আবগারি দুর্নীতি মামলায় সামান্য স্বস্তি! যে যে শর্তে জামিন পেলেন কেজরি

Arvind Kejriwal: স্বাভাবিক ভাবেই জামিনের খবরে খুশির হাওয়া আম আদমী পার্টিতে। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশি বলেছেন, ‘সত্যমেব জয়তে।’ উচ্ছ্বাস ধরা পড়েছে পশ্চিমবঙ্গের আপ নেতাদের গলাতেও।

আবগারি দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরির জামিন মঞ্জুর করেছে দিল্লির আদালত। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে আগামী শুক্রবারই তিহাড় জেল থেকে ছাড়া পেতে পারেন কেজরি।

গত ২১ মার্চ লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তারপর দিল্লিতে ভোট উপলক্ষে কয়েকদিনের জন্য জেল থেকে ছুটি পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে ভোট মিটতেই তাঁকে ফিরে যেতে হয় ফের জেলের অন্ধকারে। অবশেষে সেই আঁধার কাটার মুখে। বৃহস্পতিবার দিল্লির ওই আদালত আপ সুপ্রিমোর জামিন মঞ্জুর করেছেন। ওই রায়ের উপর ৪৮ ঘণ্টার স্থগিতাদেশের যে আর্জি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), তাও খারিজ করে দিয়েছেন বিচারক।

আরও পড়ুন: মিলে গেল কেজরিওয়ালের ভবিষ্যদ্বাণী! মোদি কি বানপ্রস্থের পথে?

স্বাভাবিক ভাবেই জামিনের খবরে খুশির হাওয়া আম আদমী পার্টিতে। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশি বলেছেন, ‘সত্যমেব জয়তে।’ উচ্ছ্বাস ধরা পড়েছে পশ্চিমবঙ্গের আপ নেতাদের গলাতেও। উত্তর ২৪ পরগনার আপের জেলা সভাপতি তুলিকা অধিকারী বলেন, ‘নায়ক ইজ ব্যাক। আমার নেতা অরবিন্দ কেজরিওয়াল জিন্দাবাদ।’

বন্দি হয়েই কেজরিওয়াল বলেছিলেন, প্রয়োজনে তিনি জেলে থেকেই সরকার চালাবেন। তবে জেল থেকে অফিশিয়াল কাজ করার অনুমতি পাননি কেজরি। ইডির হেফাজত থেকে পরে তিহাড় জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। ডির হেফাজত প্রসঙ্গে কেজরিওয়াল বলেছিলেন, 'যতদিন চায় ইডি আমায় হেফাজতে রাখতে পারে। কিন্তু এটা দুর্নীতি। ইডির দু'টো উদ্দেশ্য রয়েছে। কটা হল আম আদমি পার্টিকে শেষ করা এবং আর একটি হল তোলাবাজির চক্র চালিয়ে টাকা তোলা।' কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর স্ত্রী সুনীতা বলেছিলেন, 'অরবিন্দ কেজরিওয়াল একজন সিংহ... তাঁকে বেশি দিন আটকে রাখা যাবে না'। 

 

বুধবারই কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ ৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তবে বৃহস্পতিবারই বদলালো পরিস্থিতি। কেজরিওয়ালের যে স্বাভাবিক জামিনের আর্জি জানানো হয়েছিল, তা নিয়ে এদিন দীর্ঘ সওয়াল-জবাব চলেছে আদালতে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে কেজরির যোগসূত্র আছে বলে তুলে ধরার চেষ্টা করেছিল ইডি। পালটা কেজরির আইনজীবী দাবি করেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও প্রমাণই নেই কেন্দ্রীয় সংস্থার হাতে। সেই সওয়াল-জবাবের পরে বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখেন বিচারক।

আরও পড়ুন: অরবিন্দ কেজরিওয়াল: আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত না কি ষড়যন্ত্রের শিকার?

সন্ধ্যায় বিচারক শর্তসাপেক্ষে কেজরির জামিন মঞ্জুর করেন। তিনি নির্দেশ দিয়েছেন যে তদন্ত প্রক্রিয়ায় কোনওরকম বাধা তৈরির চেষ্টা করতে পারবেন কেজরি। কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। সেইসঙ্গে যখনই প্রয়োজন হবে, তখনই আদালতে হাজিরা দিতে হবে। তদন্তেও কেজরিকে সহযোগিতা করতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দিল্লির আদালত।

More Articles