বছর ২০-র যুবক! ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করল কে?

Donald Trump Rally Shooting: হঠাৎ ট্রাম্পকে উদ্দেশ্য করে গুলি কেন? চালালই বা কে? ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা তবে এত সহজেই ভেঙে ফেলা যায়?

শনিবার রাত। পেনসিলভানিয়ায় এক সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর অতর্কিত হামলা। সমাবেশে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। হঠাৎ দেখা যায় মেঝেতে বসে পড়ছেন তিনি। খানিক পরেই দেখা যায় মুখের এক পাশে রক্ত ঝরছে ট্রাম্পের। পরে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “একটি গুলি আমার ডান কানের ওপরের অংশে লেগেছে। আমি হঠাৎ বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে। হঠাৎ একটা শব্দ হলো। আমি টের পেলাম একটা গুলি আমার কানের চামড়ার ভেতর দিয়ে চলে গেলো। অনেক রক্তক্ষরণ হয়েছে, যা দেখে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে।” কান ঘেঁষে বেরিয়ে গেছে গুলি। প্রাণে বেঁচেছেন ট্রাম্প। কিন্তু হঠাৎ তাঁকে উদ্দেশ্য করে গুলি কেন? চালালই বা কে? ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা তবে এত সহজেই ভেঙে ফেলা যায়?

যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই হামলাকারীর নাম প্রকাশ করেছে। নাম থমাস ম্যাথিউ ক্রুকস। বয়স মাত্র ২০ বছর। মার্কিন গণমাধ্যম অনুযায়ী, থমাস ম্যাথিউ ক্রুকসের ভোটার কার্ডের তথ্য অনুযায়ী তিনি রিপাবলিকান দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন। ট্রাম্পকে গুলি করতে ক্রুকস যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি অন্তত মাস ছয়েক আগে কিনেছিলেন তার বাবা।

আরও পড়ুন- ১০ দিন আগেও হত্যার চেষ্টা করেছিল নাথুরামরা, পুলিশের গড়িমসিই গান্ধী খুনের অন্যতম কারণ?

প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকে সিক্রেট সার্ভিস। জানা গেছে, গুলি হওয়ার আগ পর্যন্ত ট্রাম্পের সমাবেশের পাশের বাড়ির ছাদে যে কেউ আছে সেটি জানা যায়নি। ট্রাম্পের সাংবাদিক সম্মেলনে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কেউ উপস্থিতও ছিল না।

গুলিতে আহত ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী নভেম্বরে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী তারা। এই নির্বাচনে তাদের আরেক প্রতিদ্বন্দ্বী হলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। উল্লেখ্য, কেনেডির বাবা রবার্ট এফ কেনেডি ১৯৬৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, সেই সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়। আর তাঁর কাকা জন এফ কেনেডি ১৯৬৩ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গুলিতে নিহত হন।

থমাস ক্রুকস নামের ওই তরুণের কাছে তেমন কোনও পরিচয়পত্র ছিল না। তাই তার পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছে এফবিআই। পেনসিলভেনিয়ার বেথেল পার্কে থাকতেন থমাস, বাটলার থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরত্বে।

থমাস ম্যাথিউ ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করেন। ভোটার কার্ডের তথ্য অনুযায়ী রিপাবলিকান দলের সদস্য ছিলেন। হঠাৎ বছর কুড়ির থমাস কেন হামলা চালালেন?

আরও পড়ুন- অবশেষ মুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ! গোপনতম নথি ফাঁসের কারিগর কে এই ‘হ্যাকার’?

এফবিআই পিটার্সবার্গের বিশেষ এজেন্ট কেভিন রোজেক জানিয়েছেন, ক্রুকসের 'মোটিভ' নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি গোয়েন্দারা। তবে ঠিক কী ঘটেছে এই নিয়ে তদন্ত চলছে জোরকদমে। থমাস ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস জানিয়েছেন, ঠিক কী ঘটেছে সেটি তিনিও জানতে চান। তবে নিজের ছেলের বিষয়ে কথা বলার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতে চেয়েছেন তিনি।

ক্রুকস যে বাড়িটিতে থাকতেন সেই বাড়ির রাস্তাটি পুলিশ বন্ধ করে দিয়েছে। ক্রুকসের বাড়ির আশপাশে বোমা কিংবা অন্য কিছু রয়েছে কী না তারও তদন্ত করছে পুলিশ।

ট্রাম্পকে উদ্দেশ্য করে গুলি চালানোর ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তিনজনই প্রাপ্তবয়স্ক পুরুষ। একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, ট্রাম্পকে গুলি করার আগে তিনি একটি বিল্ডিংয়ের ছাদে রাইফেল সহ একজনকে দেখেছেন। তাঁর ধারণা ওই ব্যক্তি ক্রুকসই ছিলেন। গোয়েন্দারাও জানাচ্ছেন, বন্দুকধারী থমাস প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্পের থেকে দু'শ মিটারেরও কম দূরত্বের একটি ওয়্যার হাউজের ছাদ থেকে গুলি করে। এআর স্টাইলের একটি বন্দুক দিয়ে গুলি চালায় হামলাকারী। আর সিক্রেট সার্ভিস স্নাইপার দিয়ে পাল্টা গুলি চালিয়ে বন্দুকধারী থমাসকেও হত্যা করা হয়েছে।

More Articles