প্রতিদিন ছাঁটাই হচ্ছেন ১৬০০ জন! ফের প্রশ্নের মুখে ভারতের লাখো প্রযুক্তি কর্মীর ভবিষ্যৎ

Layoff in 2023: ৯১টি কোম্পানি এই মাসের প্রথম ১৫ দিনেই ২৪,০০০-এরও বেশি প্রযুক্তি কর্মীদের ছাঁটাই করেছে।

প্রযুক্তি শিল্প গত ২ দশকে ভারতের সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠেছিল। প্রযুক্তি মানেই চাকরি, প্রযুক্তি মানেই পড়াশোনা শেষে বিশাল অংশের ছাত্রছাত্রীদের গন্তব্য, মোটা মাইনে এবং নিরাপত্তা। তবে, ২০২৩-এ এসে আর মোটেও নিরাপদ নন প্রযুক্তিকর্মীরা। শুরুটা হয়েছিল অবশ্য শেষ কয়েক বছর ধরেই। নতুন বছর শুরু হতে না হতেই, ভারত সহ বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন ১,৬০০ জনেরও বেশি প্রযুক্তি কর্মীকে কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে। সারা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং মন্দার আশঙ্কার মধ্যেই ধারাবাহিকভাবে বরখাস্ত করার কাজ চলছে। ছাঁটাই সংক্রান্ত ওয়েবসাইট লেঅফের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে, ১,০০০টিরও বেশি কোম্পানি মোট ১৫৪,৩৩৬ জন প্রযুক্তি কর্মী ছাঁটাই করেছে।

২০২২ সালের এই গণছাঁটাই নতুন বছরেও অব্যাহত রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারতীয় কোম্পানি এবং স্টার্টআপগুলিই কর্মীদের ছাঁটাই করার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে। দেশিয় সোশ্যাল মিডিয়া সংস্থা শেয়ারচ্যাট (মহল্লা টেক প্রাইভেট লিমিটেড) বাজারের অনিশ্চিত অবস্থার কারণে ২০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। যার ফলে ৫০০ জনেরও বেশি কর্মচারী প্রভাবিত হয়েছেন। টুইটার, গুগল, স্ন্যাপ এবং টাইগার গ্লোবাল সমর্থিত, শেয়ারচ্যাটে প্রায় ২,৩০০ জন কর্মী রয়েছেন।

আরও পড়ুন- কতটা নিরাপদ আইটির চাকরি! চোখে আঙুল দিয়ে দেখাল ফেসবুক, টুইটার, বাইজুস, হটস্টারের ছাঁটাই

২০২২ সালের ডিসেম্বরে, শেয়ারচ্যাট নিজের ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম Jeet11 বন্ধ করে দেয়। সেই সময় ৫ শতাংশেরও কম কর্মী ছাঁটাই করা হয়। অ্যাপ ক্যাব ওলা ২০০ জন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছে এবং ভয়েস অটোমেটেড স্টার্টআপ Skit.ai-এর মতো কোম্পানিগুলিও এই মাসে কর্মীদের ছাঁটাই করেছে ব্যাপক হারে। ভারতীয় গ্রসারি ডেলিভারি অ্যাপ ডানজো খরচ কমানোর জন্য ৩ শতাংশ কর্মচারী ছাঁটাই করেছে।

বিশ্বব্যাপী প্রযুক্তি কর্মীদের জন্য ২০২৩ সালের শুরুটা মোটেও ভালো হয়নি। মাস পড়তে না পড়তেই ছাঁটাইয়ের বিজ্ঞপ্তি পেয়েছেন অনেকেই। ৯১টি কোম্পানি এই মাসের প্রথম ১৫ দিনেই ২৪,০০০-এরও বেশি প্রযুক্তি কর্মীদের ছাঁটাই করেছে। বোঝাই যাচ্ছে আরও খারাপ দিন আসছে শিগগিরই। অ্যামাজন ভারতে প্রায় ১,০০০ জনকে ছাঁটাই করছে। বিশ্বব্যাপী ১৮,০০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা করেছে অ্যামাজন।

অন্যদিকে LinkedIn অ্যাপে চাকরির সন্ধান বাড়ছে। ছাঁটাই হওয়া কর্মীদের জন্য সহায়তার প্রস্তাব বাড়িয়ে দিয়েছে অনেক সংস্থা। বাজার গবেষণা সংস্থা সেন্সর টাওয়ারের মতে, LinkedIn অ্যাপটি ২০২২ সালে বিশ্বব্যাপী Google Play Store এবং Apple App Stores- থেকে আনুমানিক ৫৮.৪ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। ২০২১ সালের থেকে এই ডাউনলোডের সংখ্যা ১০ শতাংশ বেশি।

 

More Articles