আর্যরা কি আদৌ আক্রমণ করেছিল এই দেশ? জানুন আসল সত্য
Aryan Invasion Theory: উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মানুষ কি আলাদা? আসলে দুই জাতির মানুষের মধ্যে DNA-র তফাৎ রয়েছে।
১৪১১১, আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ সংখ্যা মনে হলেও, পুরাতত্ত্ব বিজ্ঞানীদের কাছে এই সংখ্যার গুরুত্ব অপরিসীম। এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি একজন মহিলার নাম, যার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে! সাম্প্রতিককালে উদ্ধার হওয়া সেই মহিলার কঙ্কালই রাস্তা খুলে দিয়েছে ভারতের অজানা কিছু ইতিহাসের। এই মহিলার কঙ্কাল ছাড়াও আরও ৫০০ জন প্রাগৈতিহাসিক যুগের মানুষের কঙ্কালের জিনগত বিশ্লেষণ করেও ঐতিহাসিকরা পেয়েছেন কিছু বিশেষ তথ্য। এই জিন বিশ্লেষণ সামনে আসার পরেই প্রশ্নের মুখে পড়েছে ভারতে বহুল আলোচিত এবং বিতর্কিত বিষয় 'আর্য আক্রমণ তত্ত্ব' বা Aryan Invasion Theory। এই সম্পর্কে বিশ্ববিখ্যাত দু'টি জার্নালে দু'টি গবেষণাপত্র প্রকাশিত হওয়ার পরেই ভারতীয় মিডিয়ায় দেখা গিয়েছে দু'রকম শিরোনাম। প্রথমটিতে দাবি করা হয়েছে, আর্য আক্রমণ তত্ত্ব সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভারতই হল দক্ষিণ এশিয়ার দেশগুলির গুরু। তবে অন্যটি আবার দাবি করছে, আর্য আক্রমণ তত্ত্ব সর্বৈব সত্য এবং ভারতে সত্যিই আর্যদের আগমন ঘটেছিল। এই দু'টি শিরোনামই একে অপরের থেকে একেবারেই বিপরীত। তবে, এই দুটোই কিন্তু কথা বলছে একই গবেষণা নিয়ে। ৬ সেপ্টেম্বর ২০১৯, বিশ্ববিখ্যাত 'Science' ম্যাগাজিনের…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
