মোদির দ্বারকায় সাবমেরিন-পর্যটন! ধর্মের নামে যেভাবে বলি হতে চলেছে পরিবেশের
Dwarka Tourism and Pollution: ভারতের সব থেকে দূষিত নদী রয়েছে এমন পাঁচটি শহরের মধ্যে চতুর্থস্থানেই রয়েছে গুজরাত। সেই রাজ্যের সব থেকে দূষিত নদী সবরমতী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারকাদর্শন ও সমুদ্রের তলদেশে গিয়ে পূজার্চনার পরে কিছুদিন যেতে না যেতেই আন্তর্জাতিক পর্যটন সংস্থা থমাস কুক দ্বারকায় পুণ্যার্থীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে। খুব শীঘ্রই এই সংস্থা দ্বারকায় সাবমেরিনের সুবিধে চালু করবে যাতে পুণ্যার্থীরা প্রাচীন দ্বারকা শহরকে চাক্ষুষ করতে পারে। তবে থমাস কুক প্রথম নয়। গত ডিসেম্বর মাসের শেষেই গুজরাত সরকারের তরফে জানানো হয়েছিল, খুব দ্রুতই তারা দ্বারকাতে সাবমেরিনের সুবিধা চালু করতে চলেছে। দ্বারকার মতো প্রাচীন শহর, যাকে আবার পুরাণে শ্রীকৃষ্ণের শহর বলা হয়েছে, তা সমুদ্রের নীচে গিয়ে চাক্ষুষ করতেই এই বন্দোবস্ত। ফলে, খুব শীঘ্রই ভারতের প্রথম সাবমেরিন-ভিত্তিক পর্যটনকেন্দ্র হতে চলেছে দ্বারকা। পর্যটকদের জন্য দ্বারকার দ্বার খুলে দেওয়া কেবল ভারতই নয়, পৃথিবীর ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। কিন্তু কীভাবে? বিগত পঞ্চাশ বছরে জনপর্যটন ব্যাপক হারে বেড়েছে। এই শিল্প নিঃসন্দেহে একটি পর্যটনস্থানের অর্থনৈতিক উন্নতির জন্যে জরুরি। পর্যটনশিল্পের সঙ্গে জড়িত মানুষদের এতে যেমন আর্থিক সংস্থান ঘটে, আপাতভাবে জীবনযাপনের মানও উন্নত হয়। ধীরে ধীরে বেড়ে ওঠে অনুসারী শিল্পগুলিও কিন্তু লাগামছাড়া পর্যটনের ফলে পরিবেশের যে ভয়ানক ক্ষতি হয়, তার বোঝা আখেরে সবাইকেই বইতে…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
