাচে কুড়ি পার্টস পার মিলিয়ন এবং দশটি ব্র্যান্ডের আঠেরোটি ব্যাচে দুই থেকে কুড়ি পার্টস পার মিলিয়ন বেঞ্জি়ন পাওয়া গেছে।

বেঞ্জি়নের ক্ষতিকর প্রভাবের জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই রাসায়নিককে 'ক্লাস ওয়ান সলভেন্টের' আওতায় ফেলে। ওষুধ তো বটেই, বিভিন্ন প্রসাধন দ্রব্যেও এর ব্যবহারে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিষেধাজ্ঞা রয়েছে। যদি নিতান্তই ওষুধ বা প্রসাধন দ্রব্যে বেঞ্জি়নের ব্যবহার এড়ানো না যায়, সে ক্ষেত্রে বেঞ্জি়নের মাত্রা উল্লেখ করার নির্দেশও রয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই প্রত্যেকটি স্প্রে-অন ড্রাই শ্যাম্পুকে অনুমোদন দেওয়ার পরেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চলতি বাজারে আমজনতার দরবারে এসেছে। নির্ধারিত মাত্রার থেকে ১৭০ গুণ বেশি বেঞ্জি়ন থাকার পরেও নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের প্রসাধন দ্রব্যগুলি কীভাবে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতো নিয়ন্ত্রক সংস্থার চোখ এড়িয়ে বাজারে হু হু করে বিকোচ্ছে, সেই নিয়ে তৈরি হয়েছে তুমুল জল্পনা।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশনের প্রতি কংগ্রেস অব ইউনাইটেড স্টেট্সের আবেদন:

গত ১৪ নভেম্বর কংগ্রেস অব ইউনাইটেড স্টেট্সের দুই সদস্য হ্যালি স্টিভেনস এবং ডেবি ডিনজেল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনর রবার্ট ক্লিফকে চিঠি লিখে সরাসরি জানতে চেয়েছেন, প্রসাধন দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ওষুধে (ওভার দ্য কাউন্টার ড্রাগ প্রডাক্ট) যে বেঞ্জি়ন পাওয়া গেছে, তা নিয়ে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অবিলম্বে কী পদক্ষেপ করতে চান। তাঁরা এও জানতে চেয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রসাধন দ্রব্য, ব্যক্তিগত প্রয়োজনীয় দ্রব্য, এবং ওভার দ্য কাউন্টার ড্রাগ প্রডাক্টে ভবিষ্যতে যাতে মাত্রা ছাড়া বেঞ্জি়ন না থাকে, তার জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তরফে কী পরিকল্পনা করা হচ্ছে।

ভবিষ্যতে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন প্রসাধন ও নিত্য ব্যবহারযোগ্য জিনিসে যাতে বেঞ্জি়নের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়, তার জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের জন্যে আবেদন জানিয়েছেন ডেভিড লাইট। একাধিক ব্র্যান্ডের পণ্যে কী করে ক্ষতিকর মাত্রায় বেঞ্জি়ন মেশানোর পরেও তারা বাজারে বিক্রির অনুমতি পেল, সোসাইটি অব রিস্ক অ্যানালাইসিসের বাৎসরিক সম্মেলনে সেই বিষয়ে অবিলম্বে তদন্তের আর্জিও জানিয়েছেন তিনি।

 

More Articles