এবার টিকিট কাটলেই সরাসরি দেখতে পাবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ! কী করে?

Republic Day India Ticket : অনলাইনে হোক কিংবা একেবারে অকুস্থলে গিয়ে অফলাইন – টিকিট কেটে প্রজাতন্ত্র দিবসের সাক্ষী থাকতে পারেন আপনিও

আর হাতে গোনা কয়েকদিন। তারপরই ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের মাহেন্দ্রক্ষণ চলে আসবে দেশে। ২০২৩-এর ২৬ জানুয়ারি ঘিরে এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। দেশের বিভিন্ন জায়গা তো বটেই; ভারতের রাজধানী নতুন দিল্লিতেও চলছে তোড়জোড়। দিল্লির রাজপথে (এখন যার নাম কর্তব্য পথ) সার দিয়ে বেরোবে কুচকাওয়াজ। তিন সেনাবাহিনী, প্রতিটা রাজ্যের ট্যাবলো ইত্যাদি নিয়ে এই বিশেষ কুচকাওয়াজের দিকে নজর থাকে সবার। উপস্থিত থাকেন জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক ভিভিআইপিরা। আচ্ছা, যদি সরাসরি দেখা যেত কুচকাওয়াজ? একেবারে দিল্লির রাজপথে, চোখের সামনে দিয়ে চলে যেত সব ট্যাবলো, সেনাবাহিনী?

এমন ভাবনা অনেকের মনেই আসে। কিন্তু ভিভিআইপিদের মাঝে আম জনতা হিসেবে যাওয়ার সুযোগ কি পাওয়া যাবে? তবে সে ভাবনা এখন অতীত। চটজলদি প্ল্যান করে নিয়ে ২৬ জানুয়ারি চলে যাওয়াই যায় দিল্লি। সাধারণ দর্শকও যাতে রাজপথে বসে সরাসরি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে পারেন, তার ব্যবস্থা করেছে প্রশাসন। অনলাইনে হোক কিংবা একেবারে অকুস্থলে গিয়ে অফলাইন – টিকিট কেটে প্রজাতন্ত্র দিবসের সাক্ষী থাকতে পারেন আপনিও।

কী করে অনলাইনে টিকিট কাটবেন?

টিকিট কাটার জন্য বিসেস ওয়েবসাইটও চালু করেছে কেন্দ্রীয় সরকার। www.aamantran.mod.gov.in. – এই সাইটে গিয়েই অনলাইন টিকিটের ক্ষেত্রে যাবতীয় কাজ করতে হবে। পদ্ধতিগুলি একবার দেখে নেওয়া যাক…

১) প্রথমেই নিজের মোবাইল বা কম্পিউটারে গিয়ে খুলতে হবে www.aamantran.mod.gov.in. সাইটটি।

২) আপনি যদি নতুন ইউজার হন, তাহলে আগে লগইন ডিটেইলস বসাতে হবে। সেখানে নিজের নাম, বাবা বা স্বামীর নাম, জন্ম, মোবাইল নম্বর, ঠিকানা লিখে ইউজার আইডি তৈরি করতে হবে।

৩) এরপর নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওটিপি আসবে। সেটি বসালেই খুলে যাবে আসল পেজ।

৪) এই পেজে একদম প্রথমেই থাকবে ইভেন্ট বাছার অপশন। সেখানে আপনি প্রজাতন্ত্র দিবসের প্রধান ইভেন্ট, মহড়ার তালিকা পাবেন; যেমন, FDR Republic Day Parade, Republic Day Parade, Beating The Retreat ইত্যাদি। সেখান থেকে পছন্দমতো ইভেন্ট বেছে নিন।

৫) এরপর টিকিটের দাম, নাম, জন্ম, মেল আইডি ঠিকানা, মোবাইল নম্বর দিতে হবে। সেইসঙ্গে নিজের একটা ছবি, আধার কিংবা ভোটার কার্ডের নম্বর দিতে হবে।

৬) এরপর অনলাইনে টিকিটের দাম মিটিয়ে দিলেই সব তৈরি! প্যারেডের টিকিট সরাসরি ডাউনলোড করে পৌঁছে যান নতুন দিল্লিতে।

টিকিটের দাম

নর্থ এবং সাউথ এন্ড – দুটো জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। দুটোর ক্ষেত্রেই টিকিটের দাম একই। দামের তিনটে ধাপ রাখা হয়েছে। ২০ টাকা, ১০০ টাকা আর ৫০০ টাকা। বেশি দামের টিকিট কাটলে স্বাভাবিকভাবেই একটু ভালো জায়গায় বসতে পারবেন।

অফলাইনে কীভাবে কাটা যাবে টিকিট?

৭ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অফলাইনে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের টিকিট কাটা যাবে। কেবলমাত্র ২৩ জানুয়ারি বন্ধ থাকবে। সাধারণ মানুষদের জন্য তিনটি জায়গায় ব্যবস্থা করা হয়েছে। প্রগতি ময়দান গেট নং ১, যন্তর মন্তরের প্রধান গেটের সামনে এবং সেনা ভবন গেট নং ২ – এই তিনটি জায়গায় অফলাইনে টিকিট কাটা যাবে। সংসদের হাউজ রিসেপশন অফিস থেকে সাংসদরা টিকিট পাবেন। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা, আর দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টে – এই হলো অফলাইনে টিকিট কাটার সময়।

তবে অফলাইনে কাটতে গেলে কিছু কথা মাথায় রাখতে হবে। পাঁচ বছরের কমবয়সি শিশুদের নিয়ে কুচকাওয়াজে আসা যাবে না। টিকিট কাটার সময় কেন্দ্র অনুমোদিত পরিচয়পত্র (আধার, ভোটার কার্ড ইত্যাদি) দেখাতে হবে। ২৬ জানুয়ারি কুচকাওয়াজ দেখতে যাওয়ার সময়ও পরিচয়পত্র রাখতেই হবে। না হলে ঢুকতে দেওয়া হবে না।

More Articles