নাকে কয়েক ফোঁটা নিলেই করোনা গায়েব! বিশেষ এই ন্যাজাল ভ্যাকসিন কবে মিলবে , জানুন

Covid Intranasal Vaccine : এটি ইনজেকশন নয়; এর জন্য যন্ত্রণায় চোখ বন্ধ করে থাকতে হবে না। নাক দিয়ে এই ভ্যাকসিন নেওয়া যাবে!

রোদে, বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে অপেক্ষা। তারপর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, পুরসভা কিংবা হাসপাতালের নির্দিষ্ট স্থানে গিয়ে হাতে ইনজেকশন। একসময় এটাই হয়ে গিয়েছিল গোটা ভারতের ছবি। মানুষের দৈনন্দিন জীবনে জড়িয়ে পড়ে দু’টি অপরিচিত শব্দ – কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য এই ভ্যাকসিনই পাথেয় ছিল। এবার ফের নতুন একটি ভ্যাকসিনকে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। তবে এটি ইনজেকশন নয়; এর জন্য যন্ত্রণায় চোখ বন্ধ করে থাকতে হবে না। নাক দিয়ে এই ভ্যাকসিন নেওয়া যাবে!

নাক দিয়ে মানে? সেই রহস্যে যাওয়ার আগে একবার দেখে নেওয়া যাক করোনা পরিস্থিতি। এই মুহূর্তে চিনে করোনা পরিস্থিতি ফের উদ্বেগ তৈরি করেছে। বিগত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে অনেকটাই। এদিকে ভারতেও আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। নতুন করে কোভিডের ঢেউ আছড়ে পড়ার আগে যাতে প্রস্তুত থাকে দেশবাসী, সেজন্যই চলছে পরিকল্পনা গ্রহণের কাজ। কেন্দ্রীয় সরকারের তরফে উচ্চ পর্যায়ের বৈঠকও হচ্ছে। বিমানবন্দরে ফের শুরু হচ্ছে আরটিপিসিআর টেস্ট। মনে রাখতে হবে, এর আগে শীতের সময়ই করোনা নিজের থাবা বাড়িয়েছিল।

এর আগে কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পাশাপাশি স্পুটনিক ভ্যাকসিনকেও অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই তালিকায় জায়গা করে নিল নতুন একটি ভ্যাকসিন। তবে এটি ন্যাজাল ভ্যাকসিন। অর্থাৎ ইনজেকশন নয়, নাকে দুই ফোঁটা ভ্যাকসিন নিলেই নাকি করোনা প্রতিরোধ হবে! বিবিভি১৫৪ (BBV154) নামের এই ভ্যাকসিনটি তৈরি করেছে ভারত বায়োটেক। উল্লেখ্য, এই সংস্থাই তৈরি করেছিল কোভ্যাক্সিন টিকা। এবার সেই ভারত বায়োটেকই নিয়ে এল এই বিশেষ ন্যাজাল ভ্যাকসিন।

ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে অনুমোদন পেয়েছে এই বিশেষ ন্যাজাল ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও অনুমোদন দিয়ে দিয়েছে। কো-উইন পোর্টালে শীঘ্রই এটি উপলব্ধ হবে বলে জানা যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই মুহূর্তে কোভিডের BF.7 ভ্যারিয়েন্ট নিজের প্রভাব বিস্তার করছে। সেই স্ট্রেনের পাশাপাশি ওমিক্রনকে আটকাতেও সক্ষম এই ন্যাজাল ভ্যাকসিন। নাকে দু’ফোঁটা দেওয়ার পর এই ভ্যাকসিন ফুস্ফুসে চলে যাবে। সেখানে গিয়ে ভাইরাসকে রোধ করার কাজ করবে বলে জানা গিয়েছে।

তবে আপাতত বেসরকারি হাসপাতালেই এটি পাওয়া যাবে। কত দাম, সেটা এখনও নির্ধারিত হয়নি। পাশাপাশি, প্রাপ্তবয়স্করা, অর্থাৎ ১৮ বছরের বেশি বয়সীরাই এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন। তবে পরবর্তীতে সরকারি হাসপাতালে এই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তবে এটি বুস্টার ডোজ হিসেবেই ব্যবহৃত হবে। কেউ প্রথমেই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন না বলে জানা গিয়েছে। ভ্যাকসিনের দু'টো ডোজ থাকলে তবে এটি নেওয়া যেতে পারে। 

More Articles