মহিলা হিসেবে প্রথম হেকানি জাখালু, নতুন কোন ইতিহাস রচনা করল নাগাল্যান্ড

Minister of Nagaland : নারী দিবসে প্রাক্কালে নতুন করে ইতিহাস রচিত হল নাগাল্যান্ডে। এই প্রথম মন্ত্রীত্বের পদ পেলেন কোনও মহিলা।

“যে রাঁধে সে চুলও বাঁধে”, মেয়েদের এমন বিশেষণ তো আজকের নয়, দিনের পর দিন ধরেই মেয়েরা প্রমাণ করে এসেছে নিজেদের অস্তিত্ব। লড়াই করেছে। একটা সময় ছিল যখন সমাজে পুরুষতান্ত্রিকতাই ছিল দস্তুর, তবে সেই সময় আজ অনেকটাই ঘুচে গিয়েছে। মেয়েরা এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। যে কোনও ভূমিকায় সে স্বয়ং সম্পূর্ণা। ভারতে অবশ্য সরকারি পদাধিকারীর ভূমিকায় মেয়েদের অবস্থান নতুন কিছু নয়, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সব পদেই বিভিন্ন সময় রাজ্য করেছেন মেয়েরা। কিন্তু আজ যে দেশের কথা বলা হবে, সেখানে এতদিন কোনও মহিলা মন্ত্রীই ছিল না। গতকাল অর্থাৎ নারী দিবসে প্রাক্কালে নতুন করে ইতিহাস রচিত হল নাগাল্যান্ডে। এই প্রথম মন্ত্রীত্বের পদ পেলেন কোনও মহিলা।

মন্ত্রী তো দূরের কথা এতদিন পর্যন্ত কোনও মহিলা বিধায়ক পর্যন্ত ছিল না ওই দেশে। এবছরই বিধানসভা নির্বাচনে প্রথম দুজন মহিলা বিধায়ক পেয়েছে নাগাল্যান্ড। অতঃপর কালকের ঘটনা সেই তালিকায় নতুন পালক সংযোজন করল। প্রথম মহিলা মন্ত্রী হিসেবে ভোটে জিতে দায়িত্ব গ্রহণ করলেন হেকানি জাখালু।

আরও পড়ুন - কেন ছয়টি নম্বর থাকে পিন কোডে? আসলে কী বোঝায় এই নম্বরগুলি?

ছয় দশক আগে পূর্ণ রাজ্যের মর্যাদা পয়েছিল নাগাল্যান্ড। তারপর একাধিকবার উত্তরপূর্বের এই পাহাড়ি রাজ্যে সরকার গঠিত হয়েছে। কিন্তু, বিধানসভায় কোনও দলেরই একজনও মহিলা বিধায়ক ছিল না। অর্থাৎ নারী বর্জিত ছিল নাগাল্যান্ড বিধানসভা। তাই এবারের ভোট প্রথম থেকেই ছিল ইতিহাস রচনার সোপান। ডিমাপুর-৩ কেন্দ্র থেকে জয়ী হন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির হেকানি জাখালু। তিনিই সে রাজ্যের প্রথম মহিলা বিধায়ক। মোট ১৫৩৬ ভোটে জেতেন পেশায় আইনজীবী হেকানি জাখালু।

নারী বর্জিত তকমা অতিক্রম করে মহিলা মন্ত্রীর এই স্বীকৃতি স্বাভাবিকভাবেই বিশ্বের ইতিহাসে নারী দিবস উপলক্ষ্যে আলাদা করে স্বীকৃতি দেয় নাগাল্যান্ডকে। সমাজে বসবাসকারী সকলের মৌলিক অধিকার থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় জন্য লড়াই, এই মন্ত্রই উচ্চারিত হয়েছে হেকানি জাখালুর কণ্ঠে।

More Articles