ChatGPT ব্যবহার করে প্রতি ঘণ্টায় আয়! কাজের নয়া দিশা দেখাচ্ছে AI

Make Money with ChatGPT: প্রোগ্রামিং ভাষার 'অ' টুকুও যদি না জানা থাকে, পরোয়া নেই। ChatGPT ব্যবহার করে সহজেই অ্যাপ বা নানা পরিষেবা তৈরি করা যেতে পারে।

ওপেনএআই ChatGPT শুরু হওয়ার পর নাটকীয় পরিবর্তন দেখেছে প্রযুক্তির বিস্তৃত ক্ষেত্র। প্রথমে যেমন ধুয়ো ওঠে, উঠেছিল। প্রযুক্তি মানুষের চাকরি ছিনিয়ে নেবে। নিচ্ছেও, অস্বীকার করার নেই। ওপেনএআইয়ের এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এতটাই শক্তিশালী যে এটি মানুষের সৃজনশীল কাজ যেমন রচনা লেখা, গণনা, কোড লেখা এবং আরও অনেক কিছুই করে দিচ্ছে নিমেষে। দরকার শুধু নির্দেশ, কাজ হাজির। ChatGPT-র এই অভাবনীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন তাই এই মুহূর্তে হয়ে উঠেছে সবচেয়ে আলোচ্য বিষয়। প্রোগ্রামিং ভাষার 'অ' টুকুও যদি না জানা থাকে, পরোয়া নেই। ChatGPT ব্যবহার করে সহজেই অ্যাপ বা নানা পরিষেবা তৈরি করা যেতে পারে। কীভাবে ChatGPT কে ব্যবহার করে অর্থ উপার্জন করা যেতে পারে, দেখা যাক।

অ্যাপ, ওয়েবসাইট বা পরিষেবা তৈরি

ChatGPT দিয়ে অর্থ উপার্জনের সেরা উপায় হচ্ছে পণ্য তৈরি করা। এর জন্য যে প্রবল মাথা ও সময় খাটিয়ে কোড শিখতে হবে তেমন না। কীভাবে ফ্রেমওয়ার্ক, টুলচেন, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধাপে ধাপে নির্দেশাবলী দিয়ে দেবে ChatGPT-ই। সম্প্রতি ইহর তেফুরাক নামে ইউক্রেনের এক উদ্যোক্তা, ChatGPT-র সাহায্যে একটি ক্রোম এক্সটেনশন তৈরি করেছেন প্রোগামিং বিষয়ে কোনও জ্ঞান ছাড়াই। এই এক্সটেনশন চালু করার ২৪ ঘণ্টার মধ্যে ১০০০ ডলার উপার্জনও করেছেন। সুন্দর, গোছানো HTML পেজ তৈরি করতে চান? ChatGPT কে জিজ্ঞাসা করুন। পেজ কীভাবে জনপ্রিয় করবেন, ChatGPT কে জিজ্ঞাসা করুন। ভুলভ্রান্তি দেখা দিলে? ChatGPT-কেই কোড ডিবাগ করতে বলুন। সহজ! ChatGPT 4 ব্যবহারের জন্য ChatGPT Plus-এ সাবস্ক্রাইব করলেই আপনিও উপার্জন করতে পারেন সহজে।

ChatGPT-র ব্যবসায়িক বুদ্ধি ও পরামর্শ

ব্যবসা শুরু করতে চাইছেন নিজের। কিন্তু কী করবেন, কীভাবে শুরু করবেন কোনও ধারণাই নেই! আপনার বিশ্বস্ত সখা হতে পারে ChatGPT। আপনার পছন্দের উপর নির্ভর করে ব্যবসার ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করতে ChatGPT-কে। কীভাবে সবটা হয়?

আরও পড়ুন- চাকরির বাজারে বাতিল মানুষ! ৫ বছরে চাকরি যাবে কাদের, ভয়ঙ্কর তথ্য উঠে এল সমীক্ষায়

ধরুন আপনি ChatGPT-কে বললেন, আমি ব্যবসা শুরু করতে চাই। আমি এই প্রযুক্তির সুবিধা নিতে চাই কিন্তু আমি নিশ্চিত নই যে কীভাবে, কোথায় শুরু করব। আপনি চ্যাটজিপিটিকেই বলুন আপনাকে যতটা খুশি প্রশ্ন করতে যাতে আপনি আপনার বিষয়ে জানাতে পারেন। ChatGPT আপনার দক্ষতা, আগ্রহ, চ্যালেঞ্জ এবং আরও অনেক কিছু সম্পর্কে আপনাকে একগুচ্ছ প্রশ্ন জিজ্ঞাসা করবে। এর পরে, এই AI চ্যাটবট আপনার সামর্থ এবং প্রত্যাশা মতো কিছু ব্যবসায়িক ধারণার কথা আপনাকে জানাবে। আপনি আরও প্রশ্ন করতে পারেন যে কীভাবে এটি শুরু করবেন, কী কী বিষয় মাথায় রাখতে হবে। আপনার পরিকল্পনায় সবটুকু সাহায্যই করবে ChatGPT।

AI চ্যাটবট তৈরি করতে পারেন

চ্যাটজিপিটি চালু হওয়ার পরে, এআই চ্যাটবটগুলির চাহিদা বেড়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাপ এবং এমনকী ব্যক্তিগত ক্ষেত্রেও অনেকে এআইকে প্রশিক্ষণ দিতে এবং নিজস্ব এআই চ্যাটবট তৈরি করতে চান। তাই চ্যাটবট তৈরি ভালো ব্যবসা হতে পারে। AI চ্যাটবট তৈরি করতে হলে আপনাকে প্রোগ্রামার হতে হবে না। আপনি ChatGPT-কেই এই বিষয়ে সাহায্য করতে বলতে পারেন। পাইথন ব্যবহার করে কীভাবে এআই চ্যাটবট তৈরি করবেন তা জিজ্ঞাসা করলেই চ্যাটজিপিটি বিষয়টা বোঝাতে শুরু করবে।

JSON ফাইল থেকে প্রাসঙ্গিক তথ্য দ্রুত খুঁজে পেতে আপনি OpenAI API ব্যবহার করতে পারেন। চ্যাটবটের ফ্রন্ট এন্ড তৈরি করতে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন, সবটাই দেখিয়ে দেবে চ্যাটজিপিটি।

ইমেইল অ্যাফিলিয়েট মার্কেটিং

ইমেইল অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ChatGPT ব্যবহার করে অর্থ উপার্জনের সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি। চ্যাটবট গুছিয়ে ইমেল লিখতে পারে। ব্যবহারকারীকে কোনও পণ্য কিনতে বা পরিষেবার মেম্বারশিপ নিতে কোনও লিঙ্কে ক্লিক করতে রাজি করাতে পারে। আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক যোগ করলেই তা অর্থ উপার্জন শুরু করবে। শুরু করার জন্য Amazon, Shopify, ConvertKit ইত্যাদির মতো অ্যাফিলিয়েট প্রোগ্রাম বেছে নিতে পারেন।

এর পরে, আপনাকে লিড ম্যাগনেট, ইমেল সাইনআপ এবং আরও অনেক কিছু ব্যবহার করে আপনার লক্ষ্য অনুযায়ী একটি ইমেল তালিকা তৈরি করতে হবে। ChatGPT ব্যবহার করে এই সেই তালিকাতে ইমেল প্রচারের কাজটি সহজেই করতে পারেন।

প্রম্পট বিশেষজ্ঞ হতে পারেন

AI কাজ করে দেবে ঠিকই। কিন্তু এআইকে সঠিক নির্দেশ না দিলে সে এমন কাজও করতে পারে যাতে হিতে বিপরীত! কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে কাজ করাতে গেলে নির্দেশককেও হতে হবে চরম স্মার্ট। অনেকেই বিভিন্ন ধরনের প্রম্পট একজায়গায় একসঙ্গে করে সেগুলি বিক্রি করেন। আপনি চাইলে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সও করাতে পারেন অন্যদের। যদি আপনার AI এবং এর ব্যবহার সম্পর্কে বিশদ জ্ঞান থাকে, তাহলে দ্রুতই বিশেষজ্ঞ হয়ে উঠতে পারেন। এটি আপনার এক পেশা হয়ে উঠতে পারে আগামীতে। তবে, মনে রাখবেন এর জন্য রিভার্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এআই কীভাবে কাজ করে তা বোঝার ক্ষেত্রে কিছুটা অভিজ্ঞতার প্রয়োজন হবে।

ChatGPT দিয়ে ভিডিও তৈরি করুন

ChatGPT- আপনাকে নির্দিষ্ট ভিডিওর পরামর্শ দিতে পারে। আপনি চ্যাটজিপিটিকে YouTube ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে বলতে পারেন। সেটি হয়ে গেলে, আপনি ওই পাঠ্য থেকে দ্রুত ভিডিও তৈরি করতে পারেন Pictory.ai বা invideo.io এর সাহায্যে। ইউটিউবে ভিডিও প্রকাশ করে বেশ কিছু অর্থ উপার্জন করতে পারেন। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও (৬০ সেকেন্ডের কম) দিয়ে ChatGPT-এর সাহায্যে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন।

আরও পড়ুন- সৃজনশীল মানুষ আর বুদ্ধিমান মেশিনের লড়াই! ঠিক কতটা এগিয়ে ChatGPT?

ই-বুক লিখুন এবং নিজেই প্রকাশ করুন

রয়টার্সের এক প্রতিবেদন বলছে, চ্যাটজিপিটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে এআই-লিখিত ই-বুকগুলির রমরমা বেড়েছে অ্যামাজনে। কারণ, ChatGPT-র মাধ্যমে নতুন কিছু লেখা অনেক সহজ হয়ে গেছে। অনেকেই চ্যাটজিপিটি ব্যবহার করে অনেক প্রাসঙ্গিক এবং বিশেষ বিষয়ে ই-বুক লিখছেন এবং কিন্ডল ডাইরেক্ট পাবলিশিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি অ্যামাজনে বিক্রি করছেন।

বাচ্চাদের ই-বুক থেকে শুরু করে মোটিভেশনাল লেকচার এবং কল্প বিজ্ঞানের উপন্যাস- ChatGPTলিখে দেবে সবই। তবে যেহেতু ChatGPT একেবারে দীর্ঘ উত্তর দেয় না, তাই ধীরে ধীরে লিখিয়ে নিয়ে তা ওয়ার্ড প্রসেসরে যোগ করতে পারেন। Amazon-এ আপনার ই-বুক তৈরি, প্রকাশ এবং বাজারজাত করতে সাহায্য করতে পারে বুক বোল্ট।

ফ্রিল্যান্স লেখা

যে কোনও জায়গায় চ্যাটজিপিটির সাহায্যে লিখিয়ে আপনি ফ্রিল্যান্স করতে পারেন এবং অর্থ উপার্জনও করতে পারেন। শুধুমাত্র ব্লগ পোস্ট লেখাই নয়, অনুবাদ, ডিজিটাল মার্কেটিং, প্রুফরিডিং, পণ্যের বিবরণ লেখা এবং আরও অনেক কিছুর জন্যই ChatGPT ব্যবহার করতে পারেন।

সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা স্রেফ চাকরি কাড়বে এমনটা সত্য নয়। ChatGPT-এর মতো AI-কে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অর্থ উপার্জনও করতে পারেন দেদার।

More Articles