সরল বাংলা লিখতে গিয়ে ঘুচে গিয়েছে ঠাকুরের মায়ের পরিচয়ও!
Bengali Spelling Mistakes: ছেলেবেলায় শোনা একটা ছড়া নিজের মনে বলে উঠি, ‘কার্তিক ঠাকুর হ্যাংলা/ একবার আসে মায়ের সাথে/ একবার আসে একলা।’
রূপচাঁদ যে কেবল ক্রিকেট খেলছে না, বাংলা ভাষা শেখার জন্য নানারকমের বই পড়ছে তা বুঝতে পেরে খুশি হলাম। বাংলা ভাষা আনন্দ করে শেখার জন্য ইস্কুলবেলায় কী কী বই পড়া উচিত তার একটা তালিকা রূপচাঁদকে করে দিয়েছিলাম। সেখানে শঙ্খ ঘোষের কথা নিয়ে খেলা আর শব্দ নিয়ে খেলা বই দু'টির উল্লেখ ছিল। ছিল পবিত্র সরকারের বাংলা বলো ,পকেট বাংলা ব্যাকরণ বই দু'টির কথাও। সাম্প্রতিক কালে পবিত্র সরকার বাংলা বানান, উচ্চারণ ইত্যাদি বিষয়ে খুবই জরুরি কিছু বই লিখেছেন। তাঁর হাসতে হাসতে বানান বইটির কথাও বলেছিলাম। দেব সেনাপতির বানানের ছড়া বেশ বই। এছাড়া কয়েকজন লেখকের নামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। জ্যোতিভূষণ চাকী, সুভাষ ভট্টাচার্য, পলাশ বরন পাল এঁদের লেখা বাংলা ভাষা বিষয়ক বই দেখলেই পড়া চাই। বলেছিলাম, বিজ্ঞানের সঙ্গে ভাষা-সাহিত্যের কোনও বিরোধ নেই। রাজশেখর বসু তো বিজ্ঞানী প্রফুল্লচন্দ্রের অত্যন্ত প্রিয় ছাত্র – রসায়ন তাঁর বিষয় ছিল, আবার ভাষা-সাহিত্যেও তাঁর গভীর আগ্রহ। একালে পলাশ বরন পাল তেমনই মানুষ, তিনি পদার্থবিদ্যার অধ্যাপক, গবেষক – আবার বাংলা ভাষার রকমফের নিয়ে কত কী ভাবেন। রূপচাঁদকে এসব কথা বলা…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
