বাংলা ভাষার হিন্দি-রোগ কিংবা হিন্দিযোগ
Hindi Infiltration in Bengali: ‘কেননা’ ছেড়ে অনেক বাঙালি হিন্দিভাষী শাশুড়ি-বউ অপেরার ‘কিঁউকি’ বলতে শুরু করলেন কেন?
বাংলা ভাষার ওপর হিন্দি ভাষা ক্রমে চেপে বসছে। ‘হিন্দি-হিন্দু-হিন্দুস্থান’ মার্কা রাজনীতির ফলে বাংলা ভাষা হিন্দি রোগে ভুগছে। এ কথা আজকাল প্রায়ই কানে আসছে। কথাটা কি সত্যি? রাজনীতির সত্যি-মিথ্যের কথা থাক, ভাষার ক্ষেত্রে বিষয়টি সত্যি না মিথ্যে তা প্রমাণ করার একটা সহজ উপায় আছে। মুখের বাংলা ও লেখার বাংলা থেকে উদাহরণ সংগ্রহ করা চাই। হিন্দি ভাষার নানা উপাদান বাংলা ভাষায় নেওয়া হচ্ছে আর তারা যেমনটি হিন্দিতে রয়েছে ঠিক তেমন চেহারায় বাংলা ভাষার উঠোনে জাঁকিয়ে বসতে দেওয়া হচ্ছে এমন নমুনার সংখ্যা যদি খুব বেশি হয় তাহলে মানতেই হবে বাংলা ভাষা হিন্দি রোগে ভুগছে। হিন্দি রোগের উপসর্গ বোঝার জন্য মুখের বাংলা আর লেখার বাংলা থেকে কয়েকটা উদাহরণ দাখিল করা যাক। বাংলা উচ্চারণে হিন্দির ছায়া ছেলেবেলায় জানা ছিল আমার বন্ধুর নাম ‘অমিতাভ’ (ভ-এর উচ্চারণ ও-কারান্ত) আর সিনেমায় যাঁকে দেখি তাঁর নাম ‘অমিতাভ্’ (ভ-এর উচ্চারণ হলন্ত)। এখন কানে আসে বাঙালির স্বাভাবিক ও-কারান্ত উচ্চারণ বহুক্ষেত্রে হিন্দির অনুসরণে হলন্ত হয়ে গেছে। বাঙালি ছেলের ‘অমৃত’ নামটি স্বাভাবিক ও-কারান্ত উচ্চারণ হারিয়ে হলন্ত ‘অমৃত্’-এ রূপান্তরিত। এখানে একটা কথা বলার। রবীন্দ্রনাথের…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
