আদিম মানুষের ক্যালেন্ডার আবিষ্কার হলো যেভাবে...

Ancient Cave Art Calendar: গুহার ভিতর বসবাসের কোনও প্রমাণ পাওয়া যায় না। অতএব, এই গুহাগুলিতে মানুষের যাতায়াত ছিল কেবলমাত্র ছবি আঁকার তাড়নায়। আর্ট স্কুল?

"এটা আমার পরম আক্ষপের বিষয় যে, আমি আলতামিরার গুহাবাসীদের মতো বাইসন আঁকতে পারি না" প্রাচীন গুহাচিত্র মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ বিষয় তা আম-বাঙালি প্রথম জানতে পারে আগন্তুক ছবির সংলাপে। যে বয়সে এই ছবি প্রথম দেখছি, উত্তর স্পেইনের সেই গুহার দেওয়ালে প্রায় ১৫ হাজার বছর আঁকা বাইসনের মতো ছবি আজকের মানব সভ্যতার শিখরে বসে আঁকতে না পারার আক্ষেপ বোঝার ক্ষমতা আমার ছিল না। কেবল উৎপল দত্তর অননুকরণীয় বিস্ফারিত জ্বলজ্বলে চোখ দেখে, এয়ারলাইনসের স্টিকারময় স্যুটকেস ভরা ডেটা সমৃদ্ধ নোটবুকের সম্ভার দেখে মনে হয়েছিল, একদিন এমন এক স্যুটকেস বোঝাই গল্প জমানোর কাজ করতে হবে। বেরিয়ে পড়তে হবে আলতামিরার উদ্দেশ্যে। আলতামিরর বাইসন দেখার সৌভাগ্য এখনও হয়নি, তবে গত বছর সেই পিরিনিস পর্বতমালা অঞ্চলের প্রাগৈতিহাসিক গ্যালারি গুহাপুঞ্জ অন্তর্ভুক্ত দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গ্রৎ-দ্য-নিয় গুহায় একদিন কাটানোর সুযোগ হয়েছিল। পেশাসূত্রে জড়িয়ে পড়েছি প্রাগৈতিহাসিক শিল্পের সঙ্গে। প্রাচীন গুহাচিত্র মানুষের মনের বিবর্তনের সূচক। কী বলতে চেয়েছিল পূর্বমানব? কেন এঁকেছিল ছবি? কেবল শৈল্পিক বয়ান নাকি বেঁচে থাকার রসদ? বলা হয়, মানবমনের সিম্বলিক রিপ্রেসেন্টশনের অর্থাৎ প্রতীকী প্রকাশের প্রাথমিক নিদর্শন এইসব গুহাচিত্র। যা…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles