প্যালেস্তাইন বনাম ইজরায়েল || আপনি কার পক্ষ নেবেন?

Israel Palestine War : ১০০ বছরের সংঘর্ষ, জমি হারানোর কান্না, উদ্বাস্তু হয়ে যাওয়া প্রজন্ম, সন্ত্রাসবাদীদের বাড়তে থাকা দখল, এত কিছুর পরে আপনি কার পক্ষে?

শনিবার, ৭ অক্টোবর জেরুসালেমের স্থানীয় সময় ভোর সাড়ে ছ'টা। সাইরেনের শব্দে ঘুম ভাঙে তেল আভিভের। দক্ষিণ এবং মধ্য ইজরায়েল লক্ষ্য করে আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট আছড়ে পড়ে ইজরায়েলের মাটিতে। গাজা সীমান্ত এলাকায় ইজরায়েল ঘাঁটিতে মোটরসাইকেল নিয়ে ঢুকে সশস্ত্র হামাস পড়ে সন্ত্রাসবাদীরা। বৃদ্ধ, শিশু, মহিলাদের পণবন্দি করে। কারা এই হামাস। কেন এভাবে ইজরায়েলের প্রতি তাদের এত আক্রোশ। এত ঘৃণা। এর শিকড়ই বা কোথায়? পৃথিবী যে যুদ্ধের মুখোমুখি হয়েছে সদ্য, তার এই হিতিহাস জানতে হলে ফিরে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বা তারও আগে।

জেরুজালেমের এক পাহাড়ি এলাকাকে ইহুদিরা পবিত্রভূমি বলে মানে। যেমন মনে করে মুসলিম এবং ক্রিশ্চিয়ান সম্প্রদায়। ইহুদিদের ধর্মগ্রন্থ তোরা। সেখানে ঐশ্বরিক নির্দেশে পয়গম্বর ইহুদিদের জন্মভূমিতে ফিরে যেতে বলে। এখান থেকেই জায়ানিজমের সূত্রপাত। জায়ানিজম বিশ্বজুড়ে ইহুদিদের এককাট্টা করার আন্দোলন। ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র তৈরির আদি ভাবনা এখান থেকেই শুরু। তাহলে সংঘাত কোথায়?

প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা প্যালেস্তাইনের শাসনভার নেয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরে, ইহুদিরা দলে দলে শরণার্থী হিসেবে ইওরোপ ছেড়ে প্যালেস্তাইন এবং বিশ্বের অন্যান্য প্রান্তে পালিয়ে যান। নাৎসিবাহিনীর হলোকাস্ট নিধনযজ্ঞের পর জায়ানিস্ট নেতারা স্বাধীন ইহুদি রাষ্ট্রের দাবিতে সোচ্চার হন।

প্যালেস্তাইন থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের পর ১৯৪৮ সালের ১৪ মে, স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইজরায়েল, যা নিয়ে প্রথম থেকেই আপত্তি আরব-প্যালেস্তাইনের। প্রথম থেকেই প্যালেস্তাইন মনে করে জোর করে তাদের জমি দখল করে রেখেছে ইজরায়েল। সেই জমি ফিরে পেতে স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের স্বপ্নে তরুণ প্রজন্ম একদিন হাতে তুলে নেয় রাইফেল। যার অন্যতম মুখ ইয়াসের আরাফত।

আরাফতের মতো অসংখ্য প্যালেস্তিনিয়র হাত ধরে একে একে কখনও ফতাহ্, কখনও প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বা হালের হামাসের মতো সন্ত্রাসবাদী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে সেখানে। দশকের পর দশক ধরে সমস্ত সংগঠন স্বাধীন প্যালেস্তাইনের দাবিতে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এসেছে আর ইজরায়েল তার সমস্ত শক্তি দিয়ে একটু একটু করে দখল করেছে প্যালেস্তাইনের জমি। কোণঠাসা করেছে আরব-প্যালেস্তিনিয়দের।

আজ প্যালেস্তাইন বলতে আমরা বুঝি শুধুমাত্র ওয়েস্ট ব্যাঙ্ক আর গাজা স্ট্রিপের কয়েক খণ্ড জমি। যদিও আন্তর্জাতিকভাবে এখনও প্যালেস্তাইনের কোনও স্বীকৃত সীমান্ত নেই। এমনকী আমেরিকা বা ইজরায়েলের মতো দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মান্যতাও দেয় না।

ইনতিফাদা। আরবি এই শব্দের অর্থ ঝাঁকুনি দিয়ে উত্থান। আটের দশকের শেষে এই উত্থান ইজরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে গেরিলা কায়দায় গণআন্দোলনের চেহারা নেয়। বাঙালি কবিও কলম হাতে তুলে লেখেন, আমি আরব গেরিলাদের সমর্থন করি।

এক ঝলকে দেখা যাক বহু বছরের এই সংঘাতের সালতামামি

সংঘাতের সালতামামি

১৯১৭
প্যালেস্তাইনে ইহুদিদের জাতীয় অধিকারের দাবিকে বালফোর ঘোষণাপত্রে সমর্থন ব্রিটিশের

১৯১৮-১৯৪৭
প্যালেস্তাইনে ব্রিটিশ শাসনকালে ইহুদি এবং আরবদের মধ্যে সংঘাত, সংঘর্ষের দীর্ঘ টানাপড়েন

১৯৪৭
রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে প্যালেস্তাইনে ইহুদি এবং আরবদের মধ্যে দেশ ভাগাভাগির প্রস্তাব

১৯৪৮
স্বাধীন রাষ্ট্র হিসেবে ইজরায়েলের আত্মপ্রকাশ। আরব-ইজরায়েলের যুদ্ধের শুরু

১৯৫৬
সুয়েজ খাঁড়ির দখলদারিত্ব নিয়ে ইজরায়েল, ফ্রান্স এবং যুক্তরাজ্য়ের মধ্য়ে সংঘাত

১৯৬৭
৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রাম। ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা ভূ-খণ্ড, সিনাই এবং গোলান দখলে নেয় ইজরায়েল

১৯৮৭
ইজরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্যালেস্তাইনে প্রথম ইনতিফাদার অভ্যুত্থান

১৯৯৩
ওয়াশিংটনে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে অসলো চুক্তি সই। প্রথমবার দু-পক্ষ সমঝোতার টেবিলে। দুই যুযুধান শিবির একে অন্যকে স্বীকৃতি দেয়

২০০০
ক্যাম্প ডেভিড-এর সম্মেলন ব্যর্থ। প্যালেস্তাইনে দ্বিতীয় বার ইনতিফাদার উত্থান

২০০৬
প্যালেস্তাইনের নির্বাচনে হামাস-এর জয়

২০১৪
হামাস-ইজরায়েলের মধ্যে ৫০ দিনের ধুন্ধুমার লড়াই

২০১৭
জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে আমেরিকার স্বীকৃতি

২০২১
আল-অকসা মসজিদ ঘিরে হামাস এবং ইজরায়েলের মধ্যে ১১ দিনের লড়াই। সংঘর্ষ বিরতির মাধ্যমে মধ্যস্থতা

২০২৩
ইজরায়েলে আচমকা হামাসের রকেট হামলা। পালটা যুদ্ধঘোষণা ইজরায়েলের।

১০০ বছরের সংঘর্ষ, জমি হারানোর কান্না, উদ্বাস্তু হয়ে যাওয়া প্রজন্ম, সন্ত্রাসবাদীদের বাড়তে থাকা দখল, এত কিছুর পরে আপনি কার পক্ষে? ইজরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধে কোন পক্ষ নেবেন আপনি? দেখুন বাংলা যা ভাবছের আজকের পর্ব। আজ সন্ধ্যায়। সাংবাদিক, বিশ্লেষকরা কী বলছেন? আজকের পর্ব, প্যালেস্তাইন বনাম ইজরায়েল, আপনি কার পক্ষ নেবেন? প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে ৭ টা থেকে - কলকাতা ২৪x৭ এর ইউটিউব চ্যানেল এবং inscript.me এর ফেসবুক পেজে চোখ রাখুন।

More Articles